Productsভারতীয় ভূগোল

সমভূমি সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভূগোল

সমভূমি : এই পোষ্টে ভারতের সমভূমি সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের সমভূমি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর

Advertisement 30% Off, West Bengal Auxiliary Nursing & Midwifery And General Nursing & Midwifery Guide Book (Bengali Version)

সমভূমি সম্পর্কিত প্রশ্ন উত্তর

সমুদ্রপৃষ্ঠের সাথে প্রায় সমউচ্চতাবিশিষ্ট বিস্তীর্ণ এবং মৃদু ঢালবিশিষ্ট বিস্তৃত প্রান্তরকে সমভূমি (plains) বলে। সমভূমি সমুদ্র সমতলের চেয়ে সামান্য উচুঁ হয়।পৃথিবীর মোট ভূমিরূপের শতকরা প্রায় ৩৬ ভাগ সমভূমি।মানুষ অন্য সকল ভূমিরূপের চেয়ে সমভূমিতে থাকতে অধিক পছন্দ করে।সমভূমি মূলত তিনটি প্রক্রিয়ায় গঠিত হয়।যথাঃ ১.ক্ষয়ক্রিয়া ২.সঞ্চয়ক্রিয়া ও ৩.ভূআলোড়ন জনিত কারণ

 • ভূ-পৃষ্ঠের কত অংশ সমভূমি অন্তর্গত?
  উত্তর:-  ৫১% এর বেশি।
 • পলিগঠিত সমভূমি?
  উত্তর:-  — উত্তর ভারতে সিন্ধু গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি।
 • ব-দ্বীপ সমভূমি?
  উত্তর:-   গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত সুন্দরবন ব-দ্বীপ পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ সমভূমি।
 • সমপ্রায় ভূমির মধ্যে কঠিন শিলা গঠিত পাহাড় কে কি বলে?
  উত্তর:- – মোনাডনক।
 • পৃথিবীর বৃহত্তম সমভূমি?
  উত্তর:-  – সাইবেরিয়া সমভূমি। |
 • মরু সমভূমি?
  উত্তর:-   চাদ সমভূমি।
 • লোয়েস সমভূমি?
  উত্তর:-   উচ্চ হুয়া হে অববাহিকা।

এগুলিও পড়ুন –

Leave a Response

সাবক্রাইব করে পাশে থাকুন 😷

30,000+ আমাদের পরিবারে যুক্ত হয়েছেন। আপনিও সাবক্রাইবার করে যুক্ত হোন।