You are currently viewing ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতের স্বাভাবিক উদ্ভিদ : এই পোষ্টে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য

ভারতের স্বাভাবিক উদ্ভিদ:- যে সমস্ত গাছ বা উদ্ভিদ কোনও স্থানের জলবায়ু ও মৃত্তিকা সহ স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে মানুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মায় ও বড়ো হয়, তাদের ওই স্থানের স্বাভাবিক উদ্ভিদ বলা হয় ।  দেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক খুব নিবিড় । জলবায়ু ছাড়া ভূমির প্রকৃতি ও মাটির উর্বরতার ওপর নির্ভর করে বিভিন্ন রকমের স্বাভাবিক উদ্ভিদ জন্মায় ।

ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর

  • ভারতে আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ কত?
    উত্তর:— ১৯.৪৫%।
  • ভারতের বনভূমির মােট আয়তন ?
    উত্তর: —৭৫২.৩ লক্ষ হেক্টর (প্রায়)।
  • ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি অবস্থিত কোথায়?
    উত্তরঃ উত্তর প্রদেশের দেরাদুনে।
  • ভারতের জাতীয় বননীতি গ্রহণ করা হয় কত সালে?
    -১৯৫২ সালে।
  • ভারতের বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কত সালে?
    উত্তর: —১৯৮০ সালে।।
  • ভারতে কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি?
    উত্তর:  উত্তরাঞ্চলে।

এটিও পড়ুন – ভারতের মাটি সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

  • মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কী বলে?
    উত্তর:  জেরোফাইট।
  • ব-দ্বীপ অঞ্চলের বনভূমিকে কী বলে?
    উত্তর: ম্যানগ্রোভ।
  • ভারতের একটি চিরহরিৎ অরণ্যে অঞ্চলের নাম কী?
    উত্তর: -পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ।
  • ভারতের বনভূমির মােট আয়তন 63.73 মিলিয়ন হেক্টর।
  •  ভারতে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি (i) মিজোরাম (৪2.98%), (ii) লাক্ষাদ্বীপ (84.38%) (কেন্দ্রশাসিত রাজ্য)
  •  ভারতে বনভূমির পরিমাণ সবচেয়ে কম। (i) হরিয়ানা (3.97%), (ii) দমন ও দিউ (5.36%) (কেন্দ্রশাসিত রাজ্য) চিরহরিৎ বনভূমির দুটি প্রধান বৃক্ষ হল। গর্জন, আবলুস।
  •  মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কে বলে – জেরােফাইট
  • দুটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ হল- পাইন, ওক।
  • ব-দ্বীপ অঞ্চলের বনভূমিকে বলে- ম্যানগ্রোভ অরণ্য।
  • ভারতের বনজ সম্পদ সাধারণত ব্যবহৃত হয়-  জ্বালানি ও শিল্পে
  • ভারতের একটি চিরহরিৎ অঞ্চল হল – পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ হয়।
  •  ভারতের জাতীয় বন নীতি গ্রহণ করা – 1952 সালে
  • ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত উত্তরাঞ্চলের দেরাদুন-এ (1897 সালে প্রতিষ্ঠিত)।
  • ভারতের বন সংরক্ষণ আইন চালু করা হয়- 1980 সালে।

ট্যাগঃ

পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যায় কোন অঞ্চলে, এশিয়ার স্বাভাবিক উদ্ভিদ, ভারতের বনভূমি, সরলবর্গীয় উদ্ভিদ in English, সরলবর্গীয় বৃক্ষ উদাহরণ, সরলবর্গীয় উদ্ভিদ কাকে বলে

Leave a Reply