You are currently viewing ভারতের প্রথম মাহাকাশযাত্রীর তালিকা PDF সহ
ভারতের প্রথম মাহাকাশযাত্রীর তালিকা PDF সহ

ভারতের প্রথম মাহাকাশযাত্রীর তালিকা PDF সহ

প্রথম মাহাকাশযাত্রীঃ  সোভিয়েত  ইউনিয়নের ইয়ুরি গ্যাগারিন ছিলেন মহাকাশ যাত্রাকারী প্রথম মানব।১৯৮২ খ্রিষ্টাব্দের ২০ সেপ্টেম্বর তিনি একজন মহাকাশচারী হওয়ার জন্যে মনোনীত হন এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) ও সোভিয়েত ইন্টারকসমস মহাকাশ কর্মসূচির মধ্যে যৌথ প্রকল্পের অংশ হিসেবে মহাকাশ যাত্রা করেন।[১]

            ভারতের প্রথম মাহাকাশযাত্রীর তালিকা PDF সহ

* প্রথম যাত্রীবাহী মহাকাশযান পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কর্ণেল ইউরি গ্যাগারিন ১৯৬১ সালের ১২ এপ্রিল ৪.৬৫ টন ওজনের মহাকাশযান ‘ভস্তক’-এ মহাকাশযাত্রা করেন এবং ৮৯.৩৪ মিনিটে পৃথিবীর একটি কক্ষপথ প্রদক্ষিণ করেন।
 

* মহাকাশে প্রথম মহিলা

 পূর্বতন সোভিয়েত ইউনিয়নের লেফঃ কর্ণেল ভ্যালেন্তিনা তেরস্তোভ ১৬জুন ১৯৬৩ সালে ‘ভস্তক – ৬’-এ চড়ে ৪৮টি কক্ষ ২দিন ২২ ঘন্টা ৪২ মিনিটে প্রদক্ষিণ করেন। এছাড়াও আরও দু’জন হলেন—পূর্বতন সোভিয়েতের সেভতিনা সাভিৎস্কায়া (১৯ আগস্ট ১৯৮২) ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্যালি রাইড (১৮ জুন, ১৯৮৩)।
* প্রথম ভারতীয় মহাকাশযাত্রী  ১৮৮৪ সালের ৩ এপ্রিল রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দেন।
* মহাকেশে প্রথম পদচারণা  ১৯৬৫ সালের ১৮ মার্চ লেফঃ কর্ণেল অ্যালেক্সে এলিওহব (বর্তমানে মেজর জেনারেল) ‘ভস্তক-২’ থেকে প্রথম মহাকাশযান বহির্ভূত কাজে সামিল হন।
* মহাকাশ উড়ান সূত্রের ‘ম্যাথেমেটিক্যাল প্রিন্সিপ্যালস্ অব ন্যাচারাল ফিলোজফি’ নামক গ্রন্থে।
* মহাকাশে অবতরণকারী প্রথম যান ১৯৭০ সালের ১৭ নভেম্বর মহাকাশে অবতরণকারী প্রথম মনুষ্যবিহীন যান হ’ল ‘লুনোখড-১’। এটি চাঁদে অবতরণ করে।

 

এটিও জেনে নিনঃ সবসময় ব্যবহৃত 100 বিশেষণের ইংরেজি বিপরীত শব্দ

File Format: ভারতের প্রথম মাহাকাশযাত্রীর তালিকা PDF সহ

File Name: PDF

PDF File Name: ভারতের প্রথম মাহাকাশযাত্রীর তালিকা PDF সহ

PDF File Size: 385 KBPS

No Of Page:  01

Download Link : প্রথম মাহাকাশযাত্রী

Leave a Reply