You are currently viewing ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা

ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা

ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা: এই পোষ্টে ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা শেয়ার করা হল। বিভিন্ন প্রতিযোগিতা মূলক এবং চাকুরী পরীক্ষায় ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা কাজে আসবে। নিম্নে ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা PDF সহ শেয়ার করা হল-

ভারতের নদীসমূহ ভারতবাসীর জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। পানীয় জল, সুলভ যাতায়াত ব্যাবস্থা, বিদ্যুৎ উৎপাদন এবং জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে, নদীগুলির ভূমিকা অনস্বীকার্য। ভারতের প্রায় সকল প্রধান শহরগুলি,নদীর তীরে কেন অবস্থিত,এর সহজে ব্যাখ্যা হিসাবেই জন-জীবনে এদের গুরুত্ব অনুধাবন করা যায়। আবার,হিন্দু ধর্মানুসারে নদীগুলির বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং দেশের হিন্দু জনগোষ্ঠীর নিকট নদীগুলি পবিত্র বলে পূজিত হয়।

ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা

শহরের নাম নদী নাম রাজ্যের নাম
শ্রীনগর ঝিলম জম্মু ও কাশ্মীর
দিল্লী যমুনা। দিল্লি
লুধিয়ানা। শতদ্রু পাঞ্জাব।
 সম্বলপুর মহানদী। ওড়িশা
কটক মহানদী। ওড়িশা
ডিব্ৰুগড় ব্রহ্মপুত্র আসাম।
 গুয়াহাটি ব্রহ্মপুত্র আসাম।
 কলকাতা। হুগলি পশ্চিমবঙ্গ
ভাগলপুর গঙ্গা বিহার
পাটনা। গঙ্গা বিহার
আহমেদাবাদ। সবরমতী গুজরাট
সুরাট তাপ্তি গুজরাট
এলাহাবাদ গঙ্গা-যমুনার সংযোগস্থল। উত্তরপ্রদেশ
বেনারস গঙ্গা উত্তরপ্রদেশ
অযোধ্যা সরযূ। উত্তরপ্রদেশ
লক্ষ্ণৌ গোমতী উত্তরপ্রদেশ
বদ্রীনাথ গঙ্গা উত্তরপ্রদেশ
আগ্রা | যমুনা। উত্তরপ্রদেশ
 কানপুর। গঙ্গা উত্তরপ্রদেশ
 হরিদ্বার। গঙ্গা উত্তরাঅঞ্চল
 জব্বলপুর। নর্মদা মধ্যপ্রদেশ
 হায়দ্রাবাদ মুসী অন্ধপ্রদেশ
বিজয়ওয়াড়া কৃয়া। অন্ধপ্রদেশ
নাসিক গোদাবরী। মহারাষ্ট্র ।
কোটা চম্বল রাজস্থান।
লুধিয়ানা। শতদ্রু পাঞ্জাব।
 জামসেদপুর। সুবর্ণরেখা। ঝাড়খণ্ড
 তিরুচিরাপল্লী। কাবেরী তামিলনাড়ু

এগুলিও পড়ুন

ডাউনলোড 

PDF – ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদীর তালিকা

Leave a Reply