You are currently viewing কারেন্ট অ্যাফেয়ার্স- আগস্ট – সেপ্টেম্বর, 2020

কারেন্ট অ্যাফেয়ার্স- আগস্ট – সেপ্টেম্বর, 2020

কারেন্ট অ্যাফেয়ার্স (সাম্প্রতিক ঘটনাবলী) সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর। জানা থাকলে বিভিন্ন পরীক্ষায় কাজা আসবে।

কারেন্ট অ্যাফেয়ার্স- আগস্ট – সেপ্টেম্বর , 2020

  •  ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধুমাত্র নিজস্ব রাজ্যের ছেলেমেয়েদের সরকারি চাকরি দেওয়ার কথা ঘােষণা করলেন – মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
  • সারা দেশে গ্রিন হাইওয়ে তৈরির সুবিধার্থে ‘ন্যাশনাল হাই ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া’ (NHAI) সম্প্রতি কোন মোবাইল অ্যাপ চাল করল হরিত পথ।
  • ‘Am 1?’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার জন্য, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এর (NFDC) সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রের মাধ্যমে আয়ােজিত, অনলাইন দেশপ্রেমমূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় কে সম্প্রতি প্রথম স্থান পেলেন অভিজিৎ পাল।
  • ভারতে সুন্দরবন দিবস’ কবে পালিত হয় – ২১ আগস্ট। ৫৪। ভারতের নির্বাচন কমিশনার, হিসাবে সম্প্রতি কে মনােনীত হলেন রাজীব কুমার।
  • করোনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে, কে সম্প্রতি ‘করোনা ফাইটারস’ নামে ভিডিও গেম লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. হর্ষ বর্ধন।
  • ভারতের কোন শহরে সম্প্রতি টাইমস ইন্ডিয়া শো রুমের উদ্বোধন হল – মুম্বই।
  • কোন দেশ সম্প্রতি ভারতের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষর করল – ইজরায়েল।
  • গোয়ার রাজ্যপাল হিসাবে সম্প্রতি কে শপথ নিলেন – ভগৎ সিং কস্যারী।
  • জনগণকে কর্মসংস্থানের খবর দিতে, কোন সংস্থা সম্প্রতি কর্ম ও জবস নামে অ্যাপ চালু করল গুগল।
  • ফার্টিলাইজারস অ্যাসােসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে সম্প্রতি কে মনোনীত হলেন- কিশোর রাংতা।
  •  ‘বিশ্ব মশা দিবস’ কবে পালিত ২০ আগস্ট (এবছরের থিম ম্যালেরিয়া)।
  • তিরুনাগরি রামানুজম, যিনি ২০২০ সালে ‘দাসারাধি পুরস্কার পেলেন, তিনি ভারতের কোন রাজ্যের লেখক – তেলেঙ্গানা।
  • Full Spectrum India’s Wars, 1972-2020′ বইটির লেখক কে –  অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল অর্জুন সুব্রমণিয়াম।
  • পশ্চিমবঙ্গে কোন দিনটিকে পুলিশ দিবস হিসাবে পালন করা হবে বলে সম্প্রতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -১ সেপ্টেম্বর।
  •  সাম্প্রতিক অটল ইনােভেশন র্যাঙ্কিংএ সম্প্রতি প্রথম স্থান পেল কোন শিক্ষা প্রতিষ্ঠান আই.আই.টি মাদ্রাজ।
  • বর্ডার সিকিউরিটি ফোর্স’এর (BSF) ডিরেক্টর জেনারেল এখন কে রাকেশ আস্তানা।
  • ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি স্কুল শিক্ষার্থীদের জন্য পাধাই তুহার পড়া’ প্রকল্প চালু করার কথা ঘােষণা করলেন – ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
  •  ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস কবে পালিত হয় – ১৯ আগস্ট।
