You are currently viewing ভারতের ভূগোল সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর

ভারতের ভূগোল সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর

ভারতের ভূগোল দক্ষিণ এশীয় রাষ্ট্র ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করে। ভারত সম্পূর্ণত ইন্দো-অস্ট্রেলীয় পাতের উত্তরাংশে ভারতীয় পাতের উপর ৮°৪’ ও ৩৭°৬’ উত্তর অক্ষাংশ এবং ৬৮°৭’ ও ৯৭°২৫’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।. ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। দেশটির মোট আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার, ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার ৩,২১৪ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমের বিস্তৃতি ২,৯৯৩ কিলোমিটার। ভারতের স্থলভাগের পরিসীমা ১৫,২০০ কিলোমিটার এবং উপকূলভাগের দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার।

এর আগের পোষ্টে ভারতের ভূগোল সম্পর্কে ৫০০ প্রশ্ন উত্তর নিয়ে পোষ্ট করা হয়েছে চাইলে ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর – গুরুত্বপূর্ণ ভূগোল জিকে পোষ্টি দেখে নিতে পারেন। নিম্নে ভারতের ভূগোল নিয়ে আরও কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল।

ভারতের ভূগোল সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর

প্রঃ মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায় ?

উঃ মহালধিরাম পর্বতের পাগলাঝােরা প্রস্রবণ।

প্রঃ বঙ্গোপসাগরে অবস্থিত আগ্নেয়দ্বীপের নাম কি?

উ : ব্যারন ও নারকোণ্ডাম।

প্রঃ কানাড়ী ভাষায় ‘মালাদ’ শব্দের অর্থ কি?

উঃ পাহাড়ী দেশ।

প্রঃ কোন্ স্থানের সময়কে ভারতে প্রমাণ সময় ধরা হয়?

উঃ-এলাহাবাদের স্থানীয় সময়কে।

প্রঃ দক্ষিণ রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ চেন্নাই-এ।

প্রঃ ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি?

উঃ মুম্বাইয়ের সান্তাক্রুজ।

প্রঃ ভারতের সর্বাধিক খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা কোনটি?

উঃ ছােটনাগপুর (ঝাড়খণ্ড)।

প্র : কোন ইস্পাত কারখানা থেকে রেল-লাইন সরবরাহ করা হয়?

উঃ ভিলাই ইস্পাত কারখানা থেকে।

প্রঃ কলকাতা ও এলাহাবাদের স্থানীয় সময়ের পার্থক্য কত?

উ : ২৪ মিনিট।

প্রঃ উত্তরপ্রদেশের প্রধান শিল্পকেন্দ্র কোন্টি ?

উঃ কার্নপুর।

প্রঃ হুগলী শিল্পাঞ্চলের কোথায় জাহাজ নির্মাণ কারখানা আছে?

উ: গার্ডেনরিচে।

পঃ অগভীর লবণাক্ত জলাভূমিকে কি বলা হয় ?

উ : রণ।

প্র : দক্ষিণ ভারতের আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ আনাইমুদি।

প্র: দামােদর নদীর প্রধান শাখার নাম কি?

উঃ মুণ্ডেশ্বরী।

প্রঃ কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ গডউইন অস্টিন বা K,।

প্রঃ অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে?

উঃ ঝাড়খণ্ড।

প্রঃ সবরমতী নদীটির উৎপত্তিস্থল কোথায় ?

উঃ আরাবল্লী পর্বত।

প্রঃ পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি?

উঃ কাঞ্চনজডঘা।

প্রঃ এককভাবে ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্প কোনটি?

উঃ কার্পাস বয়ন শিল্প।

প্রঃ গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দিয়ে গঠিত ভূমিকে কি বলে?

উ ভাঙ্গর।

প্রঃ কোথায় বছরে দুবার বর্ষাকাল হয়?

উঃ করমণ্ডল উপকূলে (তামিলনাড়ু)।

প্রঃ হুগলী শিল্পাঞ্চলের কোথায় জাহাজ নির্মাণ কারখানা আছে?

উঃ গার্ডেনরিচে।

প্রঃ ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি?

উ : লুনি নদী।

প্রঃ কোন শহরকে হায়দ্রাবাদের “যমজ শহর” বলা হয়?

উঃ সেকেন্দ্রাবাদকে।

প্রঃ ভারতে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে?

উ : পশ্চিমবঙ্গ।

প্রঃ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল?

উ : ভাষা।

প্রঃ ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে?

উ : উত্তরপ্রদেশ।

প্রঃ ভারতের ২৬তম অঙ্গরাজ্য কোন্টি?

উঃ ছত্তিশগড়।

প্র : ভারতে কোন্ রাজ্য জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

উঃ মহারাষ্ট্র।

প্রঃ সিন্ধু নদের উপনদীগুলির নাম কি?

উঃ বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্রু।

প্রঃ কোন শস্যকে সােনালী আঁশ’ বলা হয়ে থাকে?

উ : পাটকে।

প্রঃ ‘ম্যানগ্রোেভ অরণ্য কোথায় দেখা যায়?

