You are currently viewing ভারতের পারমাণবিক গবেষণার সময় তালিকা PDF সহ
পারমাণবিক গবেষণার

ভারতের পারমাণবিক গবেষণার সময় তালিকা PDF সহ

পারমাণবিক গবেষণার (Nuclear research) : ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র (BARC) – হচ্ছে ভারতের একটি প্রথম সারির পারমাণবিক গবেষণা কেন্দ্র যার সদর দফতর ট্রমবে, মুম্বাইমহারাষ্ট্রতে অবস্থিত। বিএআরসি একটি বহু বিভাগীয় গবেষণা কেন্দ্র যার অবকাঠামো

পারমাণবিক গবেষণার সময় সারণীর তালিকা

সময় বিবরণ
১২ মার্চ ১৯৯৪ হোমি জাহাঙ্গীর ভাবা শ্রী দোরাবজী টাটাকে পারমানবিক গবেষণা শুরু করার জন্য চিঠি লিখলেন।
১৯ ডিসেম্বর ১৯৪৫ মুম্বাইতে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের উদ্বোধন।
১০ অগাস্ট ১৯৪৮ অ্যাটমিক এনার্জি কমিশন গঠন।
২৯ জুলাই ১৯৪৯ রেয়ার মিনারেলস্ সার্ভে গঠন এবং পরে এই ইউনিট অ্যাটমিক মিনারেলস্ ডিভিশনে পরিবর্তিত হয়।
৩ অগাস্ট ১৯৫৪ ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি গঠন।
৪ অগাস্ট ১৯৫৬ এশিয়ার প্রথম রিসার্চ রিঅ্যাক্টার-অপ্সরার সফল উদ্বোধন।
২০ জানুয়ারি ১৯৫৭ ট্রম্বেতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অ্যাটমিক এনার্জি এসটাবলিশমেন্ট” উদ্বোধন করেন।
৩০ জানুয়ারি ১৯৫৯ ট্রম্বের ইউরেনিয়াম মেটাল প্লান্ট-এর ইউরেনিয়াম উৎপাদন শুরু।
২২ জানুয়ারি ১৯৬৫ প্লুটোনিয়াম প্ল্যান্টের উদ্বোধন।
২২ জানুয়ারি ১৯৬৭ অ্যাটোমিক এনার্জি এস্টাবলিশমেন্ট-এর পূর্ণনামকরণ হয়-‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’।
৪ অক্টোবর ১৯৬৭ বিহারের যদুগোড়াতে ইউরেনিয়াম করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয়।
৩১ ডিসেম্বর ১৯৬৮ হায়দ্রাবাদে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স স্থাপিত হয়।
১২ মার্চ  ১৯৬৯ কালপক্কমে রিঅ্যাক্টার রিসার্চ সেন্টার-এর উদ্বোধন, পরে ১৯৮৫ সালে ১৮ই ডিসেম্বর এর নাম ইন্দিরা গান্ধি সেন্টার অফ অ্যাটমিক রিসার্চ’।
২ অক্টোবর ১৯৬৯ তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু।
১৮ মে ১৯৭৪ রাজস্থানের পোখরানে প্রথম শান্তিপূর্ণভাবে ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ করা হয়।
১৫ নভেম্বর ১৯৮৩ অ্যাটমিক এনার্জি রেগুলেটরী বোর্ড-এর গঠন।
২৭ জানুয়ারি ১৯৮৪ মাদ্রাজে কালাপক্কমে ইউনিট-১ এর প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু, ইউনিট-২ এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২১শে মার্চ, ১৯৮৬তে।
১৯ ফেব্রুয়ারি ১৯৮৪ সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি’র-ইন্দোরে উদ্বোধন।
২৪ অক্টোবর ১৯৯১ ১৯৮৯ সালে ১২ই মার্চে ইউনিট-১ এর পর নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশনের ইউনিট-২ চালু।
১৬ ডিসেম্বর ১৯৮৫ কালাপক্কম FB TR জাতির উদ্দেশ্যে সমর্পন।
১০ জুন ১৯৯৫ পৃথিবী ব্যাপি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন চালনার ক্ষেত্রে ভারত ১১তম স্থান অধিকার করে।
১১ মে ১৯৯৮ ভারত P-5 দলে যোগ দেয়।

 

এটিও পড়ুন-

ট্যাগঃ পারমাণবিক গবেষণার , পারমাণবিক গবেষণার এর তালিকা।

This Post Has One Comment

Leave a Reply