মালদহ জেলা বা মালদা জেলা ভারতের পশ্চিমবঙ্গের মালদা বিভাগের একটি জেলা। ৩১শে শ্রাবণ ১৩৫৪(১৭ই আগস্ট ১৯৪৭) বঙ্গাব্দে পুর্বতন মালদহ জেলার অংশবিশেষ নিয়ে মালদহ জেলা স্থাপিত হয়৷ জেলাটির জেলাসদর ইংরেজ বাজার। মালদহ ও চাঁচল মহকুমা দুটি নিয়ে মালদহ জেলা গঠিত। জেলাটির অবস্থান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে ৷
মালদহ জেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রঃ মালদহ জেলার সীমানা উল্লেখ করাে।
উঃ পূর্বে বাংলাদেশ রাষ্ট্র, পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড রাজ্য; উত্তরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর
জেলা এবং বিহার রাজ্য, দক্ষিণে মুরশিদাবাদ জেলা।
প্রঃ মালদহ জেলার আয়তন কত?
উঃ ৩,৭৩৩ বর্গ কিলােমিটার।
প্রঃ মালদহ নামের উৎপত্তি কীভাবে হয়েছে?
উঃ মলদ নামে এক কৌমগােষ্ঠী অনেকদিন আগে এই অঞ্চলে বাস করত। মনে করা হয় এই মলদ শব্দ থেকেই মালদা বা মালদহ নামের সৃষ্টি।
প্রঃ মালদহ’ শব্দের অর্থ কী?
উঃ মাল অর্থ সম্পদ এবং দহ’ অর্থ সাগর। অর্থাৎ মালদহ শব্দটির বা সম্পদপূর্ণ এলাকা।
প্রঃ মালদহ জেলার জনসংখ্যা কত?
উঃ ৩২,৯০,১৬০ জন।
প্রঃ মালদহ জেলার সাক্ষরতার হার কত শতাংশ?
উঃ ৫০.৭১ শতাংশ। প্রঃ মালদহ অঞ্চল প্রাচীন বাংলার কোন রাজ্যের অংশ ছিল?
উঃ গৌড় রাজ্য।
প্রঃ মালদহ জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করাে। উঃ শিবরাম চক্রবর্তী, বিনয় কুমার সরকার।
প্রঃ মালদহ জেলার জেলা সদর কোনটি?
উঃ ইংলিশবাজার।
প্রঃ মালদহ জেলার কয়েকটি নদনদীর নাম লেখাে।
উঃ গঙ্গা, কালিন্দী, মহানন্দা, পাগল, হিরমতী, টাঙ্গন, নাগর ও পুনর্ভবা।
প্রঃ মালদহের প্রধান শিল্প কী?
উঃ রেশম ও ফল প্রক্রিয়াকরণ শিল্প।
প্রঃ মালদহের স্থানীয় নামে কোন অঞ্চলে জনবসতি সর্বাধিক?
উঃ দিয়ারা অঞ্চলে। প্রঃ মালদহ জেলার কয়েকটি কৃষিজ দ্রব্যের নাম লেখাে।
উঃ ধান, আম, আনারস, পাট। প্রঃ রাজা লক্ষ্মণসেনের আমলে মালদহে কোথায় রাজধানী ছিল?
উঃ লক্ষ্মণবতী বা লক্ষ্মৌতি। প্রঃ মালদহের সবথেকে জনপ্রিয় উৎসবের নাম কী?
উঃ রামকেলী উৎসব ও মেলা।
প্রঃ মালদহ জেলার কয়েকটি বিখ্যাত স্থানের নাম লেখাে।
উঃ বাংলার রাজা শশাঙ্কের সময়ের রাজধানী গৌড়, পাণ্ডুয়া ও আদিনা মসজিদ।
প্রঃ আদিনা মসজিদ কোন্ স্থানে অবস্থিত?
উঃ পাণ্ডুয়াতে।
প্রঃ মালদহ জেলায় কারখানা ও ক্ষুদ্র শিল্পের সংখ্যা কত?
উঃ কারখানা ৩৭টি ও ক্ষুদ্র শিল্প ১২,৮৯৮টি।
এটিও পড়ুন – মালদা জেলা – প্রাচীন ঐতিহ্য About Malda District
সোর্স – https://bn.wikipedia.org