You are currently viewing ভারতের প্রথম ডাক পরিষেবা কবে এবং কখন

ভারতের প্রথম ডাক পরিষেবা কবে এবং কখন

ভারতের প্রথম ডাক পরিষেবা কবেঃ ভারতীয় ডাক বিভাগ, যা ভারতীয় ডাক হিসাবে ব্যবসায় করে আসছে , হল ভারত-এর সরকার চালিত ডাক প্রণালী যা সাধারণত ডাক ঘর হিসাবে পরিচিত । ১৮৫৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানী ভারতবর্ষকে রাণীর হাতে সমর্পন করার সাথে সাথে ভারত-এ ব্রিটিশ রাজের প্রতিষ্ঠা হয় । ১৮৬১ সাল থেকে ৮৮৯টা ডাকঘর তৈরি হয় যেখানে ৪৩ নিযুত চিঠি এবং ৪.৫ নিযুত খবরের কাগজের আদান প্রদান হয়েছিল । ১৯১১ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে বিশ্বর প্রথম উড়ো ডাক (এয়ার মেইল)-এর ঘটনা ঘটে যেখানে হেনরী পেকুয়েট নামের ফরাসি পাইলট এলাহাবাদ থেকে ১৫ কেজি ভার (প্রায় ৬০০০ চিঠি) নিয়ে উড়ে গংগা নদীর অন্যপারে অবস্থিত নেইনি নামের স্থানে উপস্থিত হন ।

এটিও পড়ুন – ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History GK

ভারতের প্রথম ডাক পরিষেবা কবে এবং কখন

  • প্রথম ডাক পরিষেবা শুরু হয় কত সালে?
    উত্তরঃ – ১৮৩৭ সালে।
  • প্রথম ডাক টিকিট চালু হয় কত সালে?
    উত্তরঃ-১৮৫২
  • প্রথম ডাক বিভাগ স্থাপিত হয় কত সালে?
    উত্তরঃ- ১৮৫৪
  • প্রথম সর্বভারতীয় ডাকটিকিট চালু হয় কত সালে?
    উত্তরঃ- ১৮৫৪
  • প্রথম মানি অর্ডার ব্যবস্থা চালু হয় কত সালে?
    উত্তরঃ- ১৮৮০
  • প্রথম ডাক সঞ্চয় ব্যাঙ্ক প্রকল্প চালু হয় কত সালে?
    উত্তরঃ- ১৮৮২
  • এয়ারসেল পরিষেবা হয় কত সালে?
    উত্তরঃ- ১৯১১

এটিও পড়ুন – পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ Update #2020

This Post Has One Comment

Leave a Reply