You are currently viewing প্রাণীদের বাচ্চার ইংরেজি নাম এর তালিকা
প্রাণীদের বাচ্চার ইংরেজি নাম এর তালিকা

প্রাণীদের বাচ্চার ইংরেজি নাম এর তালিকা

বাচ্চার ইংরেজি : যখন একটি মানব বা প্রাণী সন্তান তার মায়ের কাছ থেকে যখন জন্মগ্রহণ করে তখন সে সন্তান বাচ্চা বা ইংরেজিতে বেবি নামে পরিচিত। একটি নতুন আগত বাচ্চাকে ১ থেকে ৩ মাস পর্যন্ত বাচ্চা বলে ডাকা হয়।

প্রাণী হল বহুকোষী এবং সুকেন্দ্রিক জীবের একটি বৃহৎ গোষ্ঠী। এরা অ্যানিম্যালিয়া বা মেটাজোয়া রাজ্যের অন্তর্গত। বয়স কিছুটা বাড়তেই প্রায় সব প্রাণীর দেহাবয়ব সুস্থির হয়ে যায়। অবশ্য কিছু প্রাণীকে জীবনের নির্দিষ্ট সময়ে রূপান্তরিত হতেও দেখা যায়।

প্রাণীদের বাচ্চার ইংরেজি নাম এর তালিকা

প্রাণীর বাংলা ও ইংরেজি নাম বাচ্চার ইংরেজি নাম
ভালুক (Bear) :  Cub
শূকর (Boar) : Porkling
বিড়াল (Cat) : Kitten
গরু (Cow) : Calf
হরিণ (Deer) : Fawn
কুকুর (Dog) : Puppy
হাঁস (Duck) : Duckling
ঈগল (Eagle) : Eaglet
হাতি (Elephant) :   M: Calf
শিয়াল (Fox) : Cub
ব্যাঙ (Frog) : Tadpole
ছাগল (Goat) :   Kid
রাজহংস (Goose) : Gosling
খরগোশ (Hare) : Leveret
মুরগি (Hen) : Chicken
ঘোড়া (Horse) : Colt, foal, filly
সিংহ (Lion) : Whelp
ভেঁড়া (Sheep) : Lamp
পুরুষ হরিণ (Stag) : Fawn
রাজ হাঁস (Swan ) : Cygnet
বাঘ (Tiger) :  Cub

 

এটিও পড়ুন – ভারতের পারমাণবিক গবেষণার সময় তালিকা PDF সহ

This Post Has 2 Comments

Leave a Reply