হরমোন যে জৈব-রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা গ্রন্থি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয়ে রক্তরস বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংস প্রাপ্ত হয় তাদের হরমোন বলে। হরমোন কথার অর্থ হল ‘জাগ্রত করা’বা ‘উত্তেজিত করা’।
হরমোন সম্পর্কিত প্রশ্ন উত্তর ও PDF সহ
প্রশ্নঃ- হরমোন’ কথাটির আক্ষরিক অর্থ কি?
Ans: ‘হরমোন’ কথার আক্ষরিক অর্থ হল—’উত্তেজিত করা’ বা ‘জাগ্রত করা।
প্রশ্নঃ-কোন বিজ্ঞানী সর্বপ্রথম হরমোনের নাম ব্যবহার করেন?
Ans:বেলিস ও স্টারলিং (1905)।
প্রশ্নঃ-হরমোন ও নার্ভতন্ত্রের মধ্যে একটি ঐক্যের উল্লেখ কর।
Ans: দেহের বিভিন্ন অঙ্গের কার্যের সমন্বয়সাধন।
প্রশ্নঃ- কোন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়?
Ans: অনাল গ্রন্থি থেকে।
প্রশ্নঃ- একটি সনাল গ্রন্থির নাম কর।
Ans: লালাগ্রন্থি।
প্রশ্নঃ- উদ্ভিদদেহে সৃষ্ট হরমোনগুলিকে এককথায় কি বলে?
Ans: ফাইটো হরমোন।
প্রশ্নঃ-একটি উদ্ভিদ-হরমোনের নাম কর।
Ans: অক্সিন।
প্রশ্নঃ- অক্সিনের রাসায়নিক নাম কি?
Ans:ইনডোল অ্যাসেটিক অ্যাসিড
প্রশ্নঃ-অক্সিনের কাজ কি?
Ans: উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা।
প্রশ্নঃ-জিব্বারেলিন কি?
Ans: একপ্রকার অম্লধর্মী উদ্ভিদ-হরমোন।
প্রশ্নঃ-জিব্বারেলিনের রাসায়নিক নাম কি?
Ans: জিব্বারেলিক অ্যাসিড।
প্রশ্নঃ-ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়?
Ans: কাইনিন।
প্রশ্নঃ- ফুল ফোটাতে অংশ নেয় এমন একটি হরমোনের নাম কর।
Ans: ফ্লোরিজেন
প্রশ্নঃ- বীজপত্রে ও পরিপক্ক বীজে কোন হরমোন পাওয়া যায়?
Ans: জিব্বারেলিন।
প্রশ্নঃ-উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
Ans: অক্সিন।
প্রশ্নঃ-কৃষিক্ষেত্রে আপাছা দমনে সাহায্যকারী হরমোনটির নাম কি?
Ans: অক্সিন ( 2, 4 D) ।
প্রশ্নঃ-GA- সম্পূর্ণ নাম কি?
Ans: জিব্বারেলিক অ্যাসিড।
প্রশ্নঃ-পাতাবাহার গাছকে বহুদিন সজীব রাখার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়?
Ans: কাইনিন।
প্রশ্নঃ-ভারনালিন বলতে কি বোঝ?
Ans: ভারনালিন একপ্রকার কৃত্রিম উদ্ভিদ-হরমোন। এটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে।
প্রশ্নঃ- উদ্ভিদদেহে সমন্বয়সাধনের কাজ কার সাহায্যে ঘটে?
Ans: হরমোনের সাহায্যে ঘটে।
প্রশ্নঃ- একটি প্রকল্পিত উদ্ভিদ-হরমোনের নাম লেখ।
Ans: ফ্লোরিজেন।
প্রশ্নঃ-ব্যাঙাচিকে ব্যাঙে রূপান্তরিত হতে কোন হরমোন সাহায্য করে?
Ans: থাইরক্সিন।
প্রশ্নঃ- কিসের অভাবে গলগণ্ড রোগ হয়?
Ans:আয়োডিনের অভাবে।
প্রশ্নঃ-কোন হরমোনের প্রভাবে BMR বাড়ে?
Ans: থাইরক্সিনের প্রভাবে।
প্রশ্নঃ- শরীরে আয়োডিনের অভাবে যে গ্রন্থিটির স্বাভাবিক কাজ ব্যাহত হয় তার নাম উল্লেখ কর।
Ans:থাইরয়েড গ্রন্থি।
প্রশ্নঃ- থাইরোক্যালাসিটোনিন কি?
Ans: থাইরয়েড গ্রন্থি-নিঃসৃত ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণকারী একটি হরমোন।
প্রশ্নঃ-মানবদেহের কোন গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
Ans: থাইরয়েড।
প্রশ্নঃ-কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম হয়।
Ans: থাইরক্সিনের অভাবে।
প্রশ্নঃ-প্যারাথনে কি?
Ans: প্যারাথাইরয়েড গ্রন্থি-নিঃসৃত হরমোন।
প্রশ্নঃ- কোন অস্থিকে মিশ্রগ্রন্থি বলে।
Ans: অগ্ন্যাশয়কে।
প্রশ্নঃ-আইলেট্স অব্ ল্যাঙ্গারহ্যাস কোথায় থাকে?
