হরমোন বিষয়ের 200 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

হরমোনHormone) যে জৈব-রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা গ্রন্থি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয়ে রক্তরস বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংস প্রাপ্ত হয় তাদের হরমোন বলে। হরমোন কথার অর্থ হল ‘জাগ্রত করা’বা ‘উত্তেজিত করা’।

হরমোন বিষয়ের 200 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রশ্নঃ  প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়সাধনের কাজটি কার দ্বারা সম্পন্ন হয় ?

উত্তরঃ  হরমোন দ্বারা।

প্রশ্নঃ   প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কোনটি ?

উত্তরঃ  সিক্রিটিন।

প্রশ্নঃ   মানবদেহের সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কী ?

উত্তরঃ  থাইরয়েড গ্রন্থি।

প্রশ্নঃ   মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কী ?

উত্তরঃ   পিনিয়াল বড়ি।

প্রশ্নঃ   একটি বহিঃক্ষরা বা সনাল গ্রন্থির উদাহরণ

উত্তরঃ   লালাগ্রন্থি।

প্রশ্নঃ   একটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও।

উত্তরঃ  অগ্ন্যাশয়।

প্রশ্নঃ   পিটুইটারি গ্রন্থির অপর নাম কী ?

উত্তরঃ  হাইপোফাইসিস।

প্রশ্নঃ  পিটুইটারির ক-টি অংশ ও কী কী?

উত্তরঃ  পিটুইটারির 2টি অংশ, যথা—@ অগ্র পিটুইটারি বা অ্যাডেনোহাইপোফাইসিস, পশ্চাদ পিটুইটারি বা নিউরোহাইপোফাইসিস।

প্রশ্নঃ   পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত ?

উত্তরঃ   হাইপোথ্যালামাস।

প্রশ্নঃ   একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।

উত্তরঃ  সোমাটোট্রপিক হরমোন।

প্রশ্নঃ   দেহের তরুণাস্থি ও অস্থির বৃদ্ধিতে সাহায্য করে কোন্ হরমোন ?

উত্তরঃ  সোমাটোট্রফিক হরমোন।

প্রশ্নঃ   একটি স্থানীয় বা লোকাল হরমোনের উদাহরণ দাও।

উত্তরঃ  সিক্রিটিন।

প্রশ্নঃ   একটি নিউরোহরমোনের উদাহরণ দাও।

উত্তরঃ   অক্সিটোসিন অথবা ভেসোপ্রেসিন (ADH)।

প্রশ্নঃ   শৈশবে STH-এর বেশি ক্ষরণে কী অস্বাভাবিকত্ব দেখা যায় ?

উত্তরঃ  অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম।

প্রশ্নঃ   STH-এর পুরো নাম কী ?

উত্তরঃ   সোমাটোট্রফিক হরমোন।

প্রশ্নঃ   একটি অটোক্রিন হরমোনের নাম লেখো।

উত্তরঃ   সোমাটোট্রফিক হরমোন বা STH।

প্রশ্নঃ   TSH-এর পুরো নাম কী ?

উত্তরঃ   থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।

এটিও পড়ুন – বৈজ্ঞানিক যন্ত্র সম্পর্কিত 200 প্রশ্ন উত্তর

প্রশ্নঃ   শৈশবে STH-এর কম ক্ষরণে কী অস্বাভাবিকত্ব দেখা যায় ?

উত্তরঃ  বামনত্ব বা ডোয়ার্ফিজম।

প্রশ্নঃ   প্রাপ্তবয়স্কদের STH-এর অধিক ক্ষরণে যে-অস্বাভাবিকত্ব দেখা যায়, তার নাম কী ?

উত্তরঃ   অ্যাক্রোমেগালি।

প্রশ্নঃ   অ্যাক্রোমেগালি রোগের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ   মানুষের মুখ অনেকটা গোরিলার মতো দেখায়।

প্রশ্নঃ   অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম রোগের একটি উপসর্গ লেখো।

উত্তরঃ   অস্থির অস্বাভাবিক বৃদ্ধির ফলে দেহের উচ্চতা প্রায় 7-8 ফুট হয়।

প্রশ্নঃ   থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা হ্রাস-বৃদ্ধির জন্য দায়ী কোন্ হরমোন ?

উত্তরঃ  থাইরোট্রপিন বা TSH |

প্রশ্নঃ   ACTH-এর অধিক ক্ষরণে কী রোগ হয় ?

