মেহেরগড় সভ্যতা জানা অজানা তথ্যঃ এই পোস্টে মেহেরগড় সভ্যতা জানা অজানা তথ্য শেয়ার করা হয়েছে। এই তথ্য গুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় খুব কাজে আসবে। এটিও পড়ুন –
মেহেরগড়
মেহেরগড় ( Mehrgaŕh) একটি নব্যপ্রস্তরযুগীয় প্রত্নতাত্ত্বিক স্থান, যার সময়কাল ৭,০০০ – ২৫০০/২০০০ খ্রিস্টপূর্বাব্দ। এটি পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি সমভূমিতে অবস্থিত, যা সিন্ধু উপত্যকার পশ্চিমে এবং বর্তমান কিস্তানের কোয়েটা, কালাত ও সিবি শহরের মধ্যে এবং বোলান গিরিখাতের নিকটে। ফরাসী প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ ও ক্যাথরিন জারিজ পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক দল ১৯৭৪ সালে এই স্থানটি আবিষ্কার করেন এবং ১৯৭৪ থেকে ১৯৮৬ ও ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এর খননকাজ চালিয়ে যান।
এখন পর্যন্ত মোট ছয়টি টিলা থেকে প্রায় ৩২,০০০ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা হয়েছে। মেহেরগড়ের মোট ক্ষেত্রফল ৪৯৫ একর (২ বর্গকিলোমিটার), এখানকার প্রথম বসতি ছিল এর উত্তর-পূর্ব কোণের একটি ছোট্ট কৃষিনির্ভর গ্রাম, যার সময়কাল ৭,০০০ থেকে ৫,৫০০ খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি।
মেহেরগড় সভ্যতা জানা অজানা তথ্য
- ফরাসী প্রত্নবিদ জেন ফ্রাসােয়া জায়েজ ও রিচার্ড মিডে (Meadow) – এই সভ্যতা আবিষ্কার করেন।
- ভারতের প্রাচীনতম সভ্যতা- মেহেরগড় সভ্যতা ১৯৭৪ খ্রিঃ পাকিস্তানের বেলুচিস্তানে আবিষ্কৃত হয়।
- মেহেরগড় সভ্যতা বর্তমানে পাকিস্তানের কোয়েটা শহর থেকে ১৫০ কিমি, দুরে – বােলান গিরিপথের কাছে অবস্থিত।
- মেহেরগড় সভ্যতার মূলকেন্দ্রগুলি হল – (i) কিলেগুল মহম্মদ (I) কোটদিজি (II) গুমলা (1v) রানা ঘুনডাই আনজিরা (vi) মেহেরগড়।
- মেহেরগড় সভ্যতা ছিল- কৃষিকেন্দ্রিক গ্রামীণ সভ্যতা।
এগুলিও পড়ুন –