You are currently viewing পৃথিবীর বিভিন্ন দেশের ডাকটিকিট এর নাম তালিক PDF সহ
ডাকটিকিট

পৃথিবীর বিভিন্ন দেশের ডাকটিকিট এর নাম তালিক PDF সহ

ডাকটিকিট একখন্ড কাগজ যা ডাক মাসুল হিসেবে ব্যবহৃত হয়। নানা বর্ণের এই ডাক টিকিট গুলোতে ফুটে ওঠে দেশের ইতিহাস ঐতিহ্যসংস্কৃতিবরেণ্য ব্যক্তিত্ব, ইত্যাদি বিষয় ফুটে ওঠে। প্রতিটি দেশের ডাক ব্যবস্থায় ডাক-টিকিটের ব্যবহার আছে। তাই প্রতি বছর প্রচুর পরিমাণ ডাকটিকেট প্রকাশ পায়।

পৃথিবীর বিভিন্ন দেশের ডাকটিকিট এর নাম তালিক

দেশ ডাক টিকিটে দেওয়া নাম
সোমালিয়া BENADIR
লেবানন GRAND LIBAN
সুইজারল্যান্ড HELVETIA
পোল্যান্ড POLSKA
হাঙ্গেরি MAGYAR POSTA
জার্মানি DEUTSCHE POST
মরক্কো MAROC
লাইবেরিয়া INLAND
গ্রিস HELLAS
ফিনল্যাণ্ড SUOMI
সুইডেন SVERIGE
রাশিয়া MAPKKA

 

এটিও জেনে নিন- ভারতের প্রথম ডাক পরিষেবা কখন ও কিভাবে শুরু হয়। 

Leave a Reply