You are currently viewing জীবন্ত জীবাশ্ম সংক্রান্ত প্রশ্ন উত্তর

জীবন্ত জীবাশ্ম সংক্রান্ত প্রশ্ন উত্তর

জীবন্ত জীবাশ্ম সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে জীবন্ত জীবাশ্ম সংক্রান্ত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে জীবন্ত জীবাশ্ম সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত পুরো নাম – শব্দ সংক্ষেপ

জীবন্ত জীবাশ্ম সংক্রান্ত প্রশ্ন উত্তর

জীবন্ত জীবাশ্ম :

  • অমেরুদন্ডী-লিমিউলাস, রাজকাকড়া
    মেরুদন্ডী – স্ফেনোডন, সিলাকান্থ, মাছ।
  • যোগ্যতমের উদবর্তন কে প্রবর্তন করেন?
    উত্তরঃ- – ডারউইন।
  • মিউটেশন তত্ত্ব’ কে আবিষ্কার করেন
    উত্তরঃ- – দ্য ভ্রিস।
  • অরিজিন অ স্পিসিস বাই মিন অব ন্যাচারপি সিলেকশন বইটি কে লেখেন?
    উত্তরঃ- – ডারউইন এর লেখা।
  • ‘প্রাকৃতিক নির্বাচন বাদ” কে প্রবর্তন করেন
    উত্তরঃ- – ডারউইন।
  • জার্মপ্লাজম বাদ কে প্রবর্তন করেন?
    উত্তরঃ– ভাইসম্যান।
  • অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন’ কে প্রবর্তন করেন?
    উত্তরঃ- – ল্যামার্ক
  • জীবের জীবনকালে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে’ কে প্রবর্তন করেন?
    উত্তরঃ- – ভাইসম্যান।
  • অঙ্গের ব্যবহার ও অব্যবহার’-এর মতবাদ কে?
    উত্তরঃ- ল্যামার্ক।
  • জীবাশ্মের এর নাম কী?
    উত্তরঃ- আর্কিওপ্টেরিক্স।
  • লুপ্তপ্রায় অঙ্গ নাম কী?
    উত্তরঃ- উদ্ভিদের ক্ষেত্রে কাজুবাদামের পুংকেশর এবং নারকেলের গর্ভকেশর লুপ্তপ্রায় অঙ্গ।

এগুলিও পড়ুন

ট্যাগঃ

জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ, বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম, জীবন্ত জীবাশ্ম english, জীবাশ্ম কাকে বলে, বাংলাদেশের জীবন্ত জীবাশ্ম, জীবাশ্মের সংজ্ঞা, অমেরুদন্ডী জীবন্ত জীবাশ্ম, জীবাশ্ম অর্থ

Leave a Reply