You are currently viewing ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ সমূহ

ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ সমূহ

ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ সমূহঃ জেনে নিন ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ সমূহ, ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ সমূহ এর তথ্য, PDF ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ সমূহ, ডাউনলোড ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ সমূহ। এটিও পড়ুন – ভারতের অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

পর্বতের নাম  ও উচ্চতম শৃঙ্গ নাম

প্রশ্নঃ-  মৈকাল / মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী?
উত্তরঃ – অমর কন্টক (১,০৫৭ মিটার)
প্রশ্নঃ- ছোটনাগপুর মালভূমি উচ্চতম শৃঙ্গের নাম কী?-
উত্তরঃ – পরেশনাথ পাহাড় (১,৩৬৬ মিটার)

প্রশ্নঃ- সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী? –
উত্তরঃ – ধূপগড় (১,৩৫০ মিটার)

প্রশ্নঃ- মিকির পাহাড় এর উচ্চতম শৃঙ্গের নাম কী? –
উত্তরঃ – ডামবুকচো (১,৩৬৩ মিটার)
প্রশ্নঃ- গারো পাহাড় এর উচ্চতম শৃঙ্গের নাম কী? –
উত্তরঃ – নারিকা (১,৪১২ মিটার)

প্রশ্নঃ- পূর্বঘাট (উত্তর) পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী?
উত্তরঃ – মহেন্দ্রগিরি (১,৫০১ মিটার) (উত্তর পূর্বঘাট)
প্রশ্নঃ- পূর্বঘাট (দক্ষিণ) পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী?
উত্তরঃ – বিলিগিরিরঙ্গন (১,৭৫০ মিটার) (দক্ষিণ পূর্বঘাট)
প্রশ্নঃ- আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী? –
উত্তরঃ – গুরুশিখর (১,৭২২ মিটার)।

প্রশ্নঃ- বাবাবুদান পাহাড় এর উচ্চতম শৃঙ্গের নাম কী?
উত্তরঃ – মুলানগিরি (১,৯২৩ মিটার)
প্রশ্নঃ- শিলং পাহাড় এর উচ্চতম শৃঙ্গের নাম কী? –
উত্তরঃ – শিলং শৃঙ্গ (১,৯৬১ মিটার)
প্রশ্নঃ- পশ্চিমঘাট (পূর্ব ও পশ্চিম)  পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী? –
উত্তরঃ – অগস্ত্যকূটম (২,০৪৪ মিটার), কলসুবাই
প্রশ্নঃ- নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী? –
উত্তরঃ – দোদাবেতা (২,৬৩৭ মিটার)

প্রশ্নঃ- আন্নামালাই পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী?
উত্তরঃ – আনাইমুদি (২,৬৯৫ মিটার)
প্রশ্নঃ- কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী?
উত্তরঃ – গডউইন অস্টিন (৮,৬১১ মিটার)
প্রশ্নঃ- মিশমি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী?
উত্তরঃ – দাফাবুম (৪,৫৭৯ মিটার)
প্রশ্নঃ- নাগা পাহাড় এর উচ্চতম শৃঙ্গের নাম কী?
উত্তরঃ – সারামতী।

এগুলি পড়ুন –

This Post Has One Comment

Leave a Reply