শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, না জানলে জেনে নিন শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
- উপনিষদ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য হল কী?
উত্তরঃ আত্মকামনা ত্যাগ করা। - কৌটিল্য বা চানক্য শিক্ষার উদ্দেশ্যকে বিশ্লেষণ করেছেন-‘
উত্তরঃ দেশ ও জাতিকে ভালােবাসা’। - পরীক্ষা পদ্ধতি প্রয়ােজনীয়তা হলাে –
উত্তরঃ- ছাত্রদের অগ্রগতির পরিমাপ ‘ করা। - প্রথম বুদ্ধ্যাংক (IQ) যথার্থভাবে প্রয়োগ করেন কে?
উত্তরঃ- মনোবিজ্ঞানী টারস্যান। - জাকির হােসেন কমিটি বুনিয়াদি শিক্ষার পাঠক্রম রচনা করেন কত সালে?
উত্তরঃ- ১৯৪৭ সালে। - মিশনারীদের প্রচেষ্টায় ১৮১৮ সালে বাংলায় প্রথম মেয়েদের স্কুল স্থাপিত হয় কোথায়?
উত্তরঃ- চঁচুড়ায়। - প্রাচীনকালে আবাসিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যেত ?
উত্তরঃ- গ্রিস ও ভারতে। - পুরুষ পরীক্ষা’ নামক গ্রন্থটি লিখেছিলেন ?
উত্তরঃ- রাজীবলোচন মুখােপাধ্যায়। - প্রবৃত্তির আধুনিক মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- লােরেস। - গেস্টাল্ট শব্দটির অর্থ কী?
উত্তরঃ- পঠন, কাঠামাে বা আকার। - শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কী বলে?
উত্তরঃ- স্বতন্ত্রীকরণ। - ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণের মতে আধুনিক শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য হওয়া উচিত উন্নততর অধ্যাত্ম জীবনে প্রবেশ।
- সমন্বয় প্রক্রিয়া বলতে বােঝায় বিভিন্ন কৃষ্টি সমন্বিত গােষ্ঠীর একত্রিত হয়ে সংঘবন্ধ প্রয়াস।
- পরীক্ষা পদ্ধতির প্রয়ােজনীয়তা আছে ছাত্র ছাত্রীদের অগ্রগতি পরিমাপ করার জন্য।
- ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত তা হলাে প্রেষণা’।
- শিক্ষকের প্রাথমিক কর্তব্য হল বিদ্যার সাহায্যে আত্মিক ও বৌদ্ধিক বিকাশ ঘটানাে।
- মূল্যায়ন কি একজন শিক্ষক মনে করেন অধীত বিদ্যার পরিচর্চা।
- ভাল শিক্ষক হতে গেলে শিক্ষার প্রতি আগ্রহ থাকার প্রয়োজন সর্বাধিক।
- ভারতবর্ষে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কোলকাতায় ১৭০৮ খ্রিস্টাব্দে।
- ‘যৌবনাগম শৈশবের পুনরাবৃত্তি’ কথাটি বলেছেন আর্নেস্ট জেমস।
- সুইচে প্রথমে আলাে জ্বলল না, দ্বিতীয়বার সুইচ টিপলে আলাে জ্বলল, এটিকে বলা হয় সংযােজনবাদ জাতীয় শিক্ষা।
- কোন বিষয়ে কঁচা ছাত্রছাত্রীদের সাথে সহানুভূতিশীল ব্যবহার করা উচিত।
- শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যবােধ জাগানাে ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ ঘটানাে।
- একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট সুশিক্ষক হতে পারেন ব্যক্তিগত গুণাবলীর দ্বারা।
- পাঠ্যবিষয় সম্পর্কে ছাত্র-ছাত্রীর আগ্রহ বাড়াতে তাদের নিকট প্রয়ােজনীয় সংবাদ প্রেরণা করা উচিত।
- ফ্রয়েবলের শিক্ষা তত্ত্বের মূল ভাবাদর্শ হল প্রক্ষোভমূলক আচরণের সংবহন।
- শিক্ষকের আচরণ ও পােষাক পরিচ্ছদ হওয়া উচিত অনুকরণযােগ্য।
- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ স্থাপিত হয় ১৯৫১ সালে।
- শিক্ষা দেওয়া হল একটি সেবামূলক কাজ।
- ভারতীয় সংবিধানের যে সকল ধারায় সমাজের দুর্বলতর মানুষের শিক্ষা সংক্রান্ত কথা বলা হয়েছে তা হল ১৫ নং১ ১৭ নং এবং ৪৬ নং ধারা।
- শিক্ষাকে মনােবিদ্যাসম্মত করে তােলার কথা প্রথম বলেন মন্টেসরি।
- ভারতীয় সংবিধানের যে সকল ধারায় সমাজের দুর্বলতর মানুষের শিক্ষা সক্রান্ত কথা বলা হয়েছে তা হল ১৫ নং এবং ৪৬ নং ধারা।