উঃ সুন্দরবন অঞ্চলে।

প্রঃ মহানদীর (মধ্যপ্রদেশ ও ওড়িশা) উপনদীর নাম লেখাে।

উ : হাঁসদা, মান্দ ও ইব।

প্রঃ ধান উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ পশ্চিমবঙ্গ।

প্রঃ ভারতের ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উ : ওড়িশার ‘কটকে।

প্রঃ গােদাবরী নদীর (দক্ষিণ-ভারতের) উপনদীগুলির নাম লেখাে।

উঃ প্রাণহিতা, ইন্দ্রাবতী ও মঞ্জিরা।

প্রঃ সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লােহার নাম কি?

উঃ ম্যাগনেটাইট।

প্রঃ ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি কোথায় আছে?

উঃ রাণীগঞ্জে।

প্রঃ “ভারতের রূঢ়” কাকে বলা হয়?

উঃ দুর্গাপুরকে।

প্রঃ ভারতের পর্ণমােচী অরণ্যের অপর নাম কি?

উঃ মৌসুমী অরণ্য।

প্রঃ ভারতের বৃহত্তম তৈলশােধনাগার কোনটি?

উঃ গুজরাটের ‘কয়ালি।

প্রঃ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উঃ মাউন্ট এভারেস্ট।

প্রঃ গঙ্গার প্রধান উপনদীর নাম কি?

উঃ যমুনা।

প্রঃ ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?

উঃ কালাপমে।

প্রঃ ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা (আমূল) কোথায় অবস্থিত?

উঃ গুজরাটের আনন্দ ও হিম্মতনগরে।

প্রঃ উপনদী কাকে বলে?

উঃ যে নদী বড় নদীতে এসে মেশে।

প্রঃ কোন্ নদীর গতিপথে ‘হুডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে?

উঃ সুবর্ণরেখা।

প্রঃ সর্বাধিক কার্পাস তুলা উৎপাদক অঞ্চল কোনটি?

উঃ কৃষ্ণমৃত্তিকা অঞ্চল।

প্রঃ শাখানদী কাকে বলে?

উঃ মূল নদী থেকে যে নদী বেরিয়ে সাগরে বা উপসাগরে মেশে।

প্রঃ নারকেল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কোথায়?

উঃ দ্বিতীয়।

প্রঃ গঙ্গার উপনদীগুলির নাম লেখাে।

উঃ যমুনা, গােমতী, ঘর্ঘরা, কুশী ও গণ্ডক।

প্রঃ ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

উঃ তামিলনাড়ুর করমণ্ডল উপকূল অঞ্চলে।

প্রঃ ‘মেঘালয়’ কথার অর্থ কি?

এটিও পড়ুন – ভারতের ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর
উ : ‘মেঘের আলয়’ বা মেঘের. দেশ’।

প্রঃ ব্রহ্মপুত্র নদের অন্যান্য নাম লেখাে।

উঃ সাংপো, ডিহং ও যমুনা (বাংলাদেশে)।

প্রঃ ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন্ অঞ্চলে দেখা যায়?

উঃ সুন্দরবন অঞ্চলে।

প্রঃ শিলং অপেক্ষা মৌসিনরামে বৃষ্টিপাত বেশী হয় কেন?

উঃ কারণ শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত।

প্রঃ ব্রহ্মপুত্রের উপনদীগুলির নাম লেখাে।

উঃ সুবর্ণশিরি, তিস্তা, তাের্সা, লােহিত ও বরাক।

প্রঃ ভারতের কোন্ রাজ্যে কৃষিজমিতে জলসেচের সুবিধা সর্বাধিক?

উঃ পাঞ্জাব।

প্রঃ ভারতের সর্বশ্রেষ্ঠ সমুদ্র বন্দর কোনটি?! কী

উঃ মুম্বাই বন্দর।

প্রঃ ভারতের একমাত্র মরুভূমি কোনটি? উঃ আরাবল্লী পর্বতের পশ্চিমে থর মরুভূমি।

প্রঃ সর্বাধিক আকরিক লােহা কোথায় আছে?

উঃ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে।

প্রঃ কোন্ দ্রাঘিমারেখাকে ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারণ করা হয়েছে?

উঃ ৮২°৩০ পূর্ব।

প্রঃ কোন্ শহরটি হিন্দুস্থান সঙ্গীতের পীঠস্থান নামে বিখ্যাত?

উঃ লক্ষ্মে।

প্রঃ এশিয়ার রােম’ নামে কোন শহরটি বিখ্যাত?

উঃ দিল্লি।

প্রঃ কি থেকে ব্যাসল্ট শিলা হয়েছে?

উঃ লাভা থেকে।

প্রঃ গঙ্গার সঙ্গে যমুনা কোথায় এসে মিশেছে?

উঃ এলাহাবাদের কাছে।

প্রঃ কোন শীলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়?

উঃ পাললিক শিলায়।

প্রঃ মুম্বাই বন্দরের ডকগুলির নাম লেখাে।

উঃ ভিক্টোরিয়া, প্রিন্সেস ও আলেকজান্দ্রা।

প্রঃ কৃষ্ণা নদীর (দক্ষিণ ভারতে) উপনদীগুলির নাম কি?
উঃ তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মুসী ও ভীমা।

প্রঃ ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্রটির নাম কি?

