You are currently viewing মনােবিদ্যা সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর

মনােবিদ্যা সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর

প্রশ্নঃ- সংবেদন কি?

উত্তরঃ সংবেদন একপ্রকার মৌলিক মানসবৃত্তি। এটি প্রত্যক্ষের সরলতম উপাদান। অন্তর্মুখী স্নায়ুর বহিঃপ্রান্ত যখন কোনাে উদ্দীপক দ্বারা উদ্দীপিত হয় তখন উদ্দীপনার সৃষ্টি হয়। ঐ উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ুপথে মস্তিষ্কের নির্দিষ্ট কেন্দ্রে সঞ্চালিত হলে মস্তিষ্কে আলােড়নের সৃষ্টি হয়। ঐ আলাে সম্পর্কীয় প্রাথমিক চেতনাকে সংবেদন বলে।

প্রশ্নঃ স্থানগত নৈকট্য নিয়ম কি ?

উত্তর : যদি দুটি বিষয়বস্তু স্থান গত নিয়মে অনুষঙ্গবন্ধ হয় অর্থাৎ তাদের মধ্যে যদি হানগত নৈকট্য থাকে, তারা যদি প্রায় একই স্থানে অবস্থান করে, তবে তাদের একটি প্রতিরূপ অপরটির প্রতিরূপকে মনে জাগিয়ে তােলে।

প্রশ্নঃ- কালগত নৈকট্য নিয়ম কি ?

উত্তর : যদি দুটি বিষয় বা ঘটনা একই কালে ঘটে, তারা কালগত নৈকট্যসুত্রে সম্বন্ধযুক্ত হয়। ফলে একটির প্রতিরূপ মনে ভেসে উঠলে অপরটির প্রতিরূপও মনে ভেসে ওঠে।

প্রশ্নঃ-সনােযােগের শর্তগুলি কি কি?

উত্তর : এই শর্ত দুই প্রকার উদ্দীপক সংক্রান্ত শর্ত এবং দৈহিক ও মানসিক অবস্থা সংক্রান্ত শর্ত। উদ্দীপক সংক্রান্ত শর্ত—তীব্রতা, নতুনত্ব, পরিবর্তনশীলতা, গতিশীলতা, আকার, অদ্ভুত আকৃতি, সুসামঞ্জস্য গঠন, গােপনতা, পুনরাবৃত্তি, উদ্দীপকের বিশেষ অবস্থান। দৈহিক অবস্থা সংক্রান্ত শর্ত দেহ সুস্থ থাকা। মানসিক অবস্থা সংক্রান্ত শর্ত-অনুরাগ, অভ্যাস, রুচি, আবেগ, সহজাত প্রবৃত্তি, মেজাজ, ঔৎসুক্য।

প্রশ্নঃ প্রশিক্ষণ কী?

উত্তরঃ গিলফোর্ড বলেন অভিজ্ঞতার মাধ্যমে প্রতিক্রিয়া ছাঁদের উপযুক্ত পরিবর্তন সাধনকে শিক্ষণ বলে।

প্রশ্নঃ- বুদ্ধি কি?

উত্তরঃ বুদ্ধি একটি মৌলিক মানসিক গুণ, এককথায় এর সংজ্ঞা দেওয়া যায় না। প্রাণ বিদ্যার দৃষ্টিভঙ্গী থেকে বলা হয় বুদ্ধি হল পরিবেশের সঙ্গে প্রতিযােজনের ক্ষমতা।শরীরবিদ্যার। দৃষ্টিভঙ্গী থেকে বলা হয় এটি প্রধান স্নায়ুতন্ত্রের ক্রিয়া। শিক্ষণের দৃষ্টিভঙ্গী থেকে বলা হয় এটি হল জ্ঞান বা শিক্ষালাভের ক্ষমতা। বিমূর্ত চিন্তা করার শক্তিকে বুদ্ধি বলা হয়।

প্রশ্নঃ ব্যক্তিত্ব কি ? এর উপাদান কি কি ?

উত্তর: উডওয়ার্থ বলেন ব্যক্তিত্ব হল ব্যক্তির আচরণের সামগ্রিক প্রবণতা। বােরিং বলেন ব্যক্তিত্ব হল ব্যক্তির পরিবেশের সঙ্গে এক বিশেষ ধরণের সংগতিপূর্ণ উপযােজন। উপাদান হল- বংশধারা এবং পরিবেশ।

প্রশ্নঃ- আচরণবাদের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ J.B Watson আচরণবাদের প্রতিষ্ঠাতা। তবে তার পূর্বে More Mayer তার The Fundamental Laws of Human Behaviour গ্ৰছে চেষ্টিতবাদের ব্যাখ্যা দিয়েছিলেন।

প্রশ্নঃ- অন্তর্দর্শন কি ?

উত্তর : অন্তর্দর্শন আত্মচেতনার একটি বিশেষ অবস্থা। এটি স্বীয় মনের প্রতি মনােনিবেশ করা, অর্থাৎ নিজের মন দ্বারা নিজের মনকে জানা।

প্রশ্নঃ অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা কি ?

