You are currently viewing সংবিধানের 6 টি মৌলিক অধিকার

সংবিধানের 6 টি মৌলিক অধিকার

ভারতীয় সংবিধানের 6 টি মৌলিক অধিকার নিয়ে এই পোষ্ট। সংবিধানের 6 টি মৌলিক অধিকার কি কি তা নিয়ে সংক্ষিপ্ত বিবরণ শেয়ার করা হল । নিম্নে সংবিধানের 6 টি মৌলিক অধিকার সম্পর্কে জেনে নিন।

ভারতের মৌলিক অধিকার ভারতের প্রকৃত গনতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য, সবরকম অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের অবসান ঘটানো। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমতার আদর্শ ঘোষিত হয়েছে।প্রস্তাবনায় সমমর্যাদা ও সমান সুযোগের নীতি স্বীকৃতি পেয়েছে। এই অধিকার অনুযায়ী ভারতীয় ভূখন্ডের মধ্যে কোন ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা অথবা আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবার অধিকার অস্বীকার করবে না।

ভারতের সংবিধানে তৃতীয় অধ্যায়ের ১২ নং থেকে ৩৫ নং অনুচ্ছেদের  মধ্যে মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে .ভারতের মৌলিক অধিকার মোট ৬টি (১৯৭৮ সালে ৪৪ তম সংবিধান সংশোধন  এর মাধ্যমে সম্পত্তির অধিকার সংবিধানের মৌলিক অধিকারের অংশ থেকে  বাদ দেওয়া হয়েছে ) [ এটিও পড়ুন – বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানীদের মতাবাদ ] সোর্স –  উইকিপিডিয়া 

সংবিধানের ছয়টি মৌলিক অধিকার

  1. সমতার অধিকার (১৪-১৮ নং ধারা)
  2.  স্বাধীনতার অধিকার (১৯ – ২২ নং ধারা)।
    স্বাধীনতার আবার সাতটি অধিকার হলো
    অ) বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার,
    আ) শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার,
    ই) সংগঠন অথবা সংঘ গঠনের অধিকার,
    ঈ) অবাধে ভারতীয় ভূখণ্ডে চলাফেলার অধিকার,
    উ) ভারতীয় ভূ-খণ্ডের যে কোন অংশে বসবাস করার অধিকার,
    উ) সম্পত্তি অর্জন; ভােগ এবং হস্তান্তরের অধিকার,
    ঋ) যে কোনও বৃত্তি, উপজীবিকা, ব্যবসা-বাণিজ্যের অধিকার।
  3.  শোষণের বিরুদ্ধে অধিকার (২৩ – ২৪ নং ধারা)
  4.  ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫ – ২৮ নং ধারা)
  5.  সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার (২৯-৩০ নং ধারা)
  6.  সম্পত্তির অধিকার (৩১ নং ধারা)

সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২-৩৫ নং ধারা)
* ১৯৭৮ সালে ৬ নং মৌলিক অধিকার এই তালিকা থেকে থেকে বাদ দেওয়া হয়েছে।

এগুলিও জেনে নিন  🔽
ডাউনলোড ভাই ফোঁটার বাংলা নতুন নতুন ওয়ালপেপার
ডাউনলোড ভাই ফোঁটার বাংলা নতুন নতুন ফেসবুক স্ট্যাটাস,
ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ

Leave a Reply