উত্তরঃ  কুশিং-এর রোগ।

প্রশ্নঃ   অগ্র পিটুইটারি নিঃসৃত কোন্ ট্রফিক হরমোন স্টেরয়েড হরমোনগুলির নিঃসরণ নিয়ন্ত্রণ করে?

উত্তরঃ   অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন বা ACTH |

প্রশ্নঃ   বহিঃচক্ষু গলগণ্ড রোগের একটি উপসর্গ লেখো।

উত্তরঃ  বহিঃচক্ষু গলগণ্ড থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে হয়, এতে অক্ষিগোলক ঠেলে বেরিয়ে আসে অর্থাৎ বিস্ফারিত  চোখ।

প্রশ্নঃ   GTH এর পুরো নাম কী ?

উত্তরঃ  গোনাডোট্রফিক হরমোন।

প্রশ্নঃ   FSH-এর পুরো নাম কী ?

উত্তরঃ  ফলিকল স্টিমুলেটিং হরমোন।

প্রশ্নঃ   গোনাডোট্রফিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?

উত্তরঃ   পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডক থেকে।

প্রশ্নঃ   কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয় ?

উত্তরঃ   পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডক থেকে।

প্রশ্নঃ   FSH-এর কাজ কী ?

উত্তরঃ   স্ত্রীদেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি এবং গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে।

প্রশ্নঃ   ICSH-এর পুরো নাম কী ?

উত্তরঃ   ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং

প্রশ্নঃ   ICSH-এর কাজ কী?

উত্তরঃ  পুরুষদের দেহে এই হরমোন শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোশসমূহকে বা লেডিগ কোশসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে।

প্রশ্নঃ   ICSH কোথা থেকে ক্ষরিত হয় ?

উত্তরঃ   পিটুইটারির অগ্রখণ্ডের পার্স ডিস্টালিস থেকে।

প্রশ্নঃ   LH-এর কাজ কী?

উত্তরঃ   স্ত্রীদের দেহে এই হরমোন করপাস লুটিয়াম গঠনে এবং তা থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে।

প্রশ্নঃ   LH-এর পুরো নাম কী ?

উত্তরঃ   লিউটিনাইজিং হরমোন।

প্রশ্নঃ   LTH-এর পুরো নাম কী ?

উত্তরঃ   লিউটোট্রফিক হরমোন, এটি প্রোল্যাকটিন নামেও পরিচিত।

প্রশ্নঃ   LTH-এর কাজ কী ?

উত্তরঃ   স্ত্রীদেহে প্রসবের পর স্তনদুগ্ধ ক্ষরণে সাহায্য করে।

প্রশ্নঃ   পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত একটি হরমোনের নাম লেখো।

উত্তরঃ  ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন (ADH)।

প্রশ্নঃ   রক্তবাহ সংকোচক নামে কোন্ নিউরোহরমোন পরিচিত ?

উত্তরঃ   অ্যান্টি ডাইইউরেটিক হরমোন (ADH)।

প্রশ্নঃ   কোন হরমোনের কম ক্ষরণে শর্করাবিহীন বহুমূত্র (ডায়াবেটিস ইনসিপিডাস) রোগ হয় ?

উত্তরঃ   ADH বা ভেসোপ্রেসিনের কম ক্ষরণে শর্করাবিহীন বহুমূত্র রোগ হয়।

প্রশ্নঃ   LH-এর কম ক্ষরণে মহিলাদের শারীরবৃত্তীয় কোন্ কাজ ব্যাহত হয় ?

উত্তরঃ  LH বা লিউটিনাইজিং হরমোনের কম ক্ষরণে মহিলাদের গ্রাফিয়ান ফলিকল (ডিম্বাশয়) থেকে ডিম্বাণু নিঃসরণ ব্যাহত হয়।

প্রশ্নঃ   ডিম্বাণু নিঃসরণে সাহায্যকারী হরমোনটির নাম কী ?

উত্তরঃ   LH হরমোন FSH-এর সহযোগিতায় ডিম্বাণু নিঃসরণে (ওভিউলেশনে) সাহায্য করে।

প্রশ্নঃ   LTH-এর কম ক্ষরণে কী অস্বাভাবিকত্ব দেখা যায় ?

উত্তরঃ   LTH-এর কম ক্ষরণে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ব্যাহত হয়।

প্রশ্নঃ   থাইরয়েড গ্রন্থির কোন্ কোশ থেকে থাইরক্সিন (T) হরমোন ক্ষরিত হয় ?

