You are currently viewing ভারতের আন্দোলন এর গুরুত্বপূর্ণ তথ্য

ভারতের আন্দোলন এর গুরুত্বপূর্ণ তথ্য

ভারতের আন্দোলনঃ  এই পোষ্টে ভারতের আন্দোলন এর গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের আন্দোলন এর গুরুত্বপূর্ণ তথ্য PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর

ভারতের আন্দোলন এর গুরুত্বপূর্ণ তথ্য

  • বিচারকপদে ভারতীয়দের নিযুক্তি প্রথম চালু করেন Lord William Bentinck তিনি সেনাবাহিনীতে ভারতীয়দের প্রথম নিযুক্ত করেন।
  • ভারতে ‘বাজেট ব্যবস্থা ১৮৬০ সালে ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এর সময় চালু হয়।
  • IPC বা ভারতীয় দন্ডবিধি (Indian Penal Code) চালু করেন লর্ড ক্যানিং, লর্ড মেকলের সভাপতিত্বে গঠিত প্রথম Law Commission-এর সুপারিশ মেনে।
  • Income Tax প্রথা চালু করেন লর্ড ক্যানিং।। ভারতে প্রথম Census বা জনগণনা চালু হয় ১৮৭১ সালে Lord Mayo-র আমলে।
  • Vernacular Press Act চালু করেন (১৭৭৮) Lord Lytton রদ করেন Lord Ripon (১৮৮২);
  • মিউনিসিপ্যাল বাের্ড, জেলা বাের্ড গঠনের মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসনের উৎসাহ দেন Ripon.
  • প্রথম ফ্যাক্টরী আইন’ চালু করেন Lord Ripon. Indian Universities Act চালু করেন Lord Curzon.
  • লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর সময় মেকলের সুপারিশ মেনে ইংরেজিতে ভাব বিনিময়ের মাধ্যম কি হয়। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় ১৮৩৫ সালে।
  • Aligarh-এ মহামেডান অ্যাংলাে ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় (১৮৭৭) Lord Lytton এর সময়ে।
  • ১৯০৫ সালে জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশন স্বদেশী’ ও ‘বয়কট’ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়।

এগুলিও পড়ুন –

  • সংবিধানের 6 টি মৌলিক অধিকার
  • ভারতীয়দের মধ্যে প্রথম পরুষ ব্যক্তিগণ
  • ১৮৫৭ খ্রিস্টাব্দে আইনানুসারে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন।
  • ১৮৫৮ খ্রিস্টাব্দে এর ১ নভেম্বর মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র Queen’s Proclawation) প্রকাশিত হয়।
  • ১৮৫৩ খ্রিস্টাব্দে এর সনদ আইন (Charter Act) অনুসারে ভারতীয় আইনসভার (Indian Legisla tire) সৃষ্টি হয়।
  • ১৮৬১ খ্রিস্টাব্দে ভারতীয় কাউন্সিল আইন (Indian) পাশ হয়।
  • আঞ্লিক সংস্থাগুলির উন্নয়ন ও সেগুলি প্রতিনিধিমূলক করার ব্যাপারে সর্বপ্রথম উদ্যোগী হন লর্ড রিপন।
  • ১৮৭৬ সালে মহারাণী ভিক্টোরিয়া কে ভারত সাম্রাজ্জী (Empress of India) অভিধায় ভূষিত করে ভারত উপমহাদেশের ওপর ব্রিটিশ সার্বভৌমত্বের কথা ঘােষণা করা হয়।
  • ইয়ান্দাবুর সন্ধি হয় ১৮২৬ খ্রিস্টাব্দে বার্মা ও বৃটেনের মধ্যে।
  • ১৮৫৫ খ্রিস্টাব্দে বৃটেন, ফ্রান্স ও তুরস্কের যৌথ জোটের সাথে রাশিয়ার যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধ বলে খ্যাত। ১৮৭৯ খ্রিস্টাব্দে ইয়াকুব খার সাথে ইংরাজদের সন্ধি গন্ডামাকের সন্ধি বলে পরিচিত।
  • ভারত ও আফগানিস্থানের সীমান্তরেখা ‘ডুরান্ড লাইন নামে পরিচিত।
  • ইংরেজদের সাথে তিব্বতের ১৯০৪ সালে লাশা সন্ধি স্বাক্ষরিত হয়।
  • ১৮৫৩ সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানী বোম্বাই ও থানের মধ্যে রেললাইন বসায়।
  • ১৯০৫ খ্রিস্টাব্দে প্রথম রেলওয়ে বাের্ড গঠিত হয় এবং ১৯২৫ খ্রিস্টাব্দ থেকে রেল বাজেটকে দেশের সাধারন বাজেট হতে পৃথক করা হয়।

এগুলিও পড়ুন

  1. গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত পুরো নাম – শব্দ সংক্ষেপ
  2. আলোর গতিবেগ আবিষ্কারের আসল কাহিনী
  • অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় জাতীয় কংগ্রেসের নাগপুরঅধিবেশনে (১৯২০)।
  • জর্জ টমসনের নেতৃত্বে ১৮৪৩ সালে গঠিত হয়| ‘বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি।
  • মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম গঠন করেন ১৯১৬ খ্রিস্টাব্দে।
  • হান্টার কমিশন গঠিত হয় ১৮৮২ সালে।
  • ১৯১১ সালের ১২ ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের কথা ঘােষণা করেন।
  • ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনের জনক’ বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে কে।
  • ১৯৪৩ সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে ‘পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেন আবুল কাশেম ফজলুল হক ও তা সমর্থন করেন চৌধুরী খালিকুজ্জামান।
  • ১৯৪২ সালের ৮ আগস্ট কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ প্রস্তাব গৃহীত হয়।
  • ১৯০৪ সালে বীর সাভারকরের প্রচেষ্টায় গঠিত হয়। ‘অভিনব ভারত সমিতি।
  • ১৯০৬ সালের ১২ মার্চ গঠিত হয় জাতীয় শিক্ষা। পরিষদ।
  • ঐতিহাসিক দাক্ষিণাত্য কৃষক সংগ্রাম’ অনুষ্ঠিত হয় ১৮৭৫ সালে। কোলকাতায় (১৮৮৬) কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে দাদাভাই নাজার সভাপতিত্বে প্রথম বৃটিশ রাজের সমালােচনা করা হয়।

এগুলিও পড়ুন

This Post Has One Comment

Leave a Reply