You are currently viewing ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য নিয়ে 1000 প্রশ্ন উত্তর

ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য নিয়ে 1000 প্রশ্ন উত্তর

ভারত (INDIA) দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র।

ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য এই পোষ্টে শেয়ার করা হল। [ জেনে নিন ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য, ৫০০+ ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য, নতুন নতুন ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য, ভারতের বৃহত্তম/দীর্ঘতম]

ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য

ভারতের বৃহত্তম রাজ্য ? উত্তর – রাজস্থান।
ঘনবসতিপূর্ণ রাজ্য ? উত্তর:   পশ্চিমবঙ্গ। .
সবচেয়ে বেশি জনসংখ্যা? উত্তর: —উত্তর প্রদেশ।
সবচেয়ে বেশি শিক্ষিত? উত্তর:—কেরালা।।
সর্বাধিক জনবহুল শহর ? উত্তর:—কলকাতা।
বৃহত্তম জেলা ? উত্তর:— বিশাখাপত্তনম।
বৃহত্তম বন্দর ? উত্তর:- মুম্বাই।।
বৃহত্তম মৎস বন্দর ? উত্তর:—শংকরপুর (পশ্চিমবঙ্গ)।
বৃহত্তম বিমান বন্দর ? উত্তর:—সান্তাক্রুজ (মুম্বাই)।
সবচেয়ে বড় ব-দ্বীপ ? উত্তর:—সুন্দরবন (পশ্চিমবঙ্গ)।
সবচেয়ে বড় দ্বীপ? উত্তর: —সাগর দ্বীপ।
বৃহত্তম হ্রদ ? উত্তর:-উলার হদ (কাশ্মীর)।
উচ্চতম জলপ্রপাত ? উত্তর:—গেরসোপ্পা (কর্ণাটক)।
দীর্ঘতম নদী? উত্তর: –গঙ্গা।
বৃহত্তম নোনা জলের হ্রদ ? উত্তর:—চিল্কা (উড়িষ্যা)।
বৃহত্তম উদ্যান ? উত্তর:-বােটানিক্যাল গার্ডেন (শিবপুর হাওড়া)
বৃহত্তম চিড়িয়াখানা? উত্তর:—আলিপুর চিড়িয়াখানা (কলকাতা)।
বৃহত্তম রেলওয়ে স্টেশন? উত্তর:—ভিক্টোরিয়া টার্মিনাস (মুম্বাই)।
সবচেয়ে বেশি যাত্রী যে রেল ? উত্তর:-স্টেশন দিয়ে যাতায়াত করে–শিয়ালদহ কোলকাতা
এটিও জেনে নিন – জীবন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর – জীবন বিজ্ঞান 1000+ জিকে

বৃহত্তম সমাধিসৌধ? উত্তর:-তাজমহল (আগ্রা)।
বৃহত্তম মন্দির? উত্তর: – মীনাক্ষী মন্দির, মাদুরাই।
বৃহত্তম গুহা মন্দির- ? উত্তর: ইলোরা, কর্ণাটক।
উচ্চতম রেলস্টেশন ? উত্তর:- ঘুম, দার্জিলিং।
উচ্চতম গিরিপথ? উত্তর:-কার্গিল, কাশ্মীর।
দীর্ঘতম সড়ক সেতু-? উত্তর:~ জওহর সেতু, শোননদী।
বৃহত্তম খাল? উত্তর:-  রাজস্থান খাল।
উচ্চতম স্তূপ ? উত্তর:- সাঁচি সুপ, মধ্যপ্রদেশ।
দীর্ঘতম বাঁধ ? উত্তর:- হিরাকুদ বাঁধ, উড়িষ্যা।
দীর্ঘতম বৃলন্ত সেতু ? উত্তর:- রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ)।
দীর্ঘতম জাতীয় সড়ক? উত্তর:- গ্র্যান্ডট্রাঙ্ক রোড, পশ্চিমবঙ্গ ।
বৃহত্তম মরুভূমি? উত্তর: -থর, রাজস্থান।
সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ? উত্তর:- কলকাতা বিশ্ব বিদ্যালয়।

ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য নিয়ে 1000 প্রশ্ন উত্তর ( ভারতের বৃহত্তম)

ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান (আয়তন)।

ভারতের বৃহত্তম রাজ্য – উত্তর প্রদেশ (জনসংখ্যায়)।

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল –  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। –

