You are currently viewing মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর

মুঘল বা মোগল সাম্রাজ্য ছিল ভারত উপমহাদেশের একটি সাম্রাজ্য। উপমহাদেশের অধিকাংশ অঞ্চলজুড়ে মুঘল সাম্রাজ্য বিস্তৃত ছিল। মুঘল সাম্রাজ্য মূলতঃ পারস্য ও মধ্য এশিয়ার ভাষা, শিল্প ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল।

পানিপথের প্রথম যুদ্ধে ইবরাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। মুঘল সম্রাটরা ছিলেন মধ্য এশিয়ার টার্কো-মঙ্গোল বংশোদ্ভূত। তারা চাগতাই খান ও তৈমুরের মাধ্যমে চেঙ্গিস খানের বংশধর। ১৫৫৬ সালে আকবরের ক্ষমতারোহণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের ধ্রূপদী যুগ শুরু হয়।

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর

  • মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
    উত্তরঃ-  বাবর (১৫২৬ খ্রিঃ)।
  •  বাবরের আত্মজীবনীর নাম ছিল?
    উত্তরঃ-  তুজুক-ই-বাবরি (বাবর নিজে তুর্কি ভাষায় লিখেছিলেন)।
  • ১৫২৬ খ্রিঃ ২১ এপ্রিল কী?
    উত্তরঃ-  প্রথম পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লােদীকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন
  •  ১৫২৭ খ্রিঃ ১৭ মার্চ কী?
    উত্তরঃ-  খানুয়ার যুদ্ধে বাবর রাণা সংগ্রাম সিংহকে পরাজিত করেন।
  • ১৫৩০ খ্রিঃ ২৬ ডিসেম্বর) ৪৭ বছর বয়সে বাবরের মৃত্যু হয়।

 হুমায়ুন

  •  ১৫৩০ খ্রিঃ কী হয়?
    উত্তরঃ-  বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে বসেন।
  • হুমায়ুননামা লেখেন কে?
    উত্তরঃ-  হুমায়ুনের ভগিনী গুলবদন বেগম।

 শেরশাহ

  • শেরশাহের বাল্য নাম ছিল ?
    উত্তরঃ-  ফরিদ খা।
  • শেরশাহের পিতা হাসান খা ছিলেন?
    উত্তরঃ-  বিহারের সাসারাম জায়গীরদার।
  • বিনা অস্ত্রে বাঘ শিকার করার জন্য সুলতান বহর খাঁ ফরিদ খা-কে উপাধি দেন?
    উত্তরঃ-  শের খাঁ
  • শের খাঁ শেরশাহ” উপাধি ধারণ করেন?
    উত্তরঃ-  চৌসার যুদ্ধের পর (১৫৩৯ খ্রিঃ)।
  • শেরশাহ দিল্লিতে?
    উত্তরঃ-  শূর বংশের প্রতিষ্ঠা করেন।
  • শেরশাহ কুলিয়ৎ ও পাট্টার প্রচলন করেন।
    উত্তরঃ-  শেরশাহ রূপি নামে দেহ ও সম নামে?
  • তাম্র মুদ্রার প্রচলন করেন।
    উত্তরঃ-  শেরশাহ?
  • ১৪০০ মাইল দীর্ঘ গ্র্যান্ড ট্রাঙ্ক রােড নির্মাণ করেন কে?
    উত্তরঃ-  শেরশাহ?
  • প্রথম ঘােড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন কে?
    উত্তর- শেরশাহ?
  • ১৫৪৫ খ্রিস্টাব্দে কি হয়েছিল?
    উত্তরঃ-  কালিঞ্জর দুর্গ আক্রমণের সময় শেরশাহের মৃত্যু হয়।

আকবরঃ 

  • আকবরের পিতার নাম কী?
    হুমায়ুন।
  • নাবালক আকবরের অভিভাবক ছিলেন?
    বৈরাম খাঁ।
  • মাত্র ১৪ বছর বয়সে তিনি?
    দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
  • আকবরের রাজস্ব বিষয়ক পরামর্শ দাতা ছিলেন? টোডরমল।
  • টোডরমলের রাজস্ব ব্যবস্থা? জাবতি প্রথা নামে পরিচিত।
  • ‘মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেন? আকবর।
  • মনসব কথাটির অর্থ পদমর্যাদা।
  • আকবরনামা রচনা করেন। আবুল ফজল (ফার্সি ভাষায়)।
  • ‘আইন-ই-আকবরী রচনা করেন কে?
    আবুল ফজল (ফার্সি ভাষায়)।
  • আকবরের সভাসদদের মধ্যে উল্লেখ্য ছিলেন?
    সংগীতের প্রবাদপ্রতিম পুরুষ তানসেন, আবুল ফজল, বীরবল, টোডরমল, মানসিংহ ।
  •  ‘ঝারোখা-ই-দর্শন’ হল?
    আকবর প্রতিদিন প্রাতঃকালের অধিবেশনে সাধারণ প্রজাদের কথা শুনতেন।
  • আকবরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন?
    ফতেপুর সিক্রি (আগ্রা)।

এটিও পড়ুন – গণিত শিক্ষার চাবিকাঠি – সহস্র গানিতিক সুত্র

 

Leave a Reply