You are currently viewing স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়ার কাজ সম্পর্কিত তথ্য

স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়ার কাজ সম্পর্কিত তথ্য

স্বাভাবিক প্রতিবর্তঃ কোন উদ্দীপকের প্রভাবে মস্তিস্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পেশি বা কোন অঙ্গে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে।

স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়ার কাজ সম্পর্কিত তথ্য

স্বাভাবিক উদ্দীপনা স্বাভাবিক প্রতিবর্ত
1. চোখের কাছে কোন বহিরাগত বস্তুর সম্মুখীন চোখের পাতা পিটপিটানি
2. চোখে ধুলো-বালি পড়া চোখের পাতা মুদে যাওয়া।
3. হাতে বা পায়ে গরম ছেকা লাগা দ্রুত হাত পা সরে যাওয়া।
4. পায়ের পাতায় হঠাৎ কাঁটা বেঁধা পায়ের পাতা দ্রুত সরে যাওয়া।
5. চোখে তীব্র বা উজ্জ্বল আলো পড়া তারারন্ধ্র সংকুচিত হওয়া।
6. চোখে মৃদু আলো পড়া তারারন্ধ্র প্রসারিত য়া।
7. চোখে হঠাৎ ধুলো-বালি পড়ে যাওয়া অশ্রু গ্রন্থির ক্ষরণ।
8 মুখে খাদ্যবস্তু নেওয়া লালা গ্রন্থির ক্ষরণ।
9.খাদ্যবস্তুর ঘ্রাণ লালাক্ষরণ
10. লোভনীয় খাদ্য দর্শন লালা ক্ষরণ
11. খাদ্যমন্ড মুখের পশ্চাতে যাওয়া খাদ্য গলাধঃ করণ
12. হাঁচি চোখের পাতা বন্ধ, অশ্রু ক্ষরণ
13. শ্বাসনালীতে খাদ্য বস্তু প্রবেশ বিষম খাওয়া
14. শ্বাসনালীতে ধোঁয়া-ধুলো প্রবেশ কাশি
ঘরের তাপমাত্রা বৃদ্ধি ঘাম নিঃসরণ
16. হঠাৎ শীত বোধ গায়ে কাঁটা দেওয়া
17. পড়ে যাওয়ার ভয় নিজের ভারসাম্য রক্ষা
18. হঠাৎ পিছনে গাড়ির হর্ন শোনা চমকে ওঠা ও দ্রুত স্থান ত্যাগ করা।
হঠাৎ বিকট শব্দ শোনা সারা দেহ ঝাকুনি দেওয়া ।

এগুলিও পড়ুন –

Leave a Reply