সালোকসংশ্লেষ প্রক্রিয়াই সৌরশক্তিকে আবদ্ধ করতে এবং খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্জিত রাখতে পারে। সালোকসংশ্লেষ প্রক্রিয়াই উৎপন্ন সরল শর্করা গ্লুকোজ শ্বেতসারে রূপান্তরিত হয়ে উদ্ভিদের সঞ্চয়কারী অঙ্গে সঞ্চিত হয়। সালোকসংশ্লেষণ শব্দটি দুটি গ্রিক শব্দ Photos (অর্থ: আলোক) ও synthesis (অর্থ: সংশ্লেষণ, বা তৈরি করা)।[১]
সালোকসংশ্লেষণ কথাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে সালোক কথার অর্থ হল- সূর্যালোকের উপস্থিতি এবং সংশ্লেষণ শব্দটির অর্থ—কোনো কিছু উৎপাদিত হওয়া।
সালোকসংশ্লেষ এর তালিকা PDF সহ
সালোকসংশ্লেষের প্রধান স্থান | পাতার মেসোফিল কলা |
সালোকসংশ্লেষকারী একক | কোয়ান্টাজোম বা ক্লোরোফিল অণুর সংগঠন |
সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া | রোডো সিউডোমোনাস, রোডো স্পাইরিলাম |
সালোকসংশ্লেষের অঙ্গ | পাতা |
সালোকসংশ্লেষকারী কাণ্ড | লাউ, কুমড়ো, পুঁই, ফণিমনসা ইত্যাদির সবুজ কাণ্ড। |
সালোকসংশ্লেষকারী রঞ্জক | ক্লোরোফিল |
সালোকসংশ্লেষকারী অঙ্গাণু | ক্লোরোপ্লাস্ট |
সালোকসংশ্লেষকারী প্রাণী | ইউগ্লিনা ও ক্রাইসামিবা |
সালোকসংশ্লেষকারী মূল | গুলঞ্জের আত্তীকরণমূল এবং সিরিয়াস নামক ক্যাকটাসের অস্থানিক মূল। |
সালোকসংশ্লেষের আলোক
বিক্রিয়ার ঘটনাস্থল |
ক্লোরোপ্লাস্টের গ্রানা। |
সালোকসংশ্লেষের অন্ধকার
বিক্রিয়ার ঘটনাস্থল |
ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। |
সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয় | ক্লোরেল্লা নামে সামুদ্রিক শৈবালে |
সূর্যালোকের থেকে কত তরঙ্গ
দৈর্ঘ্যে সালোকসংশ্লেষ হয় |
400nm থেকে 700nm |
সালোকসংশ্লেষ বেশিমাত্রায়
সক্রিয় বা কার্যকরী হয় |
লাল ও নীল বর্ণে |
খাদ্যের মূল উৎস | সালোকসংশ্লেষ |
সালোকসংশ্লেষ প্রক্রিয়ার দশা | আলোক দশা ও অন্ধকার দশা। |
সালোকসংশ্লেষকারী মূল | রাস্না, পানিফল, গুলঞ ও অর্কিডের সবুজ মূল |
সালোকসংশ্লেষকারী পাতা | সমস্ত সবুজ পাতা |
সালোকসংশ্লেষকারী বৃতি | শালুক, চালতা প্রভৃতি সবুজ ফুলের বৃতি |
সালোকসংশ্লেষকারী দলমন্ডল | আতা, কাঁঠালি চাঁপা প্রভৃতির সবুজ দলমন্ডল |
সালোকসংশ্লেষকারী ত্বক | কাঁচা ফলের ত্বক। |
এটিও জেনে নিনঃ বাংলার উৎসব প্রবন্ধ রচনা 600 শব্দের মধ্যে
File Name: সালোকসংশ্লেষ এর তালিকা PDF সহ
File Format:
PDF File Name: সালোকসংশ্লেষ এর তালিকা PDF সহ
PDF File Size:
No of Page:
Download Link: সালোকসংশ্লেষ