You are currently viewing মানবদেহ সম্পর্কিত 200 প্রশ্ন উত্তর

মানবদেহ সম্পর্কিত 200 প্রশ্ন উত্তর

মানবদেহ হল একটি মানুষের পূর্ণাঙ্গ দেহ কাঠামো যা মাথাঘাড়ধড় (যাতে অন্তর্ভুক্ত হলোবক্ষ  এবং পেট), বাহু  এবং হাত, পা  এবং পায়ের পাতা। মানব দেহের প্রতিটি অংশই বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত, যা জীবনের মৌলিক একক।

মানবদেহ সম্পর্কিত 200 প্রশ্ন উত্তর

প্রশ্নঃ  হৃৎপিণ্ড শরীরের কোন্ দিকে থাকে?

উত্তরঃ বুকের বাঁ দিকের পাঁজরার নীচে।

প্রশ্নঃ  হৃৎপিণ্ডের কাজ কি?

উত্তরঃ হৃৎপিণ্ডের কাজ শরীরের সর্বত্র রক্ত সঞ্চালন করা।

প্রশ্নঃ  শরীরের মােট রক্তের পরিমাণ কত?

উত্তরঃ শরীরের ওজনের ১০ ভাগের ১ ভাগ রক্ত থাকা উচিত।

প্রশ্নঃ  মানুষের শরীরে কখানা হাড় আছে?

উত্তরঃ ছােট বড় মিলিয়ে ২০৬ খানা।

প্রশ্নঃ  কঙ্কাল কাকে বলে?

উত্তরঃ মানুষের হাড়ের কাঠামােকে কঙ্কাল বলে।

প্রশ্নঃ  মানুষের মাথায় কটি হাড় আছে ?

উত্তরঃ ২২টি।

প্রশ্নঃ  মানুষ মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেয়?

উত্তরঃ শিশু ৪০ বার, বালক ২৫ বার, পূর্ণ বয়স্ক লােক ১৮ বার।

প্রশ্নঃ  মানুষের শরীরে কতগুলি পেশী আছে?

উত্তরঃ প্রায় ৫০০টি।

প্রশ্নঃ  প্লীহা ও যকৃৎ দেহের কোন দিকে থাকে?

উত্তরঃ  ‘বাঁদিকে প্লীহা ও ডানদিকে যকৃৎ থাকে।

প্রশ্নঃ  জিভের দ্বারা কি করি?

উত্তরঃ জিভের সাহায্যে আমরা স্বাদ পাই ও কথা বলি।

প্রশ্নঃ  মানুষের কতগুলি দাঁত থাকে?

উত্তরঃ ২/৩ বছরের শিশুর ২০টি; ৬ থেকে ৮ বছরের বালকের ২৯টি, পূর্ণবয়স্ক লােকের ৩২টি।

প্রশ্নঃ   মানুষের দাঁত কি হাড়?

উত্তরঃ হাড় নয়। একপ্রকার চুন জাতীয় পদার্থ।

প্রশ্নঃ মানবদেহের উষ্ণতা কত?

উত্তরঃ শরীরের স্বাভাবিক উষ্ণতা ৯৮.৪ ডিগ্রী, মুখ-গহরের উষ্ণতা ৯৯.৫।

প্রশ্নঃ  আমরা কানে কথা শুনি কেন?

উত্তরঃ বাতাসে যে সব তরঙ্গ আছে তা কানের ভেতরে ঢুকে কর্ণপটহ স্পন্দিত করে।

প্রশ্নঃ  মানুষের জ্ঞান-কেন্দ্র কোথায়?

উত্তরঃ মস্তিষ্কে।

প্রশ্নঃ  মানুষের জীবনের ধ্রুব সত্য কি?

উত্তরঃ মৃত্যু।

প্রশ্নঃ  মানবদেহে সবচেয়ে বড় হাড় কোনটি?

উত্তরঃ উরুর হাড় বা থাইবােন।

প্রশ্নঃ  মানুষের গলার কটি নালী থাকে?

উত্তরঃ মানুষের গলায় দুটি নালী। শ্বাসনালী ও অপরটি হল খাদ্যনালী।

প্রশ্নঃ  মানবদেহে যত শিরা আছে তাদের মোট দৈর্ঘ্য কত হবে?

উত্তরঃ প্রায় ৬০ মাইল।

প্রশ্নঃ  চুল বা নখ কাটলে ব্যথা লাগে না কেন?

উত্তরঃ  চুল বা নখে কোন স্নায়ু নেই বলে চুল বা নখ কাটলে ব্যথা লাগে না।

এটিও পড়ুন – ভারতের বন্দর সম্পর্কিত প্রশ্ন উত্তর

Leave a Reply