মাউন্ট এভারেস্ট এর আগে নাম ছিল শিখর-১৫। ১৮৫৬ সালে ট্রিগােনােমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভেয়র জেনারেল জর্জ এভারেস্টের নাম অনুসারে এই শৃঙ্গটির নাম দেওয়া হয় মাউন্ট এভারেস্ট। নেপালের এই শৃঙ্গকে সাগরমাতা ও তিব্বতীরা এই শৃঙ্গকে চোমং লামা’ নামে অভিহিত করে।
মাউন্ট এভারেস্ট সম্পর্কিত প্রশ্ন উত্তর
- ** এর উচ্চতা ৮,৮৪৮ মিটার বা ২৯,০২৮ ফুট।
- প্রথম উচ্চতা মাপেন রাধানাথ শিকদার, ১৮৩২ সালে।
- প্রথম ভারতীয় মহিলা আরােহনকারী – বাচেন্দ্রী পাল (১৮৮৪ সালে)।
- এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা – শিপ্রা মজুমদার।
- এভারেস্ট জয়ী প্রথম বাঙালি পুরুষ । – সত্যব্রত দাম। +
- সবচেয়ে কম সময়ে এভারেস্ট শৃঙ্গে আরােহণ করেন – লোপা গেলু (১০ ঘন্টা ৫৬ মিনিট)
- প্রথম আরোহনকারী – নেপাল-ভারতের তেনজিং নোরগে ও নিউজিল্যান্ডের এডমন্ড পার্সিভাল হিলারি।
- অক্সিজেন ছাড়াই ১০ বার মাউন্ট এভারেস্ট জয় করেন। – আঙ রিটা।
- এভারেস্ট শিখরে সবচেয়ে বেশিবার চড়েছেন। – ফু দর্জি।
- প্রথম প্রতিবন্ধী আরােহনকরী – মার্কিন পর্বতারােহী টম হুইটেকার।
- প্রথম এভারেস্টের চূড়ায় বিয়ে করেন – মেনি মূলেপতি ও প্রেম দর্জি।
- প্রথম পশ্চিমবঙ্গের মহিলা আরােহনকারী – কুঙ্গা ভুটিয়া।
- প্রবীণতম আরােহণকারী – কাতসুসুকে ইয়ানাগাওয়া, জাপান (৭১ বছর) (৩০ মে, ২০০৭)
- প্রথম দৃষ্টিহীন আরোহনকারী – মার্কিন নাগরিক এরিকওযেনমায়ার।
- প্রথম মহিলা আরোহণকারী- জাপানের জুনকো তাবেই।
এগুলিও পড়ুন –
- পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ Update #2020
- ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History GK