ভারতে প্রথম কখন কি শুরু হয় ও তার তালিকা PDF সহ

ভারতে প্রথম কখন কি শুরু হয় ও তার তালিকা PDF সহ।(List of when and how it first started in India with PDF)

ভারতের ইতিহাসঃ

বছর আগে উক্ত ভূখণ্ডে প্রথম মানববসতি গড়ে উঠতে দেখা যায়। তবে ভারতের জ্ঞাত ইতিহাসের সূচনা হয় ৩৩০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সিন্ধু সভ্যতার উন্মেষ ও প্রসারের সঙ্গে সঙ্গে।[১]

        ভারতে প্রথম কখন কি শুরু হয় ও তার তালিকা PDF সহ

সংবাদপত্র ১৭৮০ সালের ২৯ জানুয়ারি Mr. James Augustus Hicky -র সম্পাদনায় বেঙ্গল গেজেট নামে প্রথম সংবাদপত্র ছাপা হয়।
বেতার বা রেডিও বোম্বাই শহরে সর্বপ্রথম ১৯২৭ সালে বেতার কেন্দ্র স্থাপিত হয়।
দূরদর্শন বা টেলিভিশন ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর দিল্লিতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন হয়।
বিদ্যুৎ ১৮৯৬ সালে দার্জিলিং-এ সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।
সিনেমা ১৮৯৬ সালে প্রথম নির্বাক চলচ্চিত্র দেখানো হয় বোম্বাই শহরে এবং সবার চলচ্চিত্র এসেছে আরো অনেক পরে।
ছাপাখানা ১৭৭২ সালে মাদ্রাজে পর্তুগীজরা প্রথম ছাপার কাজ শুরু করে। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে কেরী, মার্শম্যান ও ওয়ার্টের প্রচেষ্টায় ১৮০১ সালে ছাপাখানা খোলা হয়।
ডাকটিকিট ১৮৫২ সালে ভারতবর্ষের সিন্ধু প্রদেশে প্রথম ডাকটিকিটের প্রচলন হয়। ১৮৫৪ সালে এই ডাক টিকিট সমস্ত ভারতবর্ষে প্রসার লাভ করে।
রেলগাড়ী ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতে প্রথম রেলগাড়ী চলে বোম্বাই থেকে কল্যাণ পর্যন্ত।
বৈদ্যুতিক রেলগাড়ী ১৯২৫ সালে বোম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ীর প্রচলন হয়।
টেলিফোন ১৮৮১ সালে কলকাতাতে প্রথম টেলিফোন প্রবর্তন হয়।
বিমানবাহী ডাক ১৯১১ সালে এলাহাবাদ থেকে নৈনী পর্যন্ত বিমানযোগে ডাকের প্রচলন হয়।
ফুটবল বোম্বাই শহরে ১৮০২ সালে প্রথম মিলিটারী ও বোম্বাই আইল্যান্ড দুই দলের মধ্যে ফুটবল খেলা শুরু হয়। সূত্রপাত হয়।
ক্রিকেট ১৭৯৩ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ক্রিকেট খেলার সূত্রপাত হয়।
কৃত্রিম উপগ্রহ ১৯৭৫ সালে ভারতে সর্বপ্রথম রাশিয়ান রকেটের সাহায্যে ভারতের তৈরি ‘আর্যভট্ট নামে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।
আণবিক বোমা বিস্ফোরণ ১৯৭৪ সালের ১৮ মে রাজস্থানের মরু অঞ্চলে ভারতের প্রথম আনবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
রেললাইন গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানি।

 

এটিও জেনে নিনঃ ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা PDF সহ

File Name:ভারতে প্রথম কখন কি শুরু হয় ও তার তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Name:ভারতে প্রথম কখন কি শুরু হয় ও তার তালিকা PDF সহ

PDF File Size:346 KBPS

No of Page:01

Download Link:ভারতে প্রথম কখন কি শুরু হয়

Leave a Reply