রক্ত হল এক ধরনের তরল যোজক কলা। রক্ত সাধারনত দেহের অক্সিজেন, কার্বন ডাই অক্সিড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। সাধারনত প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে ৪ থেকে ৬ লিটার রক্ত থাকে। [১]
রক্ত উপাদানের তারতম্য ঘটিত রোগের নাম গুলি হলঃ- পলিসাইথিমিয়া, হিমোলাইসিস, অ্যানিমিয়া, লিউকোপিনিয়া, থ্যালাসেমিয়া, থ্রম্বোসাইথিমিয়া বা পারপুরা ইত্যাদি।
রক্তের বিভিন্ন উপাদান গুলি হলঃ (গ্লুকোজ , এসিড ,স্নেহ পদার্থ, লবন, ভিটামিন ইত্যাদি)।
রক্তকণিকাঃ রক্তকণিকা সাধারণত তিন প্রকার। যথাঃ ১) লোহিত রক্তকণিকা ২) শ্বেত রক্তকণিকা ৩) অণুচক্রিকা বা থ্রাম্বোসাইট।
রক্তের গ্রুপ কয়টিঃ সাধারণত রক্তের গ্রুপ চারটি A, B, AB এবং O । এছাড়াও A+, A-, B+, B-, AB+, AB-, O+, O-, গ্রুপের রক্ত থাকে।
রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটিত রোগ এর তালিকা PDF সহ
রোগ |
তারতম্য |
পলিসাইথিমিয়া | লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। |
হিমোলাইসিস | লোহিত রক্তকণিকা প্লাজমায় (০.৯%NaCl) দ্রবণে অভিস্রবণ সামো অবস্থান করে। লোহিতকণিকা যখন লঘুসারক দ্রবণে অবস্থান করে, তখন এর মধ্যে জল প্রবেশ করায় লোহিতকণিকাগুলি ফুলে ফেঁপে ওঠে এবং হিমোগ্লোবিন বেরিয়ে যায়। এই প্রক্রিয়াকে হিমোলাইসিস বলে। |
অলিগোসাইথিমিয়া বা অ্যানিমিয়া | লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। |
সিকল সেল অ্যানিমিয়া | লোহিত রক্তকণিকার অত্যাধিক হারে বিনাশের ফলে এইরকম অ্যানিমিয়া সৃষ্টি হয়। |
নরমোসাইটিক অ্যানিমিয়া | অত্যাধিক রক্তপাতের ফলে লৌহের অভাবে এইরকম অ্যানিমিয়া সৃষ্টি হয়। |
মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া | খাদ্যে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের অভাবে লোহিত রক্তকণিকা সৃষ্টি না হওয়ায় এই রোগ হয়। |
পারনিসিয়াস অ্যানিমিয়া | ভিটামিন B12 এর অভাবে এই রকম অ্যানিমিয়া হয়। |
লিউকোসাইথিমিয়া বা লিউকিমিয়া | শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। (শ্বেত রক্তকণিকার সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পেলে তাকে লিউকিমিয়া বা ব্লাড ক্যানসার বলে।) |
লিউকোপিনিয়া | শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। |
থ্রম্বোসাইটোসিস | অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। |
থ্রম্বোসাইটোপিনিয়া বা পারপুরা | অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। |
থ্যালাসেমিয়া | হিমোগ্লোবিন সংশ্লেষের ত্রুটিজনিত একধরনের বংশগত রোগ, এক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। |
হিমোলাইটিক অ্যানিমিয়া | লোহিত রক্তকণিকার ভাঙনের (হিমোলাইসিস) জন্য যে অ্যানিমিয়া হয়। |
এটিও জেনে নিনঃ মহকুমা শাসকের ক্ষমতা ও কার্যাবলি
File Name: রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটিত রোগ এর তালিকা PDF সহ
File Format: PDF
PDF File Name: রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটিত রোগ এর তালিকা PDF সহ
PDF File Size: 345 KBPS
No of Page: 01
Download Link: রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটিত রোগ