উ : আসামের ডিগবয়।

প্রঃ শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?

উঃ ঝিলম নদীর তীরে।

প্রঃ কাবেরী নদীর (দক্ষিণ ভারতে) উপনদীগুলির নাম কি?

উঃ সিমসা, হিমাবতী ও ভবানী।

প্রঃ উৎপাদন ক্ষমতা অনুসারে ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানার নাম কি?

উঃ বােকারাে (ঝাড়খণ্ড)।

প্রঃ পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি?

উঃ সহ্যাদ্রি।

প্রঃ তাপ্তী নদীর (পশ্চিম ভারতে) উপনদীটির নাম কি?

উ : পূর্ণা।

প্রঃ ভারতের শ্রেষ্ঠ কয়লাখনি অঞ্চল কোনটি?

উ : দামােদর উপত্যকা।

প্রঃ ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে ওঠে?

উ : ব্যাঙ্গালােরে।

প্রঃ যমুনার উপনদীগুলির নাম কি?

উ : চম্বল, বেতােয়া ও কেন।

প্রঃ ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়?

উ ও মৌসিনরামে (চেরাপুঞ্জি নয়)।

প্রঃ কোন্ পর্বতশ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করেছে?

উঃ পীরপঞ্জল পর্বতশ্রেণী।

প্রঃ অন্তর্বাহিনী নদী কাকে বলে?

উঃ দেশের কোনাে পাহাড় বা পর্বতে উৎপন্ন হয়ে দেশের মধ্যবর্তী কোনাে সাগর বা জলাশয়ে যে নদী মেশে।

প্রঃ আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি?

উঃ রাজস্থান।

প্রঃ আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কোথায়?

উঃ সপ্তম।

প্রঃ কোন্ বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়?

উঃ মৌসুমী বায়ুর প্রভাবে।

প্রঃ গঙ্গানদীর শাখানদীর নাম লেখাে।

উ : ভাগীরথী ও হুগলী।

প্রঃ কোন নদীর উপর ‘হীরাকুঁদ বাঁধ নির্মিত হয়েছে?

উঃ মহানদীর উপর।

প্রঃ পশ্চিমবঙ্গে হাঙরের লিভার থেকে তেল তৈরির কারখানা কোথায় আছে।

উঃ  ফ্রেজারগঞ্জ ও জুনপুটে।

প্রঃ ভারতের প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি?

উঃ হুগলী শিগাথল।

প্রঃ গাড়াে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উঃ নকরেক।

প্রঃ দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমি অঞ্চলকে কি বলে?

উ : ডেকানট্রাপ।

প্রঃ ভূ-ত্বকে প্রথম সৃষ্ট শিলার নাম কি?

উঃ আগ্নেয় শিলা।

প্রঃ কোন নদীর ওপর ফরাক্কা বাঁধ’ নির্মাণ করা হয়েছে?

উঃ গঙ্গা নদীর ওপর।

প্রঃ ছােটনাগপুর মালভূমিতে অবস্থিত উচ্চতম পাহাড় কোন্টি?

উঃ পরেশনাথ পাহাড়।

প্রঃ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উঃ কলসুবাই।

প্রঃ সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউট’ কোথায় অবস্থিত?

উঃ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে।

প্রঃ রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কি বলে?

উঃ প্রিয়ান।

প্রঃ কোন্ শহরকে ‘ভারতের হলিউড বলা হয়?

উঃ মুম্বাইকে।

প্রঃ কোন্ অঞ্চলটি ‘ভারতের খনিজ ভাণ্ডার’ নামে বিখ্যাত?

উঃ ছােটনাগপুর মালভূমি অঞ্চল।

প্রঃ পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উঃ মহেন্দ্রগিরি।

প্রঃ পশ্চিম উপকূলের দ্বীপগুলির মধ্যে সবচেয়ে বড় দ্বীপ কোন্টি?

উঃ মিনিকয়।

প্রঃ ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম কি?

উঃ ইন্দিরা পয়েন্ট।

অঙ্গনওয়াড়ী (I.C.D.C )

প্রঃ ‘ভারতের শস্য ভাণ্ডার’ কোন অঞ্চলকে বলা হয়?

উঃ উত্তর ভারতের সমভূমিকে।

প্রঃ ভারতের বৃহত্তম রাসায়নিক সার কারখানা কোথায় অবস্থিত?

উ : সিন্ত্রিতে।

প্রঃ দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উ : দোদাবেতা।

প্রঃ দার্জিলিং-লেবং শৈলশিরার ওপর অবস্থিত বিখ্যাত পর্যটনকেন্দ্রের

উ: কার্শিয়াং।

প্র : ভারতের কোন্ রাজ্যে চা জনগােষ্ঠীর মানুষ বসবাস করে?

উঃ ত্রিপুরা।

ট্যাগঃ ভারতের ভূগোল প্রশ্ন উত্তর, Download ভারতের ভূগোল Question Answers, জেনে নিন ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

Leave a Reply