You are currently viewing পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা

[dropcap type=”default”]বিশ্ববিদ্যালয়[/dropcap]পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় সমূহের তালিক্যঃ পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা এই পোস্টে শেয়ার করা হল। বিশ্ববিদ্যাল্যগুলি কোথায় কোথায় অবস্তিত তা তালিকা আকারে দেখানো হয়েছে। 

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা

বিশ্ববিদ্যালয়ের নাম অবস্থান
 কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রীট, কলকাতা
যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর
বর্ধমান বিশ্ববিদ্যালয় বর্ধমান
কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্যাণী, নদীয়া
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দার্জিলিং (রাজা রামমোহন পুর)
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট, কলকাতা
সিধো কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় পুরুলিয়া
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পশ্চিম মেদিনীপুর
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বীরভূম
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বি.টি. রোড কলকাতা
 নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় উডবার্ন পার্ক কলকাতা
 বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এণ্ড সায়েন্স ইউনিভার্সিটি (ডিমড়) হাওড়া (শিবপুর)
 বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নদীয়া (মোহনপুর)
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান (বেলগাছিয়া) কলকাতা।
পশ্চিমবঙ্গ কারিগরি বিশ্ববিদ্যালয় (শেক্সপিয়ার সরণি) কলকাতা
পশ্চিমবঙ্গ আইন বিশ্ববিদ্যালয় (সল্টলেক) কলকাতা
 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার (পুণ্ডিবাড়ি)
গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয মালদা
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাত
আলিয়া ইউনিভার্সিটি সল্টলেক
 রামকৃষ্ণ বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুড়
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স সল্টলেক কলকাতা

এগুলিও পড়ুন –

Leave a Reply