You are currently viewing বাঁকুড়া জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

বাঁকুড়া জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

বাঁকুড়া জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত পাঁচটি জেলার অন্যতম একটি জেলা। এই জেলার উত্তরে ও পূর্বে বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ-পূর্ব হুগলি এবং পশ্চিমে পুরুলিয়া জেলা। দামোদর নদ বাঁকুড়া ও বর্ধমান জেলাদুটিকে পৃথক করেছে। এই জেলাকে “পূর্বের বঙ্গীয় সমভূমি ও পশ্চিমের ছোটোনাগপুর মালভূমির মধ্যকার সংযোগসূত্র” বলে বর্ণনা করা হয়। জেলার পূর্ব ও উত্তর-পূর্ব ভাগের জমি নিচু ও উর্বর পলিমাটিযুক্ত। পশ্চিম ভাগের জমি ধীরে ধীরে উঁচু হয়েছে। এই অঞ্চলে স্থানে স্থানে ছোটোখাটো টিলা দেখতে পাওয়া যায়।

বাঁকুড়া জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

  • আয়তনঃ বাঁকুড়া আয়তন 6,882 বর্গ কিমি।
  • অক্ষাংশ ও দ্রাঘিমাংশ গত অবস্থান: উত্তর গোলার্ধে 22°38′ থেকে 23°38′ উত্তর অক্ষরেখা এবং ৪6°36′ 36′ থেকে ৪7°46′  পূর্ব-দ্রাঘিমার মধ্যে অবস্থিত।
  • সীমানাঃ উত্তরে বর্ধমান, দক্ষিণে—মেদিনীপুর, পূর্বেগুলি এবং পশ্চিমে-পুরুলিয়া জেলা অবস্থিত।
  • ভু-প্রকৃতি। (1) ছােটোনাগপুর মালভূমির অন্তর্গত উত্তর-পশ্চিমে পার্বত্য আঞ্চল: (2) ল্যাটেরাইট উচ্চভূমি ও উপত্যকা নিয়ে জেলার মধ্যাঞ্চল এবং  (3) পূর্বদিকে — বিষ্ণুপুর পলিগঠিত নিম গাঙ্গেয় সমভূমি অঞ্চল।
  • বার্ষিক গড় বৃষ্টিপাত: 1430 মিলিমিটার, গড় সর্বোচ্চ তাপমাত্রা-48″ সেলসিয়াস, গড় সর্বনিম্ন তাপমাত্রা 10° সেলসিয়াস।
  • নদ-নদী: দামােদর, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী।
  • অরণ্যাঞ্চল: 21.65 শতাংশ।
  • জনসংখ্যা: 3191822 জন। জনসংখ্যার ঘনত্ব-464 জন প্রতি বর্গ কিমিতে। সাক্ষরতার হার 63.44 শতাংশ। (পুরুষ 76.76 শতাংশ, মহিলা 49.43 শতাংশ)
  • কৃষি: মোট কৃষি জমি (হাজার হেক্টর) 687.99
  •  খনিজ দ্রব্য। কালা, চিনামাটি, চুনাপাথর, আকরিক লােহা।
  • শিল্পঃ রেজিস্ট্রিকৃত শিল্প প্রতিষ্ঠান 184।
  • ব্যাঙ্ক ও সমবায়: ব্যাঙ্কের সংখ্যা-167, প্রাথমিক কৃষি সমবায় সংস্থা–391, স্বাস্থ্য-হাসপাতালের সংখ্যা–666।
  • প্রশাসনিক কাঠামােঃ মহকুমা 3টি (বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর), গ্রাম-পঞ্চায়েত- 190 আসন সংখ্যা–2632; পঞ্চায়েত সমিতি-22; আসন সংখ্যা478: জেলা পরিষদ, থানা 20টি, বিধানসভার আসন 13টি,  লোকসভা আসন – 2টি। পৌরসভা 3টি ( বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখি)।
  • শিক্ষা প্রতিষ্ঠান: প্রাথমিক স্কুল 3465টি, মাধ্যমিক স্কুল-225টি, উচ্চমাধ্যমিক স্কুল 14টি মাদ্রাসা 10টি।
  • শনীয় স্থান ঝিলিমিলি অরণ্য, শুশু পাহাড়, মুকুটমণিপুর জলাধার, জয়রামবাটির শ্রীরামকৃষ্ণ মন্দির।

এগুলিও পড়ুন

Leave a Reply