You are currently viewing টি ২০ বিশ্বকাপ 2021 এর পরিসংখ্যান GK

টি ২০ বিশ্বকাপ 2021 এর পরিসংখ্যান GK

টুয়েন্টি ২০ বা টি২০ (Twenty20, T20) ক্রিকেট খেলার সংক্ষিপ্ততম সংস্করণ হিসেবে বিবেচিত। ২০০৩ সালে ইংল্যান্ডে আন্তঃকাউন্টি ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে এর শুভসূচনা ঘটে।

এ খেলার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিকেট খেলাকে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা। পাশাপাশি মাঠে দর্শকদেরকে কাছে টেনে আনা কিংবা টেলিভিশনের পর্দায় দর্শকদেরকে নির্মল আনন্দ উপহার দেয়া। বর্তমানে এ ধরনের ক্রিকেট খেলা বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সংক্ষিপ্ততম সংস্করণ হিসেবে টি২০ খেলার ধরনকে শুরুতে গ্রহণ করেনি।

টি ২০ বিশ্বকাপ 2021 এর পরিসংখ্যান

  • “চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
  • রানার্স আপ: নিউজিল্যান্ড
  • ফাইনাল সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
  • টুর্নামেন্ট সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • দলীয় সর্বোচ্চ: ভারত ২১০/২ (বনাম আফগান-ই-স্তান)
  • দলীয় সর্বনিম্ন: নেদারল্যান্ডস ৪৪ অলআউট (বনাম শ্রীলঙ্কা)
  • ম্যাচে সর্বোচ্চ রান (২ ইনিংস মিলে): দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ৩৬৮/১০ (৪০)
  • ম্যাচে সর্বনিম্ন রান: নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ৮৯/১২ (১৭.১)
  • সর্বোচ্চ ব্যবধানে জয় (রানের হিসাবে): আফগান-ই-স্তান, ১৩০ রান বনাম স্কটল্যান্ড
  • দ্রুততম রান তাড়া করে জয় (বলের হিসাবে): অস্ট্রেলিয়া, ৬.২ ওভার বনাম বাংলাদেশ
  • টুর্নামেন্টে সর্বোচ্চ রান: বাবর আজম, ৩০৩ রান
  • টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি: ওয়ানিন্দু হাসারাঙ্গা, ১৬ উইকেট
  • ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: জস বাটলার, ১০১ বনাম শ্রীলঙ্কা
  • সর্বোচ্চ ব্যাটিং গড়: জস বাটলার, ৮৯.৬৬
  • সেরা বোলিং ফিগার: অ্যাডাম জাম্পা, ৫/১৯ বনাম বাংলাদেশ
  • সর্বোচ্চ জুটি: বাবর আজম-মহম্মদ রিজওয়ান ১৫২ বনাম ভারত
  • ১০ উইকেটের জয়: ২টি

ওমান- ১৩১/০ বনাম পাপুয়া নিউগিনি

পাক-ই-স্তান- ১৫২/০ বনাম ভারত

” হ্যাটট্রিক: ৩টি

কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) বনাম নেদারল্যান্ডস

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) – বনাম দক্ষিণ আফ্রিকা

কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) – বনাম ইংল্যান্ড

ফাইফার: ২টি

মুজিব-উর-রহমান: ৫/২০ বনাম স্কটল্যান্ড

অ্যাডাম জাম্পা: ৫/১৯ বনাম বাংলাদেশ

  • সংক্ষিপ্ততম ইনিংস (বলের হিসাবে): নেদারল্যান্ডস, ১০ ওভার বনাম শ্রীলঙ্কা
  • সংক্ষিপ্ততম ম্যাচ (বলের হিসাবে): নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা, ১৭.১ ওভার
  • চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
  • রানার্স আপ: নিউজিল্যান্ড
  • ফাইনাল সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
  • টুর্নামেন্ট সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • দলীয় সর্বোচ্চ: ভারত ২১০/২ (বনাম আফগান-ই-স্তান)
  • দলীয় সর্বনিম্ন: নেদারল্যান্ডস ৪৪ অলআউট (বনাম শ্রীলঙ্কা)
  • ম্যাচে সর্বোচ্চ রান (২ ইনিংস মিলে): দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ৩৬৮/১০ (৪০)।
  • “ম্যাচে সর্বনিম্ন রান: নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ৮৯/১২ (১৭.১)
  • সর্বোচ্চ ব্যবধানে জয় (রানের হিসাবে): আফগান-ই-স্তান, ১৩০ রান বনাম স্কটল্যান্ড
  • দ্রুততম রান তাড়া করে জয় (বলের হিসাবে): অস্ট্রেলিয়া, ৬.২ ওভার বনাম বাংলাদেশ
  • টুর্নামেন্টে সর্বোচ্চ রান: বাবর আজম, ৩০৩ রান
  • টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি: ওয়ানিন্দু হাসারাঙ্গা, ১৬ উইকেট
  • ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: জস বাটলার, ১০১ বনাম শ্রীলঙ্কা
  • সর্বোচ্চ ব্যাটিং গড়: জস বাটলার, ৮৯.৬৬
  • সেরা বোলিং ফিগার: অ্যাডাম জাম্পা, ৫/১৯ বনাম বাংলাদেশ
  • সর্বোচ্চ জুটি: বাবর আজম-মহম্মদ রিজওয়ান ১৫২ বনাম ভারত

এটিও পড়ুন – জীব বিজ্ঞান সংক্রান্ত 50 টি যন্ত্রের ব্যবহার

ট্যাগঃ টি ২০ বিশ্বকাপ 2021 এর পরিসংখ্যান GK, Free Download টি ২০ বিশ্বকাপ 2021 এর পরিসংখ্যান GK

Leave a Reply