You are currently viewing ভারতের হ্রদ সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতের হ্রদ সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতের হ্রদ সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে ভারতের হ্রদ সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের হ্রদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন –বিখ্যাত ভু-পর্যটক ও আবিস্কারক এর তালিকা

ভারতের হ্রদ সম্পর্কিত প্রশ্ন উত্তর

হ্রদ হল ভূ-বেষ্টিত লবণাক্ত বা মিষ্টি স্থির পানির বা জলের বড় আকারের জলাশয়। হ্রদ উপসাগর বা ছোট সাগরের মত কোন মহাসমুদ্রের সাথে সংযুক্ত নয়, তাই এতে জোয়ার ভাটা হয় না। বিভিন্ন ভূ-তাত্ত্বিক কারণে মাটি নিচু হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। স্তরীভূত শিলায় ভাঁজের সৃষ্টি হয়ে, অনেক বড় আকারের শিলাস্তর ফাটলের আকারে স্থানচ্যুত হলে, কিংবা ভূমিধ্বসের ফলে পাহাড়ী নদীর গতিপথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। এছাড়া হিমবাহের মাধ্যমেও অনেক হ্রদ তৈরি হয়। হিমবাহগুলি এদের গতিপথে ভূ-পৃষ্ঠে গভীর খাঁজের সৃষ্টি করে এবং পরবর্তীতে কোন কারণে হিমবাহগুলি সরে গেলে এসব স্থানে হ্রদের সৃষ্টি হয়। উত্তর আমেরিকার অনেক হ্রদ এভাবেই তৈরি হয়েছে।

  • পৃথিবীর বৃহত্তম হ্রদ (লবণাক্ত) – কাস্পিয়ান সাগর (৩,৯৫,০০০ বর্গ কিমি.)।
  • পৃথিবীর বৃহত্তম হ্রদ (মিষ্টিজলের)—সুপিরিয়র (৩১,৮০০ বর্গ কিমি.)
  • পৃথিবীর গভীরতম হ্রদ (সুপেয়)— রাশিয়ার বৈকাল হ্রদ (১,৬২০ মিটার গভীর)
  • পৃথিবীর উচ্চতম হ্রদ (সুপেয়) আন্দিজ পার্বত্য অঞ্লে অবস্থিত টিটিকাকা হ্রদ (উচ্চতা—৩৮০০ মিটার)।
  • পৃথিবীর দীর্ঘতম হ্রদ- আফ্রিকার ট্যাঙ্গানিকা (৩৫০ কিমি)।
  • পৃথিবীর নিম্নতম হ্রদ – জর্ডান ও ইসরাইল সীমান্তে অবস্থিত মরুসাগর। (সমুদ্রতল থেকে ৩৯৬ মিটার নিচে অবস্থিত পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ মরুসাগর।
  • পৃথিবীর বৃহত্তম উপহ্রদ- দক্ষিণ ব্রাজিলের লাগাইয়া-দো-পাতা।
  • শহরের মধ্যে অবস্থিত বৃহত্তম দ্বীপ কানাডার অন্টারিও হ্রদের মধ্যে ম্যানিটোলিনা দ্বীপ।
  • ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ – রাজস্থানের সম্বর।
  • ভারতের বৃহত্তম উপহ্রদ চিলিকা (চিলকা)।
  • ভারতের উচ্চতম হ্রদ (লবণাক্ত) লাদাখের প্যাংগং হ্রদ (উচ্চতা – ১৪,২৫৬ ফুট)।
  • ভারতের বৃহত্তম স্বাদুজলের হ্রদ কাশ্মীরের ডাল হ্রদ।
  • হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড-কে।

এগুলিও পড়ুন

Leave a Reply

three + eighteen =