Ans: অগ্ন্যাশয়ে।
প্রশ্নঃ- কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?
Ans: ইনসুলিনের অভাবে।
প্রশ্নঃ-ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি?
Ans: মুক্তাগন।
প্রশ্নঃ-রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে কি বলে?
Ans: হাইপোগ্লাইসিমিয়া।
প্রশ্নঃ- রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে?
Ans: হাইপারগ্লাইসিমিয়া।
প্রশ্নঃ- মুত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা দিলে তাকে কি বলে?
Ans: গ্লাইকোসুরিয়া।
প্রশ্নঃ- ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
Ans: অগ্ন্যাশয় গ্রন্থির আইলেট্স অব্ ল্যাঙ্গারহ্যান্স-এর B-কোষ থেকে।
প্রশ্নঃ-কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস’ রোগ হয়?
Ans: ইনসুলিনের অভাবে।
প্রশ্নঃ-গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়?
Ans: আইলেট্স অব ল্যাঙ্গারহ্যান্স-এর a৫-কোষ থেকে।
প্রশ্নঃ- অ্যান্টিডাইবেটোজেনিক হরমোন কাকে বলে?
Ans: ইনসুলিনকে।
প্রশ্নঃ- কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপেডাস রোগ হয়?
Ans: ADH-এর অভাবে।
প্রশ্নঃ-কোন্ হরমোনকে আপৎকালীন হরমোন বলে?
Ans: অ্যাড্রিনালিনকে।
প্রশ্নঃ-অ্যাড্রিনালিনের বিপরীত হরমোনটি কি?
Ans: নর-অ্যাড্রিনালিন।
প্রশ্নঃ-একটি হরমোনের নাম কর যে অ্যাড্রেনাল গ্রন্থিকে উত্তেজিত করে।
Ans: অ্যাড্রিনোকটিকোট্রফিক হরমোন (ACTH)
প্রশ্নঃ-ACTH-এর পুরো নাম কি?
Ans:অ্যাড্রিনোকটিকোট্রফিক হরমোন।
প্রশ্নঃ-কোন হরমোন হৃৎস্পন্দন বাড়ায়
Ans:অ্যাফিনালিন।
প্রশ্নঃ-কোন হরমোন অ্যাড্রিনালিনকে উদ্দীপিত করে।
Ans: পিটুইটারি গ্রন্থি-নিঃসৃত ACTH এমন একটি গ্রন্থির নাম কর যা মানুষের মাথার খুলির মধ্যে অবস্থান করে।
প্রশ্নঃ-মানবদেহে ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটি কি?
Ans: পিটুইটারি গ্রন্থি।
প্রশ্নঃ- কোন গ্রন্থকে ‘প্রভুগ্রন্থি’
Ans: পিটুইটারি গ্রন্থিকেবলে।
প্রশ্নঃ- FSH-এর পুরো নাম কি?
Ans: ফলিক্ল স্টিমুলেটিং হরমোন।
প্রশ্নঃ-LH-এর পুরো নাম কি?
Ans: লিউটিনাইজিং হরমোন।
প্রশ্নঃ- ICSH-এর পুরো নাম কি?
Ans: ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন।
প্রশ্নঃ-STH-এর পুরো নাম কি?
Ans: সোমাটোট্রফিক হরমোন।
প্রশ্নঃ-MSH-এর পুরো নাম কি?
Ans: মেলানোসাইট স্টিমুলেটিং
প্রশ্নঃ-GH-এর পুরো নাম কি?
Ans: গ্রোথ হরমোন।
প্রশ্নঃ-GTH-এর সম্পূর্ণ নাম কি?
Ans: গোনাডোট্রফিক হরমোন।
প্রশ্নঃ-TSH-এর সম্পূর্ণ নাম কি?
Ans: থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
প্রশ্নঃ-পিটুইটারি গ্রন্থির দুগ্ধক্ষরণকারী হরমোনটির নাম কি?
Ans: প্রোল্যাকটিন।
প্রশ্নঃ- গোনাডোট্রফিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?
Ans: পিটুইটারি থেকে।
প্রশ্নঃ- অ্যাক্রোমেগালি রোগ হওয়ার কারণ কি?
Ans: প্রাপ্তবয়স্ক লোকের পিটুইটারি থেকে STH অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি রোগ হয়।
প্রশ্নঃ- বামনত্ব হয় কেন?
Ans: পিটুইটারির সোমাটোট্রফিক হরমোনের অভাবে শিশুদের বামনত্ব হয়।
প্রশ্নঃ-শয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
Ans: টেস্টোস্টেরন।
প্রশ্নঃ-ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
Ans: ইস্ট্রোজেন।
প্রশ্নঃ-সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলে এবং কেন?
Ans: অ্যাড্রিনাল গ্রন্থিকে কারণ এটি রেনাল গ্রন্থি বৃত্তের উপর টুপির মতো অবস্থান।
প্রশ্নঃ-অগ্ন্যাশয় ছাড়া অপর একটি মিশ্র গ্রন্থির নাম লেখ।
Ans: পাকস্থলী এখান থেকে উৎসেচক পেপসিন এবং হরমোন গ্যাস্ট্রিন নিঃসৃত হয়।
এটিও পড়ুন- পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ Update #2020