উত্তরঃ   থাইরয়েড গ্রন্থির ফলিকিউলার কোশ থেকে।

প্রশ্নঃ   একটি অ্যামিনোধর্মী হরমোনের উদাহরণ দাও।

উত্তরঃ  – থাইরক্সিন (টাইরোসিন নামক অ্যামিনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়)।

প্রশ্নঃ   কোন্ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে ?

উত্তরঃ  থাইরক্সিনকে।

প্রশ্নঃ   মৌল বিপাকের হার নিয়ন্ত্রণে সাহায্য করে কোন্ হরমোন ?

উত্তরঃ   থাইরক্সিন।

প্রশ্নঃ   লোহিত রক্তকণিকা, মস্তিষ্ক ও যৌনগ্রন্থির বিকাশে সাহায্যকারী হরমোনটির নাম কী ?

উত্তরঃ  থাইরক্সিন।

প্রশ্নঃ   অশর্করা থেকে শর্করা উৎপাদন পদ্ধতিকে কী বলে ?

উত্তরঃ   নিয়োগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিয়োজেনেসিস।

প্রশ্নঃ   অ্যান্টিডায়াবেটিক হরমোন কাকে বলে ?

উত্তরঃ   ইনসুলিনকে।

প্রশ্নঃ   সোমাটোস্ট্যাটিনের অপর নাম কী ?

উত্তরঃ   গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন (GHIH) অথবা পেপটাইড হরমোন-ও বলা হয়।

প্রশ্নঃ   মিক্সিডিমা রোগের একটি উপসর্গ লেখো।

উত্তরঃ  পেরিঅরবাইটাল ইডিমা (চোখের তলা ফুলে যায়) দেখা যায়।

প্রশ্নঃ   পাখির পালকের বর্ণগঠন ও ব্যাঙাচির ব্যাঙে রূপান্তরে কোন্ হরমোন সাহায্য করে?

উত্তরঃ  থাইরক্সিন।

প্রশ্নঃ   ক্রেটিনিজম ও মিক্সিডিমা কোন্ হরমোনের কম ক্ষরণে হয় ?

উত্তরঃ  থাইরক্সিন।

প্রশ্নঃ   থাইরয়েড গ্রন্থিনিঃসৃত কোন্ হরমোনের উপাদান হিসেবে আয়োডিন থাকে না?

উত্তরঃ  থাইরোক্যালশিটোনিন।

প্রশ্নঃ   ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় ?

উত্তরঃ   অগ্ন্যাশয় গ্রন্থির আইলেটস অব্ ল্যাঙ্গারহানস-এর বিটা কোশ (B-cell) থেকে ক্ষরিত হয়।

প্রশ্নঃ   কোশে গ্লুকোজের প্রবেশ ও গ্লুকোজের জারণে সাহায্য করে কোন্ হরমোন ?

উত্তরঃ   ইনসুলিন।

প্রশ্নঃ   যকৃৎ ও পেশিকোশে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন -রূপে জমা রাখতে কোন্ হরমোন সাহায্য করে?

উত্তরঃ   ইনসুলিন।

প্রশ্নঃ   ফ্যাটের জারণ রোধ ও কিটোন বডি গঠনে বাধাদান কারী হরমোনটির নাম কী ?

উত্তরঃ   ইনসুলিন।

প্রশ্নঃ   রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে এবং গ্লুকোজের জারণে বাধা দিতে সাহায্য করে কোন্ হরমোন?

উত্তরঃ  গ্লুকাগন।

প্রশ্নঃ   কোন্ হরমোনকে আপৎকালীন হরমোন বলে ?

উত্তরঃ  অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হরমোনকে।

প্রশ্নঃ   ক্রোমাফিন কোশ (Chromaffin cell) কাকে বলে ?

উত্তরঃ  অ্যাড্রিনাল মেডালায় অবস্থিত বহুভুজাকৃতি দানাদার কোশসমষ্টিকে ক্রোমাফিন কোশ বলে।

প্রশ্নঃ   অ্যান্ড্রোজেন কাকে বলে ?

উত্তরঃ   শুক্রাশয় এবং অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত যে হরমোন যৌনাঙ্গের গঠন ও বিভিন্ন যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, তাদের অ্যান্ড্রোজেন বলে।

প্রশ্নঃ   হাঁপানি বা তীব্র শ্বাসকষ্ট রোধে কোন হরমোন প্রয়োগ করা হয় ?

উত্তরঃ   অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন।

প্রশ্নঃ   শুক্রাশয়ের কোন্ কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয় ?

