You are currently viewing বিশ্বের উচ্চতম জলপ্রপাত এর তালিকা PDF সহ

বিশ্বের উচ্চতম জলপ্রপাত এর তালিকা PDF সহ

বিশ্বের উচ্চতম জলপ্রপাতঃ জলপ্রপাত হল একটি নির্দিষ্ট উচ্চতা থেকে প্রাকৃতিক ভাবে বহমান জলের প্রবল বেগে পতন। জলপ্রপাত সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন হিসেবে চিহ্নিত হয়।  ওয়ার্ল্ড ওয়াটারফল ডাটাবেস হল একটি ওয়েবসাইট যা হাজার হাজার জলপ্রপাত তালিকাভুক্ত করে।

নিম্নে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর তালিকা PDF সহ শেয়ার কার হল। [ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ সমূহ এই পষ্টে বিস্তারিত আলচনা করা হয়েছে]

বিশ্বের উচ্চতম জলপ্রপাত এর তালিকা PDF সহ

জলপ্রপাতের নাম অবস্থান নদী উচ্চতা (মিটার)
অ্যাঞ্জেল ভেনেজুয়েলা ক্যারোনি ১০০০
গেরসোপ্পা ভারত সরাবতী ২৫৩
টিউগেলা দক্ষিণ আফ্রিকা টিউগেলা ৯১৪
কুকেনান ভেনেজুয়েলা কুকেনান ৬১০
সাদারল্যান্ড নিউজিল্যান্ড আর্থার ৫৮০
টাক্কাকো ব্রিটিশ কলম্বিয়া ইয়োহোর উপনদী ৫০৩
রিবন ক্যালিফোর্নিয়া ইওসেমাইট খাঁড়ি ৪৯১
আপার ইওসেমাইট ক্যালিফোর্নিয়া ইওসেমাইট খাঁড়ি ৪৩৬
গাভার্নি দক্ষিণ-পশ্চিম ফ্রান্স গেভ ডি পাউ ৪২২
ভাট্টিসফাস নরওয়ে মর্কেডোলা ৩৬৬

PDF এর বিষয় – বিশ্বের উচ্চতম জলপ্রপাত এর তালিকা PDF সহ

PDF এর সাইজ – 356 kb

PDF এর পেইজ – 1 টা ।

DOWNLOAD লিঙ্ক – বিভিন্ন বিষয় এর আবিষ্কারক এর তালিকা PDF সহ

This Post Has One Comment

Leave a Reply