নোবেল পুরুস্কার ২০২১ এর তালিকা PDF সহ

২০২১ এর নোবেল পুরুস্কারের তালিকা PDF সহ

 ২০২১ এর নোবেল পুরস্কারঃনরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার ৮ অক্টোবর, ২০২১ তারিখে অসলোতে ঘোষণা করে। “গণতন্ত্র এবং স্থায়ী শান্তির অন্যতম পূর্বশর্ত মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য” এই পুরস্কার পেয়েছেন মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ।[১]

             ২০২১ এর নোবেল পুরুস্কারের তালিকা PDF সহ ?

বিভাগ / ক্ষেত্র বিজয়ীদের নাম এবং নাগরিকত্ব অবদান
চিকিৎসা বিজ্ঞান বা শারীরবিদ্যা ডেভিড জুলিয়াস (মার্কিন যুক্তরাষ্ট্র) এবং আর্দেম প্যাটাপৌসিয়ান (লেবানন) চিকিৎসা বিজ্ঞানে তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কার এর জন্য এইসম্মান পেলেন।
পদার্থবিজ্ঞান সিউকুরো মানাবে (জাপান), ক্লাউস হ্যাসেলম্যান (জার্মানি) এবং জর্জিও প্যারিস (ইতালি) বৈশ্বিক উয়ায়নে পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য
রসায়ন বিজ্ঞান বেঞ্জামিন লিস্ট (জার্মানি) এবং ডেভিড ডাব্লিউ সি ম্যাকমিলন (যুক্তরাজ্য) জৈব অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য
সাহিত্য আব্দুল রাজাক গুনরাহ (তানজিনিয়া) ঔপনিবেশিকতা অনুপ্রবেশের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম, সংস্কৃতি ও মহাদেশীয় পরিসরে শরণার্থীদের সমস্যার কথা সাহসের সঙ্গে তুলে ধরার জন্য এই সম্মান পেলেন।
শান্তি মারিয়া রেসা (ফিলিপিন্স) এবং দিমিত্রি মুরাতভ (রাশিয়া) মত প্রকাশের স্বাধীনতা, যেটা গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত, রক্ষায় তাদের প্রচেষ্টার জন্য এ বছর নোবেল পেয়েছেন এই দুজন সাংবাদিক।
অর্থনীতি ডেভিড কার্ড (কানাডা), জোগুয়া ডি অ্যাঙ্গরিস্ট (মার্কিন যুক্তরাষ্ট্র) এবং গুইডো ডাব্লিউ ইমবেনস (নেদারল্যান্ড) শ্রম অর্থনীতির গবেষণায় অনবদ্য অবদান রাখার জন্য পুরস্কারের অর্ধেক পাবেন অর্থনীতিবিদ ডেভিড কার্ড। অপরদিকে ক্যাজুয়াল সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য পুরস্কারের বাকি অর্ধেক অর্থ যৌথভাবে ভাগ করে নেবেন জোশুয়া ডি. অ্যাংগ্রিস্ট ও নেদারল্যান্ডের অর্থনীতিবিদ গুইডো ডব্লিউ, ইমবেন্স।

এটিও জেনে নিনঃ- পৃথিবীর বৃহত্তম মরুভূমির তালিকা PDF সহ

File Name:২০২১ এর নোবেল পুরুস্কারের তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name :২০২১ এর নোবেল পুরুস্কারের তালিকা PDF সহ,  ২০২১ এর নোবেল পুরুস্কারের তালিকা PDF সহ

Total Page No: 1

PDF File Size: 485 kbps

Download link: [VI] । Download link: [IV]

This Post Has 2 Comments

  1. Pingback: স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভার তালিকা PDF সহ - Kmdinfo- জিকে ব্যাংক

Leave a Reply