উত্তরঃ  লেডিগের আন্তরকোশ বা ইন্টারস্টিশিয়াল কোশ থেকে।

প্রশ্নঃ পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে কোন্ হরমোন সাহায্য করে?

উত্তরঃ   টেস্টোস্টেরন।

প্রশ্নঃ   ইস্ট্রোজেন হরমোন কোন্ স্থান থেকে ক্ষরিত হয় ? ।

উত্তরঃ  ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরিত হয়।

প্রশ্নঃ   মহিলাদের কোমল ত্বক, নারীসুলভ চেহারা ও গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে কোন্ হরমোন সাহায্য করে ?

উত্তরঃ   ইস্ট্রোজেন।

প্রশ্নঃ  অ্যাড্রিনালিনের উৎসস্থল কোথায় ?

উত্তরঃ   অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল।

প্রশ্নঃ   ডিম্বাশয়ের করপাস লুটিয়াম বা পীতগ্রন্থি থেকে ক্ষরিত একটি হরমোনের নাম লেখো।

উত্তরঃ   প্রোজেস্টেরন।

প্রশ্নঃ   নিষিক্ত ভ্রুণের রোপণ ও অমরা গঠনে কোন্ হরমোন সাহায্য করে?

উত্তরঃ   প্রোজেস্টেরন।

প্রশ্নঃ  দেহে আয়োডিনের অভাব ঘটলে কী রোগ হয় ?

উত্তরঃ  গলগণ্ড।

প্রশ্নঃ   মূত্রের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজের নিঃসরণকে কী বলে ?

উত্তরঃ   গ্লুকোসুরিয়া।

প্রশ্নঃ   ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের মধ্যে প্রধান পার্থক্য কী?

উত্তরঃ   ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের কম ক্ষরণে হয়। ডায়াবেটিস ইনসিপিডাস ADH-এর কম ক্ষরণে হয়।

প্রশ্নঃ   ইনসুলিন হরমোনের সঙ্গে উৎসেচকের কাজের সম্পর্ক কী?

উত্তরঃ   ইনসুলিন গ্লুকোকাইনেজ উৎসেচককে সক্রিয় করে ও ফসফোরাইলেজ উৎসেচকের কার্যক্ষমতা কমায়। এ ছাড়া গ্লাইকোজেন সিম্থেটেজ উৎসেচকের সক্রিয়তা বাড়ায়।

প্রশ্নঃ   শ্বসনতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের প্রভাব কী?

উত্তরঃ  শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি করে।

প্রশ্নঃ   হৃদ্‌সংবহনতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের প্রভাব কী?

উত্তরঃ   হৃৎস্পন্দন হার, হৃৎপিণ্ডের সংকোচন বল ও হার্দ উৎপাদন বৃদ্ধি করে।

প্রশ্নঃ   মাসিক যৌনচক্রের ওপর ইস্ট্রোজেনের প্রভাব কী?

উত্তরঃ   ইস্ট্রোজেন মাসিক যৌনচক্রে প্রোলিফারেটিভ দশায় পরিণত ডিম্বথলি গঠনে সাহায্য করে।

প্রশ্নঃ  মাসিক যৌনচক্রের ওপর ইস্ট্রোজেনের প্রভাব কী ?

উত্তরঃ  ইস্ট্রোজেন মাসিক যৌনচক্রে প্রোলিফারেটিভ দশায় পরিণত ডিম্বথলি গঠনে সাহায্য করে।

প্রশ্নঃ   শুক্রাণুর ওপর টেস্টোস্টেরনের প্রভাব কী ?

উত্তরঃ  টেস্টোস্টেরন শুক্রাণুর পরমায়ু ও নিষেক ক্ষমতা বাড়ায় ।

প্রশ্নঃ   হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে ক্ষরিত হরমোনদ্বয়ের নাম লেখো।

উত্তরঃ  অক্সিটোসিন ও ADH/ভেসোপ্রেসিন ।

প্রশ্নঃ   হাইপোথ্যালামাস কীভাবে পিটুইটারি গ্রন্থির সঙ্গে যুক্ত থাকে ?

উত্তরঃ   হাইপোথ্যালামাস—হাইপোফাইসিয়াল পোর্টালতন্ত্র দ্বারা।

প্রশ্নঃ   পিটুইটারি গ্রন্থিনিঃসৃত হরমোনগুলির রাসায়নিক প্রকৃতি কী ?

উত্তরঃ  প্রোটিন/গ্লাইকোপ্রোটিনধর্মী

প্রশ্নঃ   অ্যাড্রিনালিন হরমোনের অপর নাম কী ?

