You are currently viewing সাতবাহন সাম্রাজ্য সম্পর্কিত জানা অজানা তথ্য

সাতবাহন সাম্রাজ্য সম্পর্কিত জানা অজানা তথ্য

সাতবাহন সাম্রাজ্য একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে পরবর্তী সাড়ে চারশত বছর ধরে দক্ষিণ ভারতে বিস্তৃত ছিল। মৌর্য সাম্রাজ্যের সামন্ত রাজ্য হিসেবে সাতবাহনরা গণ্য হলেও মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ ও কাণ্ব রাজবংশের সঙ্গে যুদ্ধ করে স্বাধীন রাজ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। পরবর্তীকালে তারা পশ্চিমী ক্ষত্রপ রাজ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়।

সাতবাহন সাম্রাজ্য সম্পর্কিত জানা অজানা তথ্য

  • সাতবাহন দের আদি বাসস্থান ছিল- মহারাষ্ট্রে। এঁরা জাতিতে ব্রাহ্মণ ছিলেন।
  • সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন- সিমুক।
  • সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা- গৌতমীপুত্র সাতকর্ণী।
  • যজ্ঞশ্ৰী সাতকর্ণী হলেন- সাতবাহন বংশের শেষ শক্তিশালী রাজা।
  • নাসিক প্রশস্তি উৎকীর্ণ করেন- গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী।

এটিও পড়ুন

Leave a Reply