You are currently viewing ভারতের UNESCO-র বিশ্ব ঐতিহ্য তালিকা PDF সহ
ভারতের UNESCO -র বিশ্ব ঐতিহ্য তালিকা PDF সহ

ভারতের UNESCO-র বিশ্ব ঐতিহ্য তালিকা PDF সহ

বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিশেষ ধরনের (বন, পাহাড়, হ্রদ, মরুভূমি, স্মৃতিস্তম্ভ, দালান, প্রাসাদ বা শহর) একটি স্থান যা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ও প্রণীত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় লিপিবদ্ধ হয়েছে।

            UNESCO-র বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারত

বর্ষ ঐতিহ্যমণ্ডিত স্থান
১৯৮৩ অজন্তা গুহা (মহারাষ্ট্র)
১৯৮৩ ইলোরা গুহা (মহারাষ্ট্র)
১৯৮৩ আগ্রা দুর্গ (উত্তরপ্রদেশ)
১৯৮৩ তাজমহল (উত্তরপ্রদেশ)
১৯৮৪ সূর্যমন্দির, কোণারক (ওডিশা)
১৯৮৫ মহাবলীপূরম সৌধসমূহ (তামিলনাড়ু)
১৯৮৫ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (অসম)
১৯৮৫ মানস অভয়ারণ্য (অসম)
১৯৮৫ কেওলাদেও-ঘানা জাতীয় উদ্যান (রাজস্থান)
১৯৮৬ গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহ (গোয়া)
১৯৮৬ খাজুরাহের মন্দির সমূহ (মধ্যপ্রদেশ)
১৯৮৬ হাম্পি’র সৌধসমূহ (কর্ণাটক)
১৯৮৬ ফতেপুর সিক্রি (উত্তরপ্রদেশ)
১৯৮৭ সুন্দরবন জাতীয় উদ্যান (পশ্চিমবঙ্গ)
১৯৮৭ গ্রেট লিভিং চোলা মন্দির (তামিলনাড়ু)
১৯৮৭ পাট্টাডাকাল-এর পর্বতসমষ্টি (কর্নাটক)
১৯৮৭ এলিফ্যান্টা গুহা (মহারাষ্ট্র)
১৯৮৮ নন্দাদেবী জাতীয় উদ্যান (উত্তরাখণ্ড)
১৯৮৯ সাঁচীর বৌদ্ধ (মধ্যপ্রদেশ)
১৯৯৩ কুতুবমিনার ও স্মৃতিসৌধ (দিল্লি)
১৯৯৩ হুমায়ুনের গোরস্থান (দিল্লি)
১৯৯৯ দার্জিলিঙে পার্বত্য রেল (পশ্চিমবঙ্গ)
২০০২ বুদ্ধগয়া মহাবোধি মন্দির (বিহার)
২০০৩ ভীমবেটকার রকশেল্টার (পার্বত্য আশ্রয়স্থল) (মধ্যপ্রদেশ)
২০০৪ চম্পানের পাজগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান (গুজরাট)
২০০৪ ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস (মহারাষ্ট্র)
২০০৭ লালকেল্লা (দিল্লি)
২০০৮ কালকা-সিমলা রেললাইন (হিমাচল প্রদেশ)
২০১০ যন্তর-মন্তর (জয়পুর, রাজস্থান)
২০১২ পশ্চিমঘাট (কেরল)
২০১৩ হিল ফোর্টস্ অফ রাজস্থান (রাজস্থান)
২০১৪ রানি কি ভভ (দি কুইন’স স্টেপওয়েল)(গুজরাট)
২০১৪ গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক (হিমাচল প্রদেশ)
২০১৬ নালন্দা (বিহার)
২০১৬ দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে করবুসায়ার (চন্ডীগড়)
২০১৭ ঐতিহাসিক শহর (আমেদাবাদ, গুজরাট)
২০১৮ দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো অ্যানসেম্বল অফ মুম্বাই (মহারাষ্ট্র)।
২০১৯ ঐতিহাসিক শহর জয়পুর (রাজস্থান)।

এটিও জেনে নিনঃ মহকুমা শাসকের ক্ষমতা ও কার্যাবলি

File Details-::

File Name: UNESCO-র বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারত

File Format: PDF

No Of Page: 02

File Size: 348 KBPS

Download Link: UNESCO-র বিশ্ব ঐতিহ্য তালিকা

Leave a Reply