You are currently viewing বৃদ্ধি ও জনন সম্পর্কিত প্রশ্ন উত্তর

বৃদ্ধি ও জনন সম্পর্কিত প্রশ্ন উত্তর

বৃদ্ধি ও জননঃ এই পোষ্টে বৃদ্ধি ও জনন সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে বৃদ্ধি ও জনন সম্পর্কিত প্রশ্ন উত্তর দেওয়া হল। [ এটিও পড়ুন – জিববিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পুরো নাম ]

বৃদ্ধি ও জনন সম্পর্কিত প্রশ্ন উত্তর

  • উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয় – আর্ক ইন্ডিকেটর, অক্সানা মিটার।
  • উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য – ২৫° – ৩৫°C তাপের প্রয়ােজন।
  • অযৌন জনন দেখা যায় – অ্যামিবা, মিউকর।
  • সংযুক্তি দেখা যায় – স্পাইরােগাইরা, প্যারামিসিয়াম।
  • অন্তঃনিষেক দেখা যায় – স্তন্যপায়ী প্রাণী।
  • বহিঃনিষেক দেখা যায় – ব্যাঙ, মাছ।
  • দ্বি নিষেক দেখ যায় — ভুট্টা, রেড়ী।
  • আইসােগ্যামি দেখা যায় – স্পাইরােগাইরা। অন্ত্যজ প্রাণী – মাছ, ব্যাঙ, সরীসৃপ, পাখি।
  • অন্ড – জরায়ুজ প্রাণি – হাঙ্গর মাছ, বােড়া সাপ।
  • জরায়ুজ প্রাণি – মানুষ, বানর।
  • উদ্ভিদের বেশি বৃদ্ধি হয় কান্ড ও মূলের অগ্রভাগ।
  • প্রাণীদের বৃদ্ধি আমরণ নখ ও চুল।
  • অপুংজনি এর মাধ্যমে বংশবৃদ্ধি দেখা যায় – উদ্ভিদ – স্পাইরােগাইরা , প্রাণি -মৌমাছি।
  • রেনুর সাহায্যে বংশবিস্তার – উদ্ভিদ-মিউকর, প্রাণি – অ্যামিবা।
  • যৌন দ্বিরূপত্যবিহীন প্রাণি হল পারথেনোজেনেসিস দেখা যায় কেঁচো।
  • বোলতা। মানুষের ১৪ বৎসর পর বৃদ্ধির হার কমে যায়।
  • ২২-২৩ বছরের পর মানুষের দৈর্ঘ্যের বৃদ্ধি প্রায় বন্ধ হয়ে যায়।

এটিও পড়ুন

Leave a Reply