You are currently viewing ভারতের বিভিন্ন পুরুস্কারের প্রদানকারী তালিকা PDF সহ
ভারতের বিভিন্ন পুরুস্কারের প্রদানকারী তালিকা PDF সহ

ভারতের বিভিন্ন পুরুস্কারের প্রদানকারী তালিকা PDF সহ

ভারতের বিভিন্ন পুরুস্কারঃ ভারতরত্ন ভারতে প্রদান করা সর্বোচ্চ অসামরিক সম্মান। সাহিত্য, কলা, বিজ্ঞান, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্রত বিশিষ্ট সেবাদানকারী ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়। … ১৯৫৪ সালে প্রথমবার ভারত রত্ন প্রদান করা হয়।

পুরস্কার মূলত ট্রফি, মেডেল বা পদক, অর্থ, বিলাস দ্রব্য, সার্টিফিকেট বা সনদ বা মানপত্র ইত্যাদির সমষ্টি। ট্রফি বা পদকের নিচে সাধারণত ১ম, ২য়, ৩য় স্থান উল্লেখ করাসহ প্রতিযোগিতার নাম, তারিখ, সাল ইত্যাদি লেখা থাকে। মেডেল বা পদক প্রধানত স্বর্ণ বা সোনা, রৌপ্য বা রূপা, ব্রোঞ্জ কিংবা পিতলের হয়ে থাকে।[১] ভারতরত্ন (হিন্দিभारत रत्नহিন্দি উচ্চারণ: [bʰaːrt̪ rt̪ n]ভারতের রত্ন)[১] হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মাননা।

        ভারতের বিভিন্ন পুরুস্কারের প্রদানকারী তালিকা PDF সহ

পুরস্কার / সম্মান প্রদানকারী
পদ্মশ্রী ভারত সরকার
দ্মভূষণ ভারত সরকার
পদ্মবিভূষণ ভারত সরকার
ভারতরত্ন ১৯৫৪ ভারত সরকার
সরস্বতী সম্মান ১৯৯১ কে. কে. বিড়লা ফাউন্ডেশান
লতা মঙ্গেশকর সম্মান মহারাষ্ট্র সরকার
অর্জুন পুরস্কার ১৯৬১ ভারত সরকার (ক্রীড়া মন্ত্রক)
দ্রোনাচার্য পুরস্কার ভারত সরকার (ক্রীড়া মন্ত্রক)
কলিঙ্গ পুরস্কার ১৯৫২ (ওড়িষা) কলিঙ্গ ফাউন্ডেশান ট্রাস্ট
দাদাসাহেব ফালকে পুরস্কার তথ্য ও সংস্কৃতি বিভাগ
ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার ভারতীয় জ্ঞানপীঠ
সাহিত্য অ্যাকাদেমি-১৯৫৫ সাহিত্য অ্যাকাদেমি
রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার ভারত সরকার
মহাত্মা গান্ধি শান্তি পুরস্কার—১৯৬৪-৬৫ ভারত সরকার
রাজীব গান্ধি সদম্ভাবনা পুরস্কার  রাজীব গান্ধি মেমোরিয়াল ট্রাস্ট
সি. কে. নাইডু সম্মান ১৯৯৪ ভারতে ক্রিকেট কন্ট্রোল বোর্ড (মধ্যপ্রদেশ)
তুলসী সম্মান  তথ্য ও সংস্কৃতি বিভাগ

এটিও জেনে নিনঃ ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র এর তালিকা PDF সহ

File Name: ভারতের বিভিন্ন পুরুস্কারের প্রদানকারী তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name : ভারতের বিভিন্ন পুরুস্কারের প্রদানকারী তালিকা PDF সহ

Total Page No: 1

PDF File Size: 485 kbps

Download link[VI] । Download link[IV]

Leave a Reply