You are currently viewing প্যান কার্ড ডাউনলোড ও রিপ্রিন্ট যেভাবে করবেন Latest 2020

প্যান কার্ড ডাউনলোড ও রিপ্রিন্ট যেভাবে করবেন Latest 2020

প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো পাননি, বা হায়িয়ে গেছে কিংবা নতুন ই-প্যান কার্ড চান? তাদের জন্য প্যান কার্ড ডাউনলোড ও রিপ্রিন্ট যেভাবে করবেন এই পোষ্ট। প্যান কার্ড ডাউনলোড ও রিপ্রিন্ট যেভাবে করবেন এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন কীভাবে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারেবন।

প্যান কার্ড

প্যান কার্ড রিপ্রিন্ট করার জন্য আবেদন করবেন কী ভাবে? (Request for Reprint of PAN Card )

  • nsdl এবং ইউটিআইটিএসএল (utiitsl) -এর পোর্টালে গিয়ে ‘রিপ্রিন্ট প্যান কার্ড’ অপশনে যেতে হবে। যদি প্যান কার্ডে উল্লেখ থাকা তথ্যে কোনও বদল আপনি না চান, তবেই এই পদ্ধতিতে রিপ্রিন্ট করতে পারেন।
  • PAN কার্ড রিপ্রিন্ট করাতে খরচ হবে মাত্র ৮.২৬ টাকা।
  • এমনিতে প্যান কার্ড বৈধ পরিচয়পত্র হিসেবে গৃহীত হলেও ঠিকানার প্রমাণপত্র নয়। তবে প্যান কার্ডে যে ঠিকানার উল্লেখ থাকে, সেই ঠিকানাতেই নতুন কপি আসবে।
  • আবেদন করার সময় নিজের প্যান কার্ড নম্বর এবং সাল সহ জন্মের মাস এবং তারিখ উল্লেখ করতে হবে আপনাকে। এনএসডিএল মারফত আবেদন করলে আপনার আধার নম্বর উল্লেখ করাও বাধ্যতামূলক।

এটিও পড়ুন – প্যান কার্ডের জন্য অনলাইন আবেদনের পদ্ধতি Latest 2020

ই-প্যান কার্ড

আয়কর দফতরের নতুন নিয়ম অনুযায়ী, প্যান কার্ডের হার্ড কপিই জমা দিতে বা দেখাতে হবে, এমনটা বাধ্যতামূলক নয়। সফট কপি অর্থাৎ ই-প্যান কার্ডেও কাজ চলতে পারে। কিন্তু সেখানে হার্ড কপির স্ক্যান করা প্যান কার্ড গ্রাহ্য হবে না।

কীভাবে পাবেন ই- প্যান কার্ড

  • প্রথমে onlineservices.nsdl.com  এই ওয়েবসাইট এ গিয়ে যাবতীয় তথ্য দিতে হবে যেমন- ১) পুরনো প্যান কার্ড নাম্বার  ২) আপনার আঁধার নাম্বার ৩) এবং জন্ম মাস ও বছর।
  • উক্ত তথ্য গুলি সঠিক ভাবে পূর্ণ করে ক্যাপচা কোড দেওয়ার পর Submit বটানে ক্লিক করতে হবে।
  • এরপর মোবাইল কিংবা ইমেল এ একটি OTP আসবে।
  • এরপর সার্ভিস চার্জ পে করা হলে আপনি Acknowledgement Number পাবেন। ঐ Acknowledgement Number দিয়ে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।
  • ই-প্যান ডাউনলোড করার জন্য প্রথমে  https://www.onlineservices.nsdl.com/paam/MPanLogin.html এই ওয়েব সাইট যেতে হবে।
  • এর পর Acknowledgement Number ও ক্যাপচা কোড দিয়ে Submit করলে মোবাইলে OTP আসবে।
  • OTP দিয়ে সবমিট করলে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।

এটিও পড়ুন – প্যান কার্ড ? কেন করবেন এই কার্ড

Leave a Reply