You are currently viewing ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History GK

ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History GK

ইতিহাস সম্পর্কিত জিকে

Q|| ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ?

[A] রাজা রামমোহন রায়
[B] দ্বারকা নাথ ঠাকুর
[C] হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
[D] সুভাস চন্দ্র বসু

উত্তর : হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

Q || প্রথম এসিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয় ?

[A] শ্রীলংকা
[B] জাপান
[C] পাকিস্তান
[D] ভারত

উত্তরঃ ভারত

Q|| প্রাচীন ভারতে মগধ রাজ্যের সর্ব প্রথম রাজধানী ছিল ?

[A] রাজগৃহ
[B] বৈশালি
[C] পাটলিপুত্র
[D] বারানসী

উত্তর : রাজগৃহ
Q || ভগবান বুদ্ধ কোথায় মহা নির্বাণ লাভ করেন ?

[A] রাজগির
[B] বুদ্ধগয়া
[C] সারনাথ
[D] কুশিনগর

উত্তর : কুশিনগর

Q || বিখ্যাত চিকিতসক ধন্বন্তরী কোন রাজার রাজ সভায় ছিলেন ?

[A] সমুদ্র গুপ্ত
[B] অশোক
[C] চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
[D] কনিস্ক

উত্তর : চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
Q || চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ন করেন ?

[A] বিক্রমশিলা
[B] তক্ষশিলা
[C] নালন্দা
[D] হুনান

উত্তর : বিক্রমশিলা
Q || ইউরোপীয় দের মধ্যে করা বানিজ্যের উদ্দেশে প্রথম ভারতে আসে ?

[A] ইংরেজ
[B] পর্তুগিজ
[C] ওলন্দাজ
[D] ফরাসী

উত্তর : পর্তুগিজ
Q || কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন কে ?

[A] ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
[B] উইলিয়াম কেরী
[C] অমরেন্দ্র নাথ বসু
[D] রাজা রামমোহন রায়

উত্তর: রাজা রামমোহন রায়

Q || ব্রিটিস শাসনে প্রথম বাংলা ভাগ হয় কবে ?

[A] ১৯১০ সালে
[B] ১৯০৫ সালে
[C] ১৯১২ সালে
[D] ১৯১৫ সালে

উত্তর : ১৯০৫ সালে

Q|| কুমারসম্ভবম মহা কাব্য রচনা করেন ?

[A] বানভট্ট
[B] কালিদাস
[C] হরিসেন
[D] রাইসেন

উত্তর : কালিদাস

Leave a Reply