You are currently viewing সৌরজগতের কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

সৌরজগতের কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

সৌরজগতের কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর খুঁজছেন তাদের জন্য বিশেষ করে এই পোষ্ট। সৌরজগতের কথা সম্পর্কিত জানা অজানা পোষ্টে সৌরজগতের নানা প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। যা আপনার বিভিন্ন পরীক্ষায় কাজে আসবে।  [ এটিও পড়ুন – উদ্ভিদ জগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর ]

সৌরজগতের কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

প্রশ্ন: ৪/নক্ষত্ররা প্রকৃতপক্ষে কী?
উত্তর: জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড।
প্রশ্ন : কোন যন্ত্রের সাহায্যে নক্ষত্রদের দেখা যায় ?
উত্তরঃ দূরবীন।।
প্রশ্ন : সূর্য প্রকৃতপক্ষে কী ?
উত্তর : সূর্য একটি নক্ষত্র।
প্রশ্ন : আমাদের নিকটতম নক্ষত্র কোনটি ?
উত্তর : সূর্য।
প্রশ্ন : সৌরজগৎ কাকে বলে ?
উত্তর : (সূর্য এবং তার চারদিকে জ্যোতিষ্কের একসঙ্গে সৌরজগৎ বলে।
প্রশ্ন : সূর্য থেকে আমরা কী পাই?
উত্তর : আলো ও তাপ।
প্রশ্ন : গ্রহ কাদের বলে?
উত্তর : যে সকল জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায় তাদের গ্রহ বলে

প্রশ্ন : মোট গ্রহের সংখ্যা কত?
উত্তর : ১১টি মােট। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই ৮টি কুলীন গ্রহ এবং সেরেস, জেনা বামন গ্রহ।

এটিও পড়ুন – বিখ্যাত ব্যক্তির উক্তি, 500+ সেরা উক্তি

প্রশ্ন: সমস্ত গ্রহের উৎপত্তি কী থেকে?
উত্তর : সূর্য থেকে।
প্রশ্ন : সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?

উত্তর: বুধ।
প্রশ্ন : পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উত্তর : শুক্র।
প্রশ্ন : সবচেয়ে বড় গ্রহ কোনটি ?
উত্তর : বৃহস্পতি। পৃথিবীর থেকে ৯০ গুণ বড়।
প্রশ্ন : কোন গ্রহের আকার পৃথিবীর প্রায় কাছাকাছি?
উত্তর : শুক্র গ্রহ।
প্রশ্ন : শুকতারা বা সাঁঝতারা কাকে বলা হয় ?
উত্তর : শুক্র গ্রহকে।
প্রশ্ন : সবচেয়ে ছােট গ্রহ কোনটি?
উত্তর : বুধ। আকারে পৃথিবীর আট ভাগের এক ভাগ।
প্রশ্ন: উপগ্রহ কাকে বলে ?
উত্তর: যারা গ্রহের চারিদিকে নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, তাদের উপগ্রহ বলে।
প্রশ্ন : চাঁদ কী?
উত্তর : চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
প্রশ্ন : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তর : প্রায় নয় কোটি ত্রিশ লক্ষ মাইল। বা ১৫ কোটি কিলােমিটার।
প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর: প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড।
উত্তরঃ- পৃথিবী থেকে সূর্য কত বড়?
উত্তর: প্রায় ১৩ লক্ষ গুণ বড়।
প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর: প্রায় ২ লক্ষ ২৯ হাজার মাইল।
প্রশ্নঃ সূর্যের চারদিকে আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর: ৩৬৫ দিন ৬ ঘণ্টার মতো।
প্রশ্ন: পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাদের কত সময় লাগে ?
উত্তর: সাড়ে ২৯ দিন।
প্রশ্ন: চাদের আলোকে কী বলে?

 

earth, hurricane, atmosphere

উত্তরঃ জ্যোৎস্না।
প্রশ্ন : আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম কী ?
উত্তর: লুব্ধক।।
প্রশ্ন: উত্তর আকাশের স্থির নক্ষত্রের নাম কী ?
উত্তর: ধ্রুবতারা।
প্রশ্ন: কয়েকটি নক্ষত্রমন্ডলের নাম বলে।।
উত্তর: সপ্তর্ষিমণ্ডল, লঘু সপ্তর্ষি মণ্ডল, ক্যাসিওপিয়া, কালপুরুষ ইত্যাদি।

Leave a Reply