You are currently viewing প্রাণী জগত সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রাণী জগত সম্পর্কিত প্রশ্ন উত্তর

এই পোষ্টে প্রাণী জগত সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। আপনারা যারা প্রাণী জগত সম্পর্কিত প্রশ্ন উত্তর খুঁজছেন আশা করি এই পোষ্ট তাদের খুব কাজে আসবে। এটিও পড়ুন – পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ

প্রাণী জগত সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্ন : প্রাণী কাদের বলা হয় ?
উত্তর : যাদের প্রাণ আছে, যারা উত্তেজনায় সাড়া দেয় এবং চলাফেরা করতে পারে, তাদের প্রাণী বলে।।
প্রশ্ন : প্রাণী জগতে কয় ভাগে ভাগ করা হয় ? উত্তর ও দুই ভাগে। মেরুদন্ডী এবং অমেরুদণ্ডী। মানুষ, গরু, বাঘ ইত্যাদি যাদের মেরুদণ্ড আছে তাদের বলা হয় মেরুদণ্ডী প্রাণী।। কেঁচো, কেন্নো, ইত্যাদি যাদের মেরুদণ্ড নেই তাদের বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। প্রশ্ন : সরীসৃপ প্রাণী কাদের বলা হয় ?
উত্তর : যে সব প্রাণী বুকে হেঁটে চলে, যাদের দেহের তুলনায় পা অনেক ছােট বা পা নেই তাদের সরীসৃপ প্রাণী বলা হয়। যেমন—টিকটিকি, কুমির, সাপ, গোসাপ ইত্যাদি।
প্রশ্ন : স্থলচর প্রাণী কাদের বলা হয়?
উত্তর : যারা মাটির উপর বসবাস করে অর্থাৎ স্থলভাগে থাকে তাদের স্থলচর প্রাণী বলে যেমন—মানুষ, বাঘ, সিংহ, ইত্যাদি।
প্রশ্ন : জলচর প্রাণী কাদের বলা হয় ?
উত্তর: যেসব প্রাণী জলে বাস করে তাদের জলচর প্রাণী বলে। যেমন—মাছ, তিমি, হাঙর ইত্যাদি।
প্রশ্ন : উভচর প্রাণী কাদের বলা হয় ?
উত্তর : যেসব প্রাণীর জলে জন্ম হয় এবং জীবনের প্রথম ভাগ জলে কাটে। বড় হয়ে জলে ও স্থলে
উভয়স্থানেই বাস করে তাদের উভচর প্রাণী বলে। যেমন—ব্যাঙ।
প্রশ্ন : খেচর প্রাণী কাদের বলা হয়?
উত্তর : যে সব প্রাণী স্বাভাবিকভাবে আকাশে উড়তে পারে তাদের খেচর প্রাণী বলে। যেমন—পাখি।
প্রশ্ন : সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কাদের বলা হয় ? উত্তর : মানুষ।
প্রশ্ন : শীতকালে ঘুমিয়ে কাটায় কোন প্রাণী?
উত্তর : সাপ, ব্যাঙ।।

প্রশ্ন : পাখি অথচ উড়তে পারে না কারা?
উত্তর: এমু, উটপাখি, পেঙ্গুইন।
প্রশ্ন : শাখামৃগ’ কাদের বলা হয় ?
উত্তর : বানর জাতীয় প্রাণীদের।
প্রশ্ন : কোন প্রাণী শব্দ করতে পারে না?
উত্তর : জিরাফ।
প্রশ্ন : সবচেয়ে উঁচু প্রাণী কী ?
উত্তর : জিরাফ। প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী কোনটি?
উত্তর : হাতি।।
প্রশ্ন : পৃথিবীর আদি প্রাণী কী?
উত্তর : অ্যামিবা নামক এককোষী প্রাণী।
প্রশ্ন : পৃথিবীতে কত রকমের প্রাণী আছে?
উত্তর : প্রায় ১০ লক্ষ রকম।
প্রশ্ন : বৃহত্তম জলচর প্রাণী কী?
উত্তর : নীল তিমি।
প্রশ্ন : জলপান করে না কোন প্রাণী ?
উত্তর : আফ্রিকার কৃষ্ণসার হরিণ।
প্রশ্ন : বড় পাখি কী ?
উত্তর : উটপাখি।।
প্রশ্ন : ছোট পাখি কী ?
উত্তর : হামিং বার্ড।
প্রশ্ন : বড় সামুদ্রিক পাখি কী?
উত্তর : অ্যালবাট্রস।
প্রশ্ন : সবচেয়ে উপরে উড়ে কোন পাখি? উত্তর : ঈগল পাখি।
প্রশ্ন : কোন প্রাণী সবচেয়ে দ্রুতগামী
উত্তর : চিতাবাঘ।
প্রশ্ন : মরুভূমির জাহাজ কাকে বলে ?
উত্তর:  উটকে।
প্রশ্ন : বাচ্চা রাখার জন্য নিজের শরীরে থলি আছে কোন প্রাণীর?
উত্তর: ক্যাঙারু।
প্রশ্ন : চোখ চেয়ে ঘুমায় কে?
উত্তর : মাছ।

