You are currently viewing মালভুমি সম্পর্কিত জানা অজানা তথ্য

মালভুমি সম্পর্কিত জানা অজানা তথ্য

মালভুমি সম্পর্কিত জানা অজানা তথ্য : এই পোষ্টে ভারতের মালভুমি সম্পর্কিত জানা অজানা তথ্য শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের মালভুমি সম্পর্কিত জানা অজানা তথ্য PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সমভূমি সম্পর্কিত প্রশ্ন উত্তর

মালভুমি সম্পর্কিত জানা অজানা তথ্য

সমুদ্রতল থেকে প্রায় ৩০০ – ৬০০ মিটার উচুতে অবস্থিত, উপরিভাগ প্রায় সমতল বা তরঙ্গায়িত এবং চারিদিক খাড়া ঢালযুক্ত বিস্তৃত ভুমিকে মালভুমি বলে। যেহেতু মালভুমি দেখতে অনেকটা টেবিলের মতো অর্থাৎ এর ওপরটা প্রায় সমতল এবং চারিদিক খাড়া ঢালযুক্ত, সেইজন্য মালভুমির অপর নাম টেবিলল্যান্ড। যেমনঃ তিব্বতের মালভুমি, ছোটোনাগপুরের মালভুমি প্রভৃতি।

মালভূমি :

  • পৃথিবীর উচ্চতম মালভূমি- পামীর মালভূমি (৪৮৭৮ মি.) (এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলে)
  • পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি তিব্বতের মালভূমি (আয়তন ১২ লক্ষ বর্গ কিমি, উচ্চতা ৩৬৫৫ মিটার)
  • ভূপৃষ্ঠের ক্ষয় সাধনের ফলে সৃষ্ট মালভূমি :
    ইউরােপের — ফিজেন্ড মালভূমি
    মধ্যভারতে—বুন্দেলখন্ড ও বাঘেলা খন্ড
  • ভু-পৃষ্ঠের লাভা স্য়ের ফলে সৃষ্ট মালভূমিঃ
    উত্তর আমেরিকার – কলম্বিয়া মালভূমি।
    আফ্রিকার — আবসিনিয়া।
    ভারতে মহারাষ্ট্র মালভূমি ও মালব মালভূমি।
  • ব্যবচ্ছিন্ন মালভূমি :
    ভারতের—ছোটনাগপুর মালভূমি, কর্ণাটকের মালনাদ অঞ্চল।
    গ্রেট ব্রিটেনের —  স্কটল্যান্ড ও ওয়েলস উঁচু ভূমি।
  • পর্বত বেষ্টিত মালভূমি :
    তিব্বত মালভূমি
    আনাতোলিয়া মালভূমি
  • মহারাষ্ট্রের লাভা মালভূমি কি বলে?– ডেকান ট্র্যাপ।

এগুলিও পড়ুন

This Post Has One Comment

Leave a Reply