You are currently viewing স্বর্ণকমল পুরস্কার প্রাপ্ত কিছু বাংলা সিনেমা PDF সহ

স্বর্ণকমল পুরস্কার প্রাপ্ত কিছু বাংলা সিনেমা PDF সহ

স্বর্ণকমল পুরস্কারঃ দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকারের সূচনা এবং প্রসারণ মন্ত্রালয় দ্বারা প্রতিষ্ঠিত ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যাল নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারা গঠিত একটি কমিটি পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, নগদ ₹১০,০০,০০০ (US$১৩,৫০০.৫) ও একটি শাল প্রদান করা হয়। 

স্বর্ণকমল পুরস্কার প্রাপ্ত কিছু বাংলা সিনেমা

চিত্রের নাম পরিচালক সিনেমার ভাষা সাল
কোরাস মৃণাল সেন 1974
মৃগয়া মৃণাল সেন 1976
গণদেবতা তরুণ মজুমদার 1978
আকালের সন্ধানে মৃণাল সেন 1980
দখল গৌতম ঘোষ 1981
চোখ উৎপলেন্দু চক্রবর্তী 1982
বাঘ বাহাদুর বুদ্ধদেব দাশগুপ্ত 1989
আগন্তুক সত্যজিৎ রায় 1991
চরাচর বুদ্ধদেব দাশগুপ্ত 1993
উনিশে এপ্রিল ঋতুপর্ণ ঘোষ 1994
লাল দরজা বুদ্ধদেব দাশগুপ্ত 1996
মন্দমেয়ের উপাখ্যান বুদ্ধদেব দাশগুপ্ত 2002
কালপুরুষ বুদ্ধদেব দাশগুপ্ত 2005
অন্তহীন অনিরুদ্ধ রায় চৌধুরী 2008

এটিও পড়ুন – ভারতীয় নোবেল বিজয়ী দের তালিকা

Click Here to Download – স্বর্ণকমল পুরস্কার প্রাপ্ত কিছু বাংলা সিনেমা

Leave a Reply