You are currently viewing ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতের স্বাধীনতা সংগ্রামঃ এই পোষ্টে ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার কারা হল। বাংলার বিখ্যাত কবিদের উপাধি PDF সহ  এর আগের পোষ্টে আলোচনা করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন।

ভারতের স্বাধীনতা সংগ্রাম

  •  ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন – অ্যালান অক্টোভিয়ান হিউম।
  • কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গােষ্ঠীর সৃষ্টি হয় – সুরাত।
  • কে অরবিন্দ ঘােষকে স্বাদেশিকতার ধর্মগুরু’আখ্যা দেন – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড – লিনলিথগাে।
  • নাই ভয় ও লাঠ্যৌষধি নামে ২টি প্রবন্ধ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল- যুগান্তর।
  • ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহিদ,কে – প্রীতিলতা ওয়াদ্দেদার।
  • ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয় কার্জন। – লর্ড
  • সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে ন গৃহত্যাগ করেন – ১৯৪১ সালে।
  • হিন্দুস্তান গদর পার্টির প্রথম সভাপতি কে – সােহান সিং ভাখনা
  • কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন নানাসাহেব।
  •  

    কুকা  বিদ্রোহের নেতা কে ছিলেন – গুরু রাম সিং।

  •  

    ইন্ডিয়ান সােশিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন- শ্যামজী কৃষ্ণ বর্মা।

  •  

    নীল কমিশন কত সালে গঠন করা হয় – ১৮৬০

  • কোন ভাইসরয়ের আমলে ‘সিমলা চুক্তি’স্বাক্ষরিত হয়েছিল- লর্ড ওয়েভেল।

     

এগুলিও পড়ুন –

Leave a Reply