You are currently viewing ভারতের প্রথম পুরুষ ও তার তালিকা PDF সহ (India’s first man and his list with PDF)
ভারতের প্রথম পুরুষ ও তার তালিকা PDF সহ

ভারতের প্রথম পুরুষ ও তার তালিকা PDF সহ (India’s first man and his list with PDF)

ভারতের প্রথম পুরুষঃ অনুপস্থিত কোনো ব্যক্তি বা দূরের কোন বস্তুর সম্বন্ধে কিছু বলবার সময় সেই ব্যক্তি বা নামের পরিবর্তে যে সর্বনাম বা বিশেষ্য পদ ব্যবহার করা হয় তাকেই প্রথম পুরুষ বলে। [1]

                 ভারতের প্রথম পুরুষ ও তার তালিকা PDF সহ

                           বিভিন্ন ক্ষেত্রে                         প্রথম পুরুষের নাম
●প্রথম প্রধানমন্ত্রী : জওহরলাল নেহরু (১৯৪৭-৬৪)
● প্রথম রাষ্ট্রপতি : ডঃ রাজেন্দ্র প্রসাদ (২৬.১.১৯৪৭-১৩.৫.১৯৬২)
• প্রথম উপ-প্রধানমন্ত্রী

• প্রথম উপরাষ্ট্রপতি

:সর্দার বল্লভভাই প্যাটেল (১৫.৮.১৯৪৭-১৫.১০.১৯৫০)

: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (১৯৫২)

• প্রথম রাজ্যসভার চেয়ারম্যান : ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (১৯৫২-৬২)
●প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক : সুকুমার সেন (১৯৫০-৫৮)
• প্রথম চীফ জাস্টিস : হিরালাল জে. কানিয়া (১৯৫০-৫১)
• প্রথম বিমানবাহিনীর প্রধান : স্যার থমাস অ্যালমহারেস্ট (১৯৪৭-৫০)
• প্রথম নৌ সেনা প্রধান : আর. ডি. কাটারী (১৯৫৮-৬২)
• প্রথম কমান্ডার ইন চীফ : কে. এম. কারিয়াপ্পা (১৯৪৯-৫৩)
• স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী : আর কে. সম্মুগম চেট্টি (১৯৪৭)
●প্রথম আই সি এস অফিসার : সত্যেন্দ্রনাথ ঠাকুর
• বৃটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য : দাদাভাই নৌরজী (১৮৬২)
●হাইকোর্টের প্রথম বিচারপতি : রমাপ্রসাদ রায়
●প্রথম ভারতীয় গভর্নর : লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
• গভর্নর জেনারেল : ওয়ারেন হেস্টিংস
● ভাইসরয় : লর্ড ক্যানিং
● স্বাধীন ভারতের গভর্নর জেনারেল : লর্ড মাউন্টব্যাটেন
● স্বাধীন ভারতের গভর্নর জেনারেল (ভারতীয়) : চক্রবর্তী রাজাগোপালাচারি
● রাষ্ট্রপতি পদে থকাকালীন মৃত্যু : ড. জাকির হুসেন
● ধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু :সি এন আন্নাদুরাই
● লোকসভার অধ্যক্ষ : জি ভি মাভলাঙ্কার
• প্রথম মহাকাশচারী : রাকেশ শর্মা (১৯৮৪)
• প্রথম ভারতরত্ন প্রাপক : চক্রবর্তী রাজা গোপালাচারী, ডঃ সর্বপল্লী

রাধাকৃষ্ণণ ও সি.   ভি. রমন (১৯৫৪)

●প্রথম অস্কার জয়ী : ভানু আথাইয়া (১৯৮২)
●প্রথম নোবেলজয়ী : রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩)
● প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী : জি. শংকর কুরুপ (১৯৬৫)
● প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন : ফু দোরজী (১৯৮৪)
● প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী : মিহির সেন (১৯৫৮)
• প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী : কে.ডি.যাদব (কুস্তীতে, হেলসিঙ্কিতে, ১৯৫২)
● প্রথম চলচ্চিত্র পরিচালক : দাদাসাহেব ফালকে
● প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী : দাদা সাহেব ফালকের পুত্র ভালচন্দ্রা
• প্রথম ম্যাগসাইসাই পুরস্কার জয়ী : আচার্য বিনোবা ভাবে (১৯৫৮)
• প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি : উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৮৫)
• প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপটেন : সি.কে.নাইডু (১৯৩২)
• প্রথম টেস্ট সেঞ্চুরী করেন : লালা অমরনাথ (১৯৩৩-৩৪)
• প্রথম ক্রিকেটার যিনি ১ থেকে ১০ সব পজিশনে ব্যাট                                     করেছেন :  ভিনু মানকড়
• প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেন। : উদয় শংকর
• প্রথম চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী : এম.জি. রামচন্দ্রন (তামিলনাড়ু ১৯৭৭)
• প্রথম যিনি দক্ষিণ মেরু পৌঁছান : জে.কে. বাজাজ
• প্রথম ম্যানেজিং ডিরেক্টর, বিশ্বব্যাঙ্কের : গৌতম কাজী (১৯৯৫)
● প্রথম নিশান-ই পাকিস্তান পান : মোরারজী দেশাই
• প্রথম বৈমানিক : জে.আর.ডি.টাটা (টাটা এয়ারলাইন্স)
• প্রথম ভারতীয় নৌ-চালক (Naval Pilot) : ওয়াই নে সি (১৯৪১)
• প্রথম ইউ.এন-এ হিন্দিতে ভাষন দেন : অটলবিহারী বাজপেয়ী (১৯৭৭)
• প্রথম টেস্টে হ্যাট্রিককারী ক্রিকেটার : চেতন শৰ্মা (১৯৮৭)
• প্রথম বিলাত যাত্রী : রাজা রামমোহন রায়
• ডাকটিকিটে প্রথম কোন জাতীয় নেতার ছবি : মহাত্মা গান্ধি
• প্রথম বিদেশে অভিনয়ে খ্যাতিলাভ : শিশির ভাদুড়ী
● প্রথম টেস্ট ক্রিকেট খেলোয়াড় : রণজিৎ সিংজী
• প্রথম ব্যারিস্টার : জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর

এটিও জেনে নিনঃ 2022 এবং 2023 উৎসব এর তালিকা -Festivals List in Bengali

File Name:ভারতের প্রথম পুরুষ ও তার তালিকা PDF সহ

File Format: PDF

PDF Size:385 KBPS

PDF File Name: ভারতের প্রথম পুরুষ ও তার তালিকা PDF সহ

Total Page: 2

PDF File Download Link: ভারতের প্রথম পুরুষ

Leave a Reply