উত্তরঃ   এপিনেফ্রিন।

প্রশ্নঃ   মানবদেহের একটি বিলুপ্তপ্রায় অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো।

উত্তরঃ   থাইমাস গ্রন্থি/পিনিয়াল গ্রন্থি।

প্রশ্নঃ   একটি অক্টাপেপটাইডবিশিষ্ট নিউরোহরমোনের উদাহরণ দাও।

উত্তরঃ   অক্সিটোসিন।

প্রশ্নঃ   জরায়ুর এন্ডোমেট্রিয়াম পুনর্গঠন কোন হরমোনের প্রভাব ঘটে ?

উত্তরঃ  ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন।

প্রশ্নঃ   ACTH-এর টার্গেট গ্রন্থি কী?

উত্তরঃ   অ্যাড্রিনাল গ্রন্থি।

প্রশ্নঃ   কোন্ রাসায়নিক প্রকৃতির হরমোন দ্বিতীয় বাহকের মাধ্যমে কাজ করে ?

উত্তরঃ  প্রোটিন জাতীয় হরমোন।

প্রশ্নঃ   LH-এর অপর নাম কী ?

উত্তরঃ  ICSH বা ইন্টারস্টিসিয়াল সেল-স্টিমুলেটিং হরমোন।

প্রশ্নঃ   কোন্ রাসায়নিক হরমোন জিন সক্রিয়করণের মাধ্যমে কাজ করে ?

উত্তরঃ  স্টেরয়েড জাতীয় হরমোন।

এটিও পড়ুন প্রথম ভারতীয় বাঙালী পুরুষ বিভিন্ন ক্ষেত্রে কে কী ?

প্রশ্নঃ   কোন্ হরমোন প্লাজমা আবরণীর ভেদ্যতা পরিবর্তন করে?

উত্তরঃ   ইনসুলিন

প্রশ্নঃ   কোন্ হরমোন মানবদেহে ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে ?

উত্তরঃ   ACTH |

প্রশ্নঃ   এমন একটি হরমোনের নাম করো যা দেহের সর্বত্র পাওয়া যায় ?

উত্তরঃ   প্রোস্টাগ্ল্যান্ডিন।

প্রশ্নঃ   করপাস লুটিয়াম ও প্লাসেন্টা উভয় স্থান থেকে ক্ষরিত একটি স্ত্রী-যৌন হরমোনের নাম লেখো।

উত্তরঃ  প্রোজেস্টেরন।

প্রশ্নঃ   গ্লুকোজের ওপর ইনসুলিনের একটি প্রভাব উল্লেখ করো।

উত্তরঃ   ইনসুলিন গ্লুকোজের ভাঙন বাড়ায় অথবা গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে।

প্রশ্নঃ   পিটুইটারি থেকে ক্ষরিত একটি গ্লাইকোপ্রোটিনধর্মী হরমোনের নাম লেখো।

উত্তরঃ  FSH/LH/TSH |

প্রশ্নঃ   গয়টারের একটি উপসর্গ উল্লেখ করো।

উত্তরঃ  নেত্রগোলক অক্ষিকোটর থেকে সামনের দিকে ঠেলে বেরিয়ে আসে।

প্রশ্নঃ   দেহের কলাকোশের ওপর ইনসুলিনের প্রভাব উল্লেখ করো।

উত্তরঃ  পেশি, মেদকলা ও যকৃতের কলাকোশের দ্বারা গ্লুকোেজ গ্রহণ, সঞ্চয় ও ব্যবহার প্রক্রিয়াকে উদ্দীপিত করে।

প্রশ্নঃ   রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধিজনিত রোগটির নাম লেখো।

উত্তরঃ   রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধিজনিত রোগটির নাম ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ

প্রশ্নঃ   মাতৃদুগ্ধ নিঃসরণ নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী ?

উত্তরঃ   প্রোল্যাকটিন।

প্রশ্নঃ   ইনসুলিন হরমোনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য কী?

উত্তরঃ   এটি দুটি ক্ষুদ্র পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, যা ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে।

প্রশ্নঃ   দেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধিকারী একটি হরমোনের নাম লেখো।

উত্তরঃ  থাইরক্সিন/টেস্টোস্টেরন/ইস্ট্রোজেন/ইনসুলিন।

প্রশ্নঃ   গ্লুকাগন কোন্ প্রক্রিয়াকে উদ্দীপিত করে না?