ভারতের বৃহত্তম মরুভূমি – থর, রাজস্থান।

ভারতের বৃহত্তম নগরী – মুম্বাই।

ভারতের বৃহত্তম বন্দর -মুম্বাই।

ভারতের বৃহত্তম বিমানবন্দর – মুম্বাই বিমানবন্দর।

ভারতের বৃহত্তম বনভূমি – কাজিরাঙ্গা, অসম।

ভারতের বৃহত্তম সাগর দ্বীপ – মধ্য আন্দামান।

ভারতের বৃহত্তম নদী দ্বীপ – মাজুলি (ব্রহ্মপুত্র)।

ভারতের বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন।

ভারতের বৃহত্তম হ্রদ -উলার হ্রদ, কাশ্মীর।

ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ – কল্পেরু হ্রদ, আন্ধ্রা প্রদেশ।

ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ – চিক্কা, ওড়িশা।

ভারতের বৃহত্তম জলপ্রপাত – গেরসোপ্প, কর্ণাটক।

ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা – ভাকরা-নাঙ্গাল।

ভারতের বৃহত্তম সমাধি সৌধ – তাজমহল।

ভারতের বৃহত্তম গম্বুজ — গোল গম্বুজ, কর্ণাটক।

ভারতের বৃহত্তম গির্জা – সেন্ট ক্যাথিড্রাল, গোয়া।

ভারতের বৃহত্তম মন্দির – মীনাক্ষী মন্দির, মাদুরাই।

ভারতের বৃহত্তম মসজিদ জামা মসজিদ, দিল্লি।

ভারতের বৃহত্তম গুরুদ্বার –  স্বর্ণ মন্দির, অমৃতসর।

ভারতের বৃহত্তম গুহা মন্দির – কৈলাস, ইলোরা (মহারাষ্ট্র)।

ভারতের বৃহত্তম ব্যাঙ্ক – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ভারতের বৃহত্তম হোটেল – অবেরয় শেরাটন।

ভারতের বৃহত্তম সার কারখানা – সিন্ধি, বিহার।

ভারতের বৃহত্তম মিউজিয়াম – ভারতীয় জাদুঘর, কলকাতা।

ভারতের বৃহত্তম জলাধার টালা ট্যাঙ্ক।

ভারতের বৃহত্তম স্টেডিয়াম –যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।

ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য নিয়ে 1000 প্রশ্ন উত্তর

ভারতের বৃহত্তম চিড়িয়াখানা – আলিপুর চিড়িয়াখানা।/ জুলজিক্যাল গার্ডেন (কর্ণটিক)।

ভারতের বৃহত্তম স্তূপ – সাঁচি স্তূপ, মধ্য প্রদেশ।

ভারতের বৃহত্তম তারামণ্ডল – বিড়লা তারামণ্ডল।

ভারতের বৃহত্তম ভবন-  রাষ্ট্রপতি ভবন।

ভারতের বৃহত্তম রেল স্টেশন – ভিক্টোরিয়া টারমিনাস।

ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা – ভিলাই।

ভারতের বৃহত্তম বাজার – নিউ মার্কেট, কলকাতা।

ভারতের বৃহত্তম কারাগার – তিহার জেল, দিল্লি। / পুষাল জেল (চেন্নাই),

ভারতের বৃহত্তম গ্রন্থাগার – ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা।

ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া

ভারতের বৃহত্তম প্রদর্শনী স্থল – প্রগতি ময়দান (নিউ দিল্লি)।

ভারতের বৃহত্তম শৈলাবাস – সিমলা, হিমাচল প্রদেশ।

ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় – কলকাতা বিশ্ববিদ্যালয়।

ভারতের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় – ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় (নিউ দিল্লি)।

ভারতের বৃহত্তম জিপিও -মুম্বাই জিপিও।

ভারতের বৃহত্তম তেল শোধনাগার – মথুরা, উত্তর প্রদেশ।

ভারতের বৃহত্তম মেলা – কুম্ভ মেলা।

ভারতের বৃহত্তম পশু মেলা – শোনপুর, বিহার।

ভারতের বৃহত্তম প্ল্যানেটরিয়াম – বিড়লা প্ল্যানেটরিয়াম।

ভারতের বৃহত্তম সিনেমা থিয়েটর – থানগাম থিয়েটর।

ভারতের বৃহত্তম মোনাস্ট্রি – তাওয়াং মোনাস্ট্রি (অরুণাচল প্রদেশ)।

ভারতের বৃহত্তম ভৌগোলিক প্লেট — ডেকান প্লেট।

ভারতের বৃহত্তম বিমান পরিবাহক – আইএনএস বিরাট।

Leave a Reply