  •  মহারাষ্ট্রের মুম্বইতে অবস্থিত, ভারতীয় স্বল্প মূল্যের বিমান সংস্থা গিয়ার এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনােনীত হলেন – কৌশিক খােনা।
  • গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসওয়ের নাম রাখা হবে কোন ব্যক্তির নামে – ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নামে (নতুন নাম হবে শ্রী অটল বিহারী বাজপেয়ী চম্বল প্রােগ্রেসওয়ে’)।
  •  লেবানন গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সম্প্রতি মােট কত টন জরুরি সহায়তা পাঠালাে ভারত – ৫৮ টন (লেবাননের বেইরুটে গ্যাস দুর্ঘটনায় দায়ী গ্যাসটি হল অ্যামােনিয়াম নাইট্রেট)।
  •  ভারতের কোন রাজ্যে সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ পিয়ার সেতু (স্তম্ভের ওপর তৈরি সেতু) তৈরি করল ভারতীয় রেল – মণিপুর (মণিপুরের ননে জেলার ইজাই নদীর ওপর তৈরি এই সেতুটি মাটি থেকে ১৪১ মিটার উঁচু তে অবস্থিত। ৭০৩ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই সেতুটি জিরিরাম তুপুল-ইম্ফল প্রকল্পের অংশ হিসাবে তৈরি হয়েছে। ২০২২ সালে সেতুটি উদ্বোধন হবে)।
  • সম্ভাবনা দিবস’ কবে পালিত হয় ২০ আগস্ট।
  • ‘বিশ্ব মানবিক দিবস কবে পালিত হয় — ১৯ আগস্ট (এবছরের থিম  #রিয়াললাইফহিরােস’)।
  • বিশ্ব প্রবীণ নাগরিক দিবস’ কবে পালিত হয় – ২১ আগস্ট।
  •  ‘Who painted my lust red’ বইটির লেখক কে – শ্রী আইয়ার।
  • ‘One Arranged Murder বইটির লেখক কে – চেতন ভগত।
  • ভারতের কোন রাজ্য সরকার, ৩১ অক্টোবর থেকে সমুদ্র বিমান পরিষেবা চালু করতে চলেছে গুজরাত (এই – ব্যবস্থার মাধ্যমে আহমেদাবাদে সবরমতী নদীর সম্মুখ থেকে স্ট্যাচু অফইউনিটি’ পর্যন্ত খুব সহজেই যাতায়াত করা যাবে। এই পরিষেবা দেবে ‘স্পাইসজেট এয়ারলাইন্স)।
  •  সম্প্রতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় (৮৪ বছর) ভারতের কত তম রাষ্ট্রপতি ছিলেন ১৩ তম (২০১২ সালের ২৫ জুলাই থেকে ২০১৭ সালের ২৫ জুলাই পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি)।
  • জুরিখ চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আইকন পুরস্কার পেলেন জুলিয়েত্তে বিনােচে। তিনি কোন দেশের অভিনেত্রী – ফ্রান্স (ফরাসি কমেডি চলচ্চিত্র How to Be a Good Wife জন্য এই পুরস্কার পেলেন তিনি)।
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামােদরদাস মােদীর জন্ম বার্ষিকী কোন সপ্তাহ হিসাবে পালন করবে ভারতীয় জনতা দল:সেবা সপ্তাহ (১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হবে এই সপ্তাহ। এই সপ্তাহ পালনের সময় ভারতীয় জনতা দল’ সব গরিব মানুষদের মাস্ক, ওষুধ ও স্যানিটাইজার দেবে)।
  • সম্প্রতি ভারতের কোন রাজ্যে বিখ্যাত ওনাম’ উৎসব পালিত হল -কেরালা।
  •  করোনা মহামারীর কারণে রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলা কাভকাজ ২০২০ সেনা মহড়ায় কোন দেশ অংশ নেবে না ভারত।
  •  কোন দেশ সম্প্রতি, পাকিস্তান নৌবাহিনীর জন্য Type-054 শ্রেরি উন্নত ধরণের যুদ্ধ জাহাজ চালু করল চিন (এই জাহাজ তৈরি করেছে চিনের শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানি লিমিটেড’)।
  • ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি মেজর ধ্যানচাঁদ বিজয়পথ যোজনা চালু করল – উত্তর প্রদেশ (এই যােজনার আওতায়, রাজ্যের ১৯ জন আন্তর্জাতিক খেলোয়াড়ের বাড়িগুলিকে প্রধান সড়ক পথের সঙ্গে যুক্ত করা হবে)।
  •  অবসরভাতা ভােগীদের জন্য, কোন প্রতিরক্ষা বিভাগ সম্প্রতি পেনশনার্স কর্নার নামে মোবাইল অ্যাপ চালু করল – সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স।
  • অন্ধ্রপ্রদেশ, তেলুগু ভাষা দিবস’কবে পালিত হয় ২৯ আগস্ট (তেলুগু লেখক গিদুগু ভেঙ্কটা রমামূর্তির জন্মবার্ষিকীতে এই দিনটি পালিত হয়)।
  • ছােট শিল্প দিবস কবে পালিত হয়। – ৩০ আগস্ট।
  •  ভারতের কোন রাজ্য সম্প্রতি ‘প্রতীক্ষা নামে সামুদ্রিক অ্যাম্বুলেন্স চালু করল – কেরালা (৬.০৮ কোটি টাকা ব্যয়ে তৈরি এইসব অ্যাম্বুলেন্স, সমুদ্র দুর্ঘটনার সময় জেলেদের জীবন বাঁচাতে তৈরি করা হয়েছে)।
  • সম্প্রতি প্রয়াত বিখ্যাত ব্যাক প্যান্থার’ চলচ্চিত্রাভিনেতা চাডউইক ব্যাটসম্যান (৪৩ বছর) কোন দেশের অভিনেতা ও প্রযােজক ছিলেন – মার্কিন যুক্তরাষ্ট্র।
  • কে সম্প্রতি Chunauti’ নামে নেক্সট জেনারেশন স্টার্টআপ চ্যালেঞ্জ কনটেস্ট’ চালু করলেন – কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ)।
  • ভারতের কোন শহরে সম্প্রতি ২ দিন ব্যাপী “বিশ্ব উর্দু সম্মেলন অনুষ্ঠিত হল – নয়াদিল্লি
  • কোভিড-১৯’টিকা পাওয়ার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট এর সঙ্গে চুক্তি করল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস’। এটি কোন দেশের সংস্থা বাংলাদেশ।
  • শারীরিকঅসুস্থতার কারণে, শিনজো আবে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন- জাপান।
  • ২০২০ সালে কে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন – ডাচ লেখিকা মারিয়েকে লুকাস রিজনেভেল্ড (প্রথম উপন্যাস The Discomfort of Evening’ উপন্যাসের জন্য এই পুরস্কার পেলেন তিনি। বিশ্বের কনিষ্ঠতম লেখিকা হিসাবে মাত্র ২৯ বছর বয়সে এই পুরস্কার পেলেন)।
  • ভারতের কোন রাজ্য/. কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি হেলদি বডি, হেলদি মাইন্ড নামে ফিটনেস প্রচার চালু করল – দিল্লি (এই প্রচারের আওতায়, একটি ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে, যেটিতে প্রতি বুধবার শরীর ফিট রাখার জন্য পরামর্শ দেওয়া হবে ছাত্রছাত্রীদের)।
  •  ২০২০ সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা কত বছর সম্পূর্ণ করল ৬ বছর (২০১৪ সালের ২৮ আগস্ট এটি চালু হয়েছিল। এই যােজনার আওতায় দেশজুড়ে ৪০ কোটি ৩৫ লাখ ব্যাংক অ্যাকাউন্ট খােলা হয়েছে যার মধ্যে ৬৩% অ্যাকাউন্ট হােল্ডার গ্রামে বাস করেন)।
  • ব্যুরাে অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে- পোষা পাধি।
  •  এন.সি.সি ক্যাডেটদের অনলাইন ট্রেনিং দিতে, কে সম্প্রতি ‘ডিজিএনসিসি ট্রেনিং’ মোবাইল অ্যাপ চালু করল রাজনাথ সিং-  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।
  • করোনা মহামারীতে অবসাদগ্রস্ত ব্যক্তিদের মানসিক উন্নতির জন্য, কোন কেন্দ্রীয় মন্ত্রক সম্প্রতি ‘কিরণ’ নামে হেল্পলাইন চালু করেছে সামাজিক – ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক (নম্বরটি হল ১৮০০-৫৯৯-০০১৯)।

Leave a Reply