উত্তরঃ   পেশির গ্লাইকোজেনোলাইসিস।

প্রশ্নঃ   ডায়াবেটিস মেলিটাসের ফলে কোন্ কোন্ অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয় ?

উত্তরঃ  হৃৎপিণ্ড, বৃক্ক, চোখের রেটিনা।

প্রশ্নঃ   ডায়াবেটিস মেলিটাসের ফলে দেহের অভ্যন্তরে কী পরিবর্তন ঘটে ?

উত্তরঃ   রক্তে গ্লুকোজের উচ্চমাত্রা/যকৃতে অত্যধিক কোলেস্টেরল সংশ্লেষ/দেহে প্রোটিনের হ্রাসপ্রাপ্তি।

প্রশ্নঃ   ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ কী?

উত্তরঃ  বারবার জলপানের ইচ্ছা/বারবার খিদে পাওয়া/বারবার মূত্রত্যাগের উদ্রেক।

প্রশ্নঃ   মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিটি কী ?

উত্তরঃ   থাইরয়েড গ্রন্থি।

প্রশ্নঃ   অ্যাড্রিনাল গ্রন্থিকে কোন্ হরমোন উদ্দীপিত করে ?

উত্তরঃ  ACTH

প্রশ্নঃ   অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী ?

উত্তরঃ  সুপ্রারেনাল গ্রন্থি।

প্রশ্নঃ   ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল নিঃসৃত হরমোনের নাম কী ?

উত্তরঃ   ইস্ট্রোজেন।

প্রশ্নঃ   ইনসুলিনের টার্গেট কোশগুলির নাম লেখো।

উত্তরঃ  যকৃৎ কোশ, সরেখ পেশিকোশ, অ্যাডিপোজ কলা (মেদকলা)।

প্রশ্নঃ   ডিম্বাশয়ের পীতগ্রন্থি নিঃসৃত হরমোনের নাম কী ?

উত্তরঃ   প্রোজেস্টেরন।

প্রশ্নঃ   কোন্ যৌন হরমোন RBC-এর সংখ্যা বৃদ্ধি করে?

উত্তরঃ   টেস্টোস্টেরন।

প্রশ্নঃ   কোন্ যৌন হরমোন গর্ভাবস্থা বজায় রাখে ?

উত্তরঃ   প্রোজেস্টেরন।

প্রশ্নঃ   একটি সাইনারজিস্টিক হরমোনের উদাহরণ দাও।

উত্তরঃ   থাইরক্সিন-STH |

প্রশ্নঃ   একটি অ্যান্টাগোনাস্টিক হরমোনের উদাহরণ দাও।

উত্তরঃ   প্রোজেস্টেরন—ইস্ট্রোজেন।

প্রশ্নঃ   থাইরক্সিন কম ক্ষরিত হলে কী হয় ?

উত্তরঃ   থাইরক্সিন কম ক্ষরিত হলে শিশুদের ক্রেটিনিজ্ম ও বয়স্কদের মিক্সিডিমা নামক রোগ হয়।

প্রশ্নঃ   কোন্ গ্রন্থির অপর নাম সুপ্রারেনাল গ্রন্থি ?

উত্তরঃ   অ্যাড্রিনাল গ্রন্থি।

প্রশ্নঃ   অগ্ন্যাশয় ছাড়া অন্য একটি মিশ্রগ্রন্থির নাম লেখো।

উত্তরঃ   অগ্ন্যাশয় ছাড়া অন্য একটি মিশ্রগ্রন্থির নাম শুক্রাশয়।

প্রশ্নঃ   হরমোনের একটি কার্যপদ্ধতি উল্লেখ করো।

উত্তরঃ   জিন সক্রিয়করণ তথা প্রোটিন সংশ্লেষ।

প্রশ্নঃ   হরমোন কোন দ্বিতীয় বাহকের মাধ্যমে কাজ করে ?

উত্তরঃ   সাইক্লিক AMP/সাইক্লিক GMP।

প্রশ্নঃ   কোন্ হরমোন হৃৎস্পন্দন ও হার্দ-উৎপাদ বৃদ্ধি করে?

উত্তরঃ   অ্যাড্রিনালিন।

প্রশ্নঃ   কোন্ হরমোন সিস্টোলিক রক্তচাপ বাড়ায় ?

উত্তরঃ  অ্যাড্রিনালিন।

প্রশ্নঃ   কোন্ হরমোনকে ক্যাটেকোলামাইন বলে ?

উত্তরঃ   অ্যাড্রিনালিন ও নর-অ্যাড্রিনালিন।

Leave a Reply