উত্তর : মনের বিভিন্ন প্রক্রিয়াকে প্রত্যক্ষভাবে জানা এবং তাদের স্বরূপ ও গতিপ্রকৃতি নির্ধারণ করার একমাত্র উপায় হল অন্তর্দর্শন। অন্যান্য সরল জ্ঞান মূলক প্রক্রিয়াগুলিকে সুনিশ্চিতভাবে এই পদ্ধতির সাহায্যে জানা সম্ভব। পরীক্ষাগার বা যন্ত্রপাতির প্রয়ােজন হয় না।

প্রশ্নঃ- পরীক্ষণমূলক পদ্ধতি কি ?

উত্তর : কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে কোন মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করার যে পদ্ধতি তাকে পরীক্ষণমূলক পদ্ধতি বলে।

প্রশ্নঃ- সংবেদনের ধর্মগুলি উল্লেখ কর।

উত্তর : সংবেদনের ধর্ম তিন প্রকার—গুণগত ধর্ম, পরিমাণগত ধর্ম এবং স্থানীয় ধর্ম। পরিমাণগত ধর্ম আবার চারপ্রকার—তীব্রতা, স্থায়ীত্ব, বিস্তৃতি ও স্পষ্টতা।

প্রশ্ন- প্রত্যক্ষণ কি?

উত্তর : অর্থপূর্ণ সংবেদনকে প্রত্যক্ষ বলে বা সংবেদনকে যখন ব্যাখ্যা করা হয় তখনই তা প্রত্যক্ষে পরিণত হয়। একটি সংবেদনকে পৃথকীকরণ এবং অন্যান্য সংবেদনের সঙ্গে অনুষঙ্গ বন্ধ করে তার উৎস ও স্থাননির্দেশ যখন করা হয় এবং উৎসটির বাস্তব সত্তায় বিশ্বাস করা হয় তখন সংবেদনটি প্রত্যক্ষ পরিণত হয়।

প্রশ্নঃ মনােযােগ ও অমনােযােগের পার্থক্য কি ?

উত্তরঃ যে বৌদ্ধিক প্রক্রিয়ার ফলে যা চেতনায় অস্পষ্ট থাকে তা স্পষ্ট হয়, যা চেতনার প্রান্তদেশে থাকে তা কেন্দ্রিভূত হয়, তাকে মনোেযােগ বলে। অমনােযােগ পদটি আপেক্ষিক অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ যখন বলা হয় যে, ব্যক্তি কোনােকিছুর প্রতি অমনােযােগী, তার অর্থ হল সে অন্য কিছুর প্রতি মনােযােগী। অমনােযােগ মনােযােগের সহায়ক। কোনাে বিষয়ে মনঃসংযােগ করতে হলে অপর বিষয় থেকে মনঃসংযােগকে অপ্রসারিত করতে হয়।

প্রশ্নঃ Dream Mechanism বা স্বগ্নকৃতি কি ?
উত্তরঃ যেসব প্রক্রিয়ায় অব্যক্ত অংশ ছদ্মবেশ ধারণ করে আপন অর্থকে গােপন করে রাখে অকে স্বপ্নকৃতি বলে। এগুলি হল প্রতিকগ্রহণ, সংক্ষেপন, অভিক্রান্তি, নাটন ও অনুযােজন।

প্রশ্নঃ- T.A.T কি?

উত্তরঃ এটি ব্যক্তিত্ব নিরূপণেরঅন্যতম পদ্ধতি। এর উদ্ভাবক হলেন Morgan ও Muray পদ্ধতিটির পূর্ণ নাম কাহিনী সংপ্রত্যক্ষ অভীক্ষা পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে পরীক্ষণ পাত্রের সামনে একটি ছবি উপস্থিত করা হয়, ছবিটির বিভিন্ন ব্যাখ্যা সম্ভব। ছবিটি দেখে পরীক্ষণপাত্রের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। ছবির ব্যাখ্যা অনুসারে তার ব্যক্তিত্ব নিরূপন করা হয়।

প্রশ্নঃ- অন্তর্দৃষ্টি (Insight) কি ?

উত্তর : কোন একটি সমস্যার বিভিন্ন অংশের সঙ্গে সমগ্র সমস্যাটির সম্বন্ধের পরিপূর্ণ উপলব্ধিকে গেষ্টান্ট বাদীরা অন্তর্দৃষ্টি বলেছেন। এটি আবিস্কারের সমগ্রোেত্রীয়। এটি একপ্রকার 1. সৃজনমুলক চেতনা। এরজন্য পরিস্থিতিকে সমগ্র বা অখণ্ডরূপে ব্যক্তি প্রত্যক্ষ করে।

প্রশ্নঃ- আবেগ কি?

উত্তর : আবেগ এক প্রকার জটিল অনুভূতি। এর মূলে থাকে কোন সহজাত প্রবৃত্তি। কোন বিশেষ ব্যক্তি বা বস্তু বা পরিবেশ বা ধারণা এই সহজাত প্রবৃত্তিকে জাগিয়ে তােলে। এর ফলে দেহযন্ত্রের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের দৈহিক প্রকাশ ঘটে। যার জন্য ব্যক্তি বিভিন্ন ধরণের আচাণ করে।

ট্যাগঃ মনােবিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর, Download মনােবিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর, জানা অজানা 300 + মনােবিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর. Free Download মনােবিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর, মনােবিদ্যা সম্পর্কিত জানা অজানা তথ্য।

This Post Has One Comment

Leave a Reply