You are currently viewing ভারত সরকার প্রদত্ত চিহ্ন বা ছাপ

ভারত সরকার প্রদত্ত চিহ্ন বা ছাপ

সরকার প্রদত্ত চিহ্ন: এই পোস্টে ভারত সরকার প্রদত্ত চিহ্ন বা ছাপ সম্পর্কিত তথ্য শেয়ার করা হল। এই তথ্যগুলি বিভিন্ন চাকুরী পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব কাজে আসে। এটিও পড়ুন – প্রাণী ও তাদের শাবক এর তালিকা

ভারত সরকার প্রদত্ত চিহ্ন বা ছাপ

ছাপ

বিষয়

1. আই. এম. আই

বেবিফুড, মিনারেল ওয়াটার, বৈদ্যুতিক সরঞ্জাম, গৃহনির্মাণ সামগ্রী, রান্নার গ্যাসের সরঞ্জাম, প্রেসার কুকার ইত্যাদি।

2:হল মার্ক

সোনার গয়না

3. আগমার্ক

চাল, ডাল, আটা, ভােজ্য তেল, ঘি, মাখন, মধু, মশলা প্রভৃতি

4. M:EP.0.

মােড়কজাত মাছ, মাংস ইত্যাদি।

5. FPO

জ্যাম, জেলি, আচার, সস্, ফলের রস প্রভৃতি কৃষিজাত দ্রব্য ও ফল থেকে প্রক্রিয়াজাত খাদ্যবস্তুর মােড়ক। তৈরি পােশাকে এই স্টিকারগুলি বেআইনি। তৈরি জামাকাপড় কেনার সময় ওই মাপগুলির পাশাপাশি

6. ‘XL’, ‘L’, ‘M’ S

সেন্টিমিটারে মাপ দেখে নিলে উপভােক্তারা সুরক্ষিত থাকবেন। তৈরি জামাকাপড় সেন্টিমিটারে মাপ লেখা বাধ্যতামূলক।

 

 

এগুলিও পড়ুন – 

File Details:

File Name: কিছু প্রাণী ও বাচ্চা/ তাদের শাবক এর তালিকা

File Format: PDF

No of Page: 1

File Size: 314

Download Link: Link 1 || Link 2

 

Leave a Reply