You are currently viewing গুরুত্বপূর্ণ ভৌগোলিক যন্ত্র এর তালিকা PDF সহ

গুরুত্বপূর্ণ ভৌগোলিক যন্ত্র এর তালিকা PDF সহ

ভৌগোলিক যন্ত্রঃ ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা অথবা Geographic Co-ordinate System সংক্ষেপে GCS হল তিনটি স্থানাঙ্ক মানের সাহায্যে পৃথিবীর যেকোন স্থানের অবস্থান সুনির্দিষ্ট করার একটি ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে পৃথিবীর যেকোন স্থানের একটি অনন্য স্থানাঙ্ক থাকে। স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি মাত্রা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বা গভীরতা।

গুরুত্বপূর্ণ ভৌগোলিক যন্ত্র এর তালিকা PDF সহ

বিবরণ যন্ত্রের নাম
বায়ুর চাপ মাপা যন্ত্র ব্যারোমিটার
বায়ুর গতিবেগ মাপা যন্ত্র অ্যানিমােমিটার
বৃষ্টিপাত মাপা যন্ত রেনগেজ
সমতলে আয়তন মাপা যন্ত্র প্ল্যানিমিটার
সমুদ্র সমতল থেকে উচ্চতা মাপা যন্ত্র হিপসোমিটার
দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপা যন্ত্র সেক্সট্যান্ট
নদীর জলের স্রোত কারেন্টো মিটার
বৃষ্টিমাপক যন্ত্র রেনগেজ
গ্রিনিচের সময় জানাবো ঘড়ি ক্রনােমিটার
মানচিত্র ছােট বা বড় করার যন্ত্র প্যানটোগ্রাফ
তাপমাত্রা পরিমাপ থার্মোমিটার
বায়ুর দিক নির্ণয় যন্ত্র বাতপতাকা
বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্র হাইগ্রোমিটার
বায়ুর আদ্রতা পরিবর্তন নির্ণয় যন্ত্র হাইগ্রোস্কোপ
লবণতার ঘনত্ব মাপা যন্ত্র স্যালিনা মিটার
ভূমিকম্পের তীব্রতা মাপা যন্ত্র সিসমােগ্রাফ
বায়ু প্রবাহের দিক বাতপতাকা
জরিপের কাজে উচ্চতা/কৌণিক দূরত্ব থিওডিলাইট
উচ্চতা মাপার যন্ত্র অলটিমিটার
মাটির মধ্যে জলে অনুস্রবণে হার লাইসিমিটার
ত্রিমাত্রিক চিত্র স্টিরিওস্কোপ

এটিও পড়ুন – ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা কেন্দ্রসমূহ PDF সহ

File Details:

File Name: ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা কেন্দ্রসমূহ

File Format: PDF

No of Page: 1

File Size: 808 KB

Download LinkLink 1 || Link 2 |Download PDF

This Post Has One Comment

Leave a Reply