ভারতের ইতিহাসঃ
বছর আগে উক্ত ভূখণ্ডে প্রথম মানববসতি গড়ে উঠতে দেখা যায়। তবে ভারতের জ্ঞাত ইতিহাসের সূচনা হয় ৩৩০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সিন্ধু সভ্যতার উন্মেষ ও প্রসারের সঙ্গে সঙ্গে।[১]
ভারতে প্রথম কখন কি শুরু হয় ও তার তালিকা PDF সহ
সংবাদপত্র | ১৭৮০ সালের ২৯ জানুয়ারি Mr. James Augustus Hicky -র সম্পাদনায় বেঙ্গল গেজেট নামে প্রথম সংবাদপত্র ছাপা হয়। |
বেতার বা রেডিও | বোম্বাই শহরে সর্বপ্রথম ১৯২৭ সালে বেতার কেন্দ্র স্থাপিত হয়। |
দূরদর্শন বা টেলিভিশন | ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর দিল্লিতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন হয়। |
বিদ্যুৎ | ১৮৯৬ সালে দার্জিলিং-এ সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। |
সিনেমা | ১৮৯৬ সালে প্রথম নির্বাক চলচ্চিত্র দেখানো হয় বোম্বাই শহরে এবং সবার চলচ্চিত্র এসেছে আরো অনেক পরে। |
ছাপাখানা | ১৭৭২ সালে মাদ্রাজে পর্তুগীজরা প্রথম ছাপার কাজ শুরু করে। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে কেরী, মার্শম্যান ও ওয়ার্টের প্রচেষ্টায় ১৮০১ সালে ছাপাখানা খোলা হয়। |
ডাকটিকিট | ১৮৫২ সালে ভারতবর্ষের সিন্ধু প্রদেশে প্রথম ডাকটিকিটের প্রচলন হয়। ১৮৫৪ সালে এই ডাক টিকিট সমস্ত ভারতবর্ষে প্রসার লাভ করে। |
রেলগাড়ী | ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতে প্রথম রেলগাড়ী চলে বোম্বাই থেকে কল্যাণ পর্যন্ত। |
বৈদ্যুতিক রেলগাড়ী | ১৯২৫ সালে বোম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ীর প্রচলন হয়। |
টেলিফোন | ১৮৮১ সালে কলকাতাতে প্রথম টেলিফোন প্রবর্তন হয়। |
বিমানবাহী ডাক | ১৯১১ সালে এলাহাবাদ থেকে নৈনী পর্যন্ত বিমানযোগে ডাকের প্রচলন হয়। |
ফুটবল | বোম্বাই শহরে ১৮০২ সালে প্রথম মিলিটারী ও বোম্বাই আইল্যান্ড দুই দলের মধ্যে ফুটবল খেলা শুরু হয়। সূত্রপাত হয়। |
ক্রিকেট | ১৭৯৩ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ক্রিকেট খেলার সূত্রপাত হয়। |
কৃত্রিম উপগ্রহ | ১৯৭৫ সালে ভারতে সর্বপ্রথম রাশিয়ান রকেটের সাহায্যে ভারতের তৈরি ‘আর্যভট্ট নামে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। |
আণবিক বোমা বিস্ফোরণ | ১৯৭৪ সালের ১৮ মে রাজস্থানের মরু অঞ্চলে ভারতের প্রথম আনবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। |
রেললাইন | গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানি। |
এটিও জেনে নিনঃ ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা PDF সহ
File Name:ভারতে প্রথম কখন কি শুরু হয় ও তার তালিকা PDF সহ
File Format:PDF
PDF File Name:ভারতে প্রথম কখন কি শুরু হয় ও তার তালিকা PDF সহ
PDF File Size:346 KBPS
No of Page:01
Download Link:ভারতে প্রথম কখন কি শুরু হয়