এটিও পড়ুন – উদ্ভিদ জগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : কোন পশুর চারটি পাকস্থলী ?
উত্তর: গরুর।
প্রশ্ন : মেরু অঞ্চলের হরিণকে কী বলে?
উত্তর বন্না হরিণ।।
প্রশ্ন : দাঁড়িয়ে ঘুমায় কে?
উত্তর : ঘোড়া।।
প্রশ্ন : জালের সাহায্যে কারা শিকার করে?
উত্তর: মাকড়সা।।
প্রশ্ন : কাকে বহুরূপী বলে?
উত্তর : গিরগিটিকে।
প্রশ্ন : কাঁকড়া বিছার বিষ কোথায় থাকে? উত্তর : লেজের আগায় বাঁকা হলে।
প্রশ্ন : আটশুড়ের প্রাণী কী?
উত্তর : অক্টোপাস।
প্রশ্ন : দশ শুড়ের প্রাণী কী ?
উত্তর:  স্কুইড।
প্রশ্ন ও উভয়লিঙ্গ প্রাণী কে?
উত্তর : কেঁচো।
প্রশ্ন : ডিম পাড়ে না তবু মাছ কে?
উত্তর : তিমি। প্রশ্ন : বিষাক্ত মাছ কী?
উত্তর : স্টোন ফিস
প্রশ্ন : সি-কাউ কাকে বলে?
উত্তর: ডুগং নামে এক সামুদ্রিক প্রাণীর। লোহিত সাগরে আছে।
প্রশ্ন : স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে কে?
উত্তর : হংস চঞ।
প্রশ্ন ও সাহসী পশু কারা?
উত্তর : বুনো শুয়োর ও গণ্ডার।
প্রশ্ন : পাখা নেই কোন পাখির ?
উত্তর: কিউই।
প্রশ্ন : আলপাকা কী?
উত্তর: দক্ষিণ আমেরিকার মেষ জাতীয় একপ্রকার জন্তু। এদের লোম দিয়ে পোশাক হয়.
প্রশ্ন : কোন সাপের চলার সময় ঝুম ঝুম শব্দ হয়?
উত্তর : আমেরিকার ব্যাটল নামের বিষাক্ত সাপের।
প্রশ্ন : উড়তে উড়তে ডিম পাড়ে কে?
উত্তর : হোমা পাখি।
প্রশ্ন : কালো রাজহাঁস কোথায় পাওয়া যায় ? উত্তর : পশ্চিম অস্ট্রেলিয়ায়।
প্রশ্ন : কোথায় সাপ নেই?
উত্তর:  হাওয়াই দ্বীপে।
প্রশ্ন : মশা নেই কোন দেশে?
উত্তর : ফ্রান্সে।
প্রশ্ন : চোখ নেই কার ?
উত্তর : উইপোকার।
প্রশ্ন: ভারতের সিংহ কোথায় পাওয়া যায় ? উত্তর : গুজরাটের গির-অরণ্যে।
প্রশ্ন : আকারে বড় বাঘ কোথায় পাওয়া যায়?
উত্তর : সুন্দরবনে, রয়েল বেঙ্গল টাইগার। | প্রশ্ন : দ্রুতগামী জলচর প্রাণী কী ?
উত্তর: হাঙ্গর।

প্রশ্ন : কাটলেও শরীর বাড়ে কার?
উত্তর: কেঁচোর
প্রশ্ন : কান নেই কার।
উওর: সাপের।
প্রশ্ন : কোন মাছ গান গায় ?
উত্তর : শ্রীলঙ্কার শেলফিস।
প্রশ্ন : বানরের পা কটি?
উত্তর : পা নেই। চারটেই হাত।
প্রশ্ন : মাছ নেই কোন নদীতে?
উত্তর : জর্ডান নদীতে।
প্রশ্ন : কার পেখম আছে?
উত্তর : ময়ূরের।
প্রশ্ন : বৃষ্টির জল পান করে কোন প্রাণী?
উত্তর : চাতক পাখি।।
প্রশ্ন : কুকুরের মতো ডাকে কোন পাখি ?
উত্তর ও দক্ষিণ আমেরিকার গুড গাইড পাখি। প্রশ্ন : ফুল দিয়ে ঘর সাজায় কোন পাখি ?
উত্তর : নিউগিনি জঙ্গলের মালী পাখি।
প্রশ্ন : কোন প্রাণী মাটিতে চলতে পারে না? উত্তর : শ্লথ নামের চতুষ্পদ প্রাণী। গাছের ডালে ঝুলে বেড়ায়।
প্রশ্ন : মানুষের মতো হাটে কোন পাখি ?
উত্তর : পেঙ্গুইন। প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম সাপ কী ?

উত্তর: অ্যানাকোন্ডা। |
প্রশ্ন : যে কোন খাবার ধুয়ে খায় কোন প্রাণী?
উত্তর : রাকুন। কাঠবেড়ালীর মতো দেখতে এই প্রাণী যা খায় সব ধুয়ে নেয়।

Leave a Reply