You are currently viewing বৈজ্ঞানিক যন্ত্র সম্পর্কিত 200 প্রশ্ন উত্তর

বৈজ্ঞানিক যন্ত্র সম্পর্কিত 200 প্রশ্ন উত্তর

বৈজ্ঞানিক যন্ত্রঃ বিভিন্ন কাজরের ক্ষেত্রে বিভিন্ন সময় যে বৈজ্ঞানিক যন্ত্র সময় ব্যবহার করা হয় , হয়তো অনেকে আমরা জানি না। সেসব যন্ত্র পাতির ব্যবহার সম্পর্কিত  সম্পর্কিত বৈজ্ঞানিক যন্ত্র সম্পর্কিত 200 প্রশ্ন উত্তর শেয়ার করা হল।

বৈজ্ঞানিক যন্ত্র সম্পর্কিত 200 প্রশ্ন উত্তর

প্রশ্নঃ  ল্যাকটোমিটার কি?

উত্তরঃ- দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র। দুধে জল মেশানাে থাকলে এই যন্ত্রের সাহায্যে তা নির্ণয় করা যায়।’

প্রশ্নঃ  রিকটার স্কেল কি?

উত্তরঃ- এর সাহায্যে পৃথিবীর কম্পনের (ভূমিকম্প) মাত্রা মাপা যায়।

প্রশ্নঃ  দূরবীন কি?

উত্তরঃ- এই যন্ত্রের সাহায্যে দূরের জিনিস স্পষ্ট দেখা যায়।

প্রশ্নঃ  মাইক্রোস্কোপ (অনুবীক্ষণ) কি?

উত্তরঃ-এই যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র বস্তুকে বৃহৎ দেখায়।

প্রশ্নঃ  থার্মোমিটার কি?

উত্তরঃ-দেহের উত্তাপ মাপার যন্ত্র।

প্রশ্নঃ   লাউড স্পীকার কি?

উত্তরঃ-এই যন্ত্রের সাহায্যে শব্দ জোরে শােনা যায়।

প্রশ্নঃ  অ্যানিমােমিটার কি?

উত্তরঃ- এর দ্বারা বায়ুর চাপ নির্ণয় করা যায়।
প্রশ্নঃ  ব্যারােমিটার কি?

উত্তরঃ- বাতাসের বেগ নিরূপণকারী যন্ত্র।

প্রশ্নঃ  টেলিগ্রাম কি?

উত্তরঃ- এই যন্ত্রের সাহায্যে সাংকেতিক চিহ্ন দ্বারা সংবাদ আদান-প্রদান করা যায়।

প্রশ্নঃ  অলটিমিটার কি?

উত্তরঃ- উচ্চতা পরিমাপক যন্ত্র। বিমানে ব্যবহার করা হয়।

প্রশ্নঃ  এক্স-রে কি?

উত্তরঃ- এর-দ্বারা শরীরের ভেতরের ফোটো তােলা হয়।

প্রশ্নঃ অডিওমিটার কি?

উত্তরঃ  শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র।

প্রশ্ন- অডিফোন কি?

উত্তরঃ-  শব্দতরঙ্গ বাড়াবার যন্ত্র। বধিররা ব্যবহার করে।

প্রশ্নঃ কার্ডিওগ্রাফ কি?

উত্তরঃ-  হৃদয়স্পন্দন পরীক্ষার যন্ত্র।

প্রশ্নঃ  ক্রোনােমিটার কি?

উত্তরঃ- সময় নিরূপক যন্ত্র। জাহাজে ব্যবহৃত হয়।

প্রশ্নঃ  ক্রেস্কোগ্রাফ কি?

উত্তরঃ- গাছপালার বৃদ্ধি ও আয়ু পরিমাপক যন্ত্র বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন

প্রশ্নঃ  হাইড্রোমিটার কি?

উত্তরঃ- বাতাসের আর্দ্রতার পরিমাপক যন্ত্র।

প্রশ্নঃ  রাডার কি?

উত্তরঃ- তড়িৎ-চুম্বক তরঙ্গের সাহায্যে এরােপ্লেনের আগমন জ্ঞাপক এবং জাহাজ প্রভৃতির অবস্থান বােঝাবার দিক নির্ণায়ক যন্ত্র।

প্রশ্নঃ  সিসমােগ্রাফ কি?

উত্তরঃ-ভূমিকম্পের স্থান ও পরিমাণ নির্দেশক যন্ত্র।

প্রশ্নঃ  স্টপ ওয়াচ কি?

উত্তরঃ-সূক্ষ্মতম সময় পরিমাপক যন্ত্র।

প্রশ্নঃ  টেলিপ্রিন্টার কি?

উত্তরঃ-টেলিপ্রিন্টার প্রেরিত বার্তার স্বয়ংক্রিয় মূদ্রণ যন্ত্র। পেরিস্কোপ কি? ডুবাে জাহাজ থেকে ওপরের দৃশ্য দেখার যন্ত্র।

প্রশ্নঃ  জেনােরেটর কি?

উত্তরঃ- বিদ্যুৎ উৎপাদক যন্ত্র।

এটিও পড়ুন – মানব দেহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জানা অজানা প্রশ্ন উত্তর

This Post Has One Comment

Leave a Reply