You are currently viewing ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কী কী জেনে নিন

ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কী কী জেনে নিন

মৌলিক কর্তব্য:  এই পোষ্টে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সম্পর্কিত তথ্য সম্পর্কিত তথ্য শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতীয় ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য

ভারতের মূল সংবিধানে নাগরিকের মৌলিক কর্তব্যের কেন উল্লেখ ছিল না। সংবিধানের ৪২ তম সংশােধনের (১৯৭৬) মাধ্যমে নাগরিকের মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্দেশ্যে চতুর্থ অধ্যায় (ক) (Part IVA) নামে একটি নতুন অধ্যায় এবং ৫১ (ক) (Art 51A) নামে একটি নতুন ধারা সৃষ্টি করা হয়। এই ধারায় ভারতীয় নাগরিকের দশটি মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে। এই মৌলিক কর্তব্য গুলি হল

  1.  সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের (National Anthem) এর প্রতি শ্রদ্ধা জানাতে হবে;
  2. যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল, সেগুলিকে পােষণ এবং অনুসরণ করতে হবে ।
  3. ভারতের সার্বভৌমিকতা, ঐক্য ও সংহতিকে সমর্থন ও দ্বসংরক্ষণ করতে হবে;
  4. দেশ রক্ষা ও জাতীয় সেবাকার্যে আত্মনিয়ােগের জন্য আহত হলে সাড়া দিতে হবে;
  5. ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের উর্ধে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাত্ববােধ সম্প্রসারিত করতে হবে এবং নারীজাতির মর্যাদা হানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে;
  6. আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে;
  7. বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববােধ প্রকাশ করতে হবে।
  8. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা, সংস্কারমূলক মনােভাবের প্রসারসাধন করতে হবে;
  9. জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষন ও হিংসার পথ পরিহার করতে হবে এবং
  10. সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে।

এগুলিও পড়